X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

এসে গেলো ‘পদ্মাবতী’

বিনোদন ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০১৭, ১২:২২আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৭, ১৪:২৭

‘পদ্মাবতী’ ছবির পোস্টারে দীপিকা পাড়ুকোন অপেক্ষার অবসান। নবরাত্রি উপলক্ষে উন্মুক্ত হলো সঞ্জয়লীলা বানসালির ‘পদ্মাবতী’র দুটি পোস্টার। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) এগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে শেয়ার দেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। তিনিই অভিনয় করেছেন ছিত্তোরের সাহসী ও সুন্দরী রানি পদ্মাবতীর চরিত্রে।

দুটি পোস্টারই সাজানো হয়েছে দীপিকার ছবি দিয়ে। পোশাক থেকে গয়না— সব মিলিয়ে রাজকীয় আবহে দেখা গেছে তাকে। বৃহস্পতিবার সকাল ৭টায় টুইটারে তিনি লিখেছেন, ‘নবরাত্রির শুভ দিনে দেখুন রানি পদ্মাবতীকে।’

বুধবার (২০ সেপ্টেম্বর) ছবিটির প্রধান তিন অভিনয়শিল্পী শহিদ কাপুর, রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন টুইটারে প্রথম টাইটেল পোস্টার শেয়ার করেন। টুইটে তারা জানান, রানি পদ্মাবতী আসবে পরদিন। কথা রেখেছেন তিনজনই।

এ ছবিতে পদ্মাবতীর স্বামী রাজা রাওয়াল রতন সিং চরিত্রে অভিনয় করেছেন শহিদ কাপুর। বৃহস্পতিবার সকালে পোস্টার দুটি টুইটারে শেয়ার দিয়ে তিনি লিখেছেন, ‘ছিত্তোরের রানি হলেন বীরত্ব ও সৌন্দর্যের প্রতীক।’

‘পদ্মাবতী’ ছবির পোস্টারে দীপিকা পাড়ুকোন কাহিনিতে পদ্মাবতীর প্রেমে পাগল হয়ে যাওয়া দিল্লির রাজা আলাউদ্দিন খিলজির ভূমিকায় আছেন রণবীর সিং। টুইটারে পোস্টার শেয়ার করে তিনি লিখেছেন, ‘ছিত্তোরের রানী।’

চলতি বছরে বলিউডের বহুল প্রতীক্ষিত ছবির তালিকায় ‘পদ্মাবতী’ অন্যতম। এর মুক্তির তারিখ নিয়ে ছিল অনেক জল্পনা, বিভ্রান্তি ও গুঞ্জন। তবে নতুন দুটি পোস্টারে তা কেটে গেছে। এগুলোতে উল্লেখ আছে ‘পদ্মাবতী’ মুক্তি পাবে ১ ডিসেম্বর।

এর সংগীত পরিচালনাও করেছেন সঞ্জয়লীলা বানসালি। তার পরিচালনায় এর আগে ‘গোলিও কি রাসলীলা রাম-লীলা’ ও ‘বাজিরাও মাস্তানি’তে জুটি বেঁধেছিলেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন।

/জেএইচ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!