X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

চলচ্চিত্রের নতুন সংগঠন: আছেন শাকিব খান

বিনোদন রিপোর্ট
১৯ সেপ্টেম্বর ২০১৭, ১৮:০৩আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৭, ১৯:৪১



নাসিরউদ্দিন দিলু, শাকিব খান ও কাজী হায়াৎ যা রটেছিল তাই ঘটতে যাচ্ছে। চলচ্চিত্র বিষয়ক নতুন সংগঠনের যে গুঞ্জন হাওয়ায় ভেসেছে গত কিছুদিন ধরে, সেটি যাত্রা শুরু করতে যাচ্ছে। এর নাম ‘বাংলাদেশ চলচ্চিত্র ফোরাম’। এখানে সবচেয়ে বড় চমক ঢালিউড সুপারস্টার শাকিব খান। তবে তিনি থাকছেন সাধারণ সদস্য হিসেবে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) শাকিবের কার্যনির্বাহী সদস্য হওয়ার বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন চলচ্চিত্র প্রযোজক আবদুল আজিজ। তিনি সদস্য হিসেবে থাকলেও সংগঠন তৈরিতে অন্যতম অবদান রেখেছেন বলে কয়েকটি সূত্র নিশ্চিত করেছে।

আবদুল আজিজ বলেন, ‘শাকিব খান সংগঠনের ফরম সংগ্রহের পর পূরণ করে তা জমা দিয়েছেন। শাকিব থাকছেন, এটা নিশ্চিত। আমরা আগামী মাস থেকে অফিশিয়ালি এর কার্যক্রম শুরু হবে।’

‘বাংলাদেশ চলচ্চিত্র ফোরাম’-এর সভাপতি প্রযোজক নাসিরউদ্দিন দিলু আর সাধারণ সম্পাদক হিসেবে আছেন পরিচালক কাজী হায়াৎ।
নব্য এ সংগঠনটির সভাপতি নাসিরউদ্দিন দিলু বললেন, ‘আমরা কিছু কাজ গুছিয়ে নেওয়ার জন্য সময় নিচ্ছি। এছাড়া সংগঠনের দু’একজন দেশের বাইরে আছেন। তাদেরসহ আমরা আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করব।’
সংগঠনের উদ্দেশ্য সম্পর্কে তিনি বলেন, ‘আমাদের পরিকল্পনা নিয়ে অনেকে নানা কথা বলছেন। মূল ধারার নই আমরা- এ ধরনের প্রশ্নে আমার উত্তর হলো, আসলে চলচ্চিত্রবিষয়ক অন্য সংগঠনগুলো তো ভালো কিছু করতে পারছে না। এ জন্যই তো আমাদের একত্রিত হওয়া।’
জানা যায়, কার্যনির্বাহী সদস্যদের তালিকায় আরও আছেন অভিনয়শিল্পী ওমর সানী, মৌসুমী, আরিফিন শুভ, ববি, অমিত হাসান, নাদের চৌধুরী, বিপাশা কবির, মিষ্টি জান্নাত, জলি, শিবা শানু, কমল পাটেকার, নানা শাহ, পরিচালক জাকির হোসেন রাজু, প্রযোজক আবদুল আজিজসহ অনেকে।

/এমআই/জেএইচ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
দেশের প্রেক্ষাগৃহে আসছে নোলানের কালজয়ী দুই ছবি
দেশের প্রেক্ষাগৃহে আসছে নোলানের কালজয়ী দুই ছবি
পরীর টলিউড অধ্যায় শুরু
পরীর টলিউড অধ্যায় শুরু
নিজের যে স্বভাব লুকিয়ে রাখেন সারা
নিজের যে স্বভাব লুকিয়ে রাখেন সারা
চাঁদরাতে বেইলি রোডের অগ্নিকাণ্ড নিয়ে নাটক
চাঁদরাতে বেইলি রোডের অগ্নিকাণ্ড নিয়ে নাটক