X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

চলচ্চিত্র বরপুত্রের জন্মদিন

বিনোদন রিপোর্ট
১৯ সেপ্টেম্বর ২০১৭, ১১:০৭আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৭, ১৫:৩৩

সালমান শাহ (জন্ম ১৯ সেপ্টেম্বর, ১৯৭১ - মৃত্যু ৬ সেপ্টেম্বর, ১৯৯৬)। ছবি- সংগৃহীত  

দেশের চলচ্চিত্র রাজপটে চিত্র পাল্টে দেওয়া নায়ক সালমান শাহ। মাত্র চার বছরের স্বল্প সময়ে কাজ করে জনমানসে এমন বিস্তার প্রভাব এর আগে কোনও অভিনেতা দেখাতে পারেনি। আজ এ নায়কের জন্মদিন।
তার জন্মদিনকে ঘিরে ঢাকা ও তার জন্মস্থান সিলেটে বিশেষ আয়োজন করেছেন ভক্তরা। ২১ বছরেও তার মৃত্যু রহস্য উধঘাটন না হওয়ায় প্রতিবাদী আয়োজনও রয়েছে এতে।

বাংলাদেশের ১৯৯০-এর দশকের শ্রেষ্ঠতম নায়ক সালমানের প্রকৃত নাম শাহরিয়ার চৌধুরী ইমন। ১৯৭১ সালে ১৯ সেপ্টেম্বর বাংলাদেশের সিলেট জেলায় অবস্থিত জকিগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন তিনি। এ অভিনেতা ২৭টি চলচ্চিত্র অভিনয় করেছেন। যার বেশিরভাগই ছিল তুমুল জনপ্রিয় ও ব্যবসাসফল। মাত্র তিন বছরের অভিনয় জীবনে এমন দর্শকপ্রিয়তা চলচ্চিত্র ইতিহাসে বিরল।
১৯৯৩ সালে তার অভিনীত প্রথম চলচ্চিত্র সোহানুর রহমান সোহান পরিচালিত ‌‘কেয়ামত থেকে কেয়ামত’ মুক্তি পায়। এরপর থেকেই বাংলা চলচ্চিত্রে ভরসার প্রতিশব্দ হয়ে ওঠেন এ নায়ক।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের নিজ ফ্ল্যাটে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তার লাশ। সে সময় তার বাবা প্রয়াত কমরউদ্দিন আহম্মদ চৌধুরী একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করেন।
ছেলের মৃত্যু অপমৃত্যু নয় বরং হত্যা করা হয়েছে- প্রশ্ন তুলে তিনি ঢাকার সিএমএম আদালতে একটি অভিযোগ করেন। পরে তিনি মামলা করেন।
নন্দিত চিত্রনায়ক সালমান শাহ’র মৃত্যুর ২১ বছর পেরিয়েও রহস্যের জাল এখনও থেকে গেছে। আত্মহত্যা করেছিলেন, নাকি খুন হয়েছিলেন চিত্রনায়ক সালমান শাহ- এ প্রশ্নের উত্তর খুঁজে চলেছেন সালমান ভক্তরা।
আজকের আয়োজনগুলো তাই আবারও প্রকৃত বিচারের আবেদন করা হবে বলে জানিয়েছে সালমানের একাধিক ভক্ত।

সালমান শাহ অভিনীত চলচ্চিত্রগুলো-

# কেয়ামত থেকে কেয়ামত – ১৯৯৩
# তুমি আমার – ১৯৯৪
# অন্তরে অন্তরে – ১৯৯৪
# সুজন সখী – ১৯৯৪
# বিক্ষোভ – ১৯৯৪
# স্নেহ – ১৯৯৪
# প্রেমযুদ্ধ – ১৯৯৫
# কন্যাদান – ১৯৯৫
# দেনমোহর – ১৯৯৫
# স্বপ্নের ঠিকানা – ১৯৯৫
# আঞ্জুমান – ১৯৯৫
# মহামিলন – ১৯৯৫
# আশা ভালোবাসা – ১৯৯৫
# বিচার হবে- ১৯৯৬
# এই ঘর এই সংসার – ১৯৯৬
# প্রিয়জন – ১৯৯৬
# তোমাকে চাই – ১৯৯৬
# স্বপ্নের পৃথিবী – ১৯৯৬
# সত্যের মৃত্যু নেই – ১৯৯৬
# জীবন সংসার – ১৯৯৬
# মায়ের অধিকার – ১৯৯৬
# চাওয়া থেকে পাওয়া – ১৯৯৬
# প্রেম পিয়াসী – ১৯৯৭
# স্বপ্নের নায়ক – ১৯৯৭
# শুধু তুমি – ১৯৯৭
# আনন্দ অশ্রু – ১৯৯৭
# বুকের ভেতর আগুন – ১৯৯৭

/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
দেশের প্রেক্ষাগৃহে আসছে নোলানের কালজয়ী দুই ছবি
দেশের প্রেক্ষাগৃহে আসছে নোলানের কালজয়ী দুই ছবি
পরীর টলিউড অধ্যায় শুরু
পরীর টলিউড অধ্যায় শুরু
নিজের যে স্বভাব লুকিয়ে রাখেন সারা
নিজের যে স্বভাব লুকিয়ে রাখেন সারা
চাঁদরাতে বেইলি রোডের অগ্নিকাণ্ড নিয়ে নাটক
চাঁদরাতে বেইলি রোডের অগ্নিকাণ্ড নিয়ে নাটক