X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বিতর্কিত রাম রহিমের বায়োপিকে রাখি সাওয়ান্ত

বিনোদন ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০১৭, ১৯:২৭আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৭, ১৯:২৮

‘আব ইনসান হোগা’ ছবির দৃশ্যে রাখি সাওয়ান্ত ও সহশিল্পীরা আবার খবরের শিরোনামে বিতর্কের রানি রাখি সাওয়ান্ত। নতুন একটি ছবিতে তিনি অভিনয় করছেন হানিপ্রীত সিং ইনসানের ভূমিকায়। তিনি স্ব-ঘোষিত ধর্মগুরু, ধার্মিক নেতা ও ধর্ষণের অপরাধে সাজাপ্রাপ্ত গুরমিত রাম রহিম সিংয়ের কথিত দত্তক মেয়ে।

ধারণা করা হচ্ছে, হানিপ্রীত এখন নেপালে আত্মগোপনে আছেন। তবে রাখির ধারণা লন্ডনে। নতুন ছবি প্রসঙ্গে বার্তা সংস্থা আইএএনএস’কে তিনি বলেছেন, ‘হানিপ্রীতকে সাত-আট বছর ধরে চিনি। তার সম্পর্কে সবকিছুই জানি। আমার মনে হয়, তিনি এখন লন্ডনে আছেন।’

‘আব ইনসান হোগা’ নামের ছবিটি পরিচালনা ও প্রযোজনা করছেন রাখির ভাই রাকেশ সাওয়ান্ত। এর ‘বেওয়াফা’ শিরোনামের একটি গানের শুটিং হয়েছে ভারতের দিল্লিতে। রাখি বলেন, ‘আমরা শুধু এখানেই কাজ করবো। আমাদের সেট সাজানো হয়েছে রাম রহিমের ডেরা সাচ্চা সওদার মতো করে। জনগণ যেন এমন দুশ্চরিত্রের ধর্মগুরুর ফাঁদে আর না পড়ে সেজন্য তার সব কুকর্ম তুলে ধরছি বড় পর্দায়।’

‘আব ইনসান হোগা’ ছবির দৃশ্যে রাখি সাওয়ান্ত ও সহশিল্পীরা রাখি জানান, অন্যদের মতো তিনিও ভেবেছিলেন রাম রহিম ও হানিপ্রীতের সম্পর্ক বাবা-মেয়ের। কিন্তু ঘাপলা যে আছে তা বুঝতে দেরি হয়নি তার। ৩৬ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, ‘আমি রাম রহিমের গোপন গুহা সিরসায়ও গিয়েছিলাম। কারণ তিনি আমাকে জানিয়েছিলেন, তার সব পূজার আনুষ্ঠানিকতা সেখানেই সম্পন্ন হয়। অথচ এখানেই নারীদের ধর্ষণ করা হতো।’

‘আব ইনসান হোগা’ ছবির দৃশ্যে রাখি সাওয়ান্ত ও সহশিল্পীরা ছবিটির সহ-প্রযোজক হিসেবে আছেন রাখি। এর মুক্তির তারিখ এখনও চূড়ান্ত হয়নি। রাম রহিম চরিত্রে অভিনয়ের জন্য হুবহু তার মতো দেখতে একজনকে নেওয়া হয়েছে। রাখির কথায়, ‘চুল, হাঁটা, কথা বলা সব একইরকম তাদের। দর্শক বোকা বনে যাবে ভেবে আসল নাকি নকল! তাদের মনে হবে, এ কোত্থেকে এলো?’

‘আব ইনসান হোগা’ ছবির দৃশ্যে রাখি সাওয়ান্ত ও সহশিল্পীরা রাম রহিমের ব্যক্তিগত মুখপাত্র সি পি অরোর আমন্ত্রণে একবার হোটেল ম্যারিয়টেও গিয়েছিলেন বলে জানান রাখি। তার ভাষ্য, ‘ধর্মগুরুর কক্ষে গিয়ে দেখলাম ভায়াগ্রা! একজন ধার্মিক নেতার কক্ষে ভায়াগ্রা কেন! দেখে তো হতবাক হয়ে গেলাম। সেদিনেই সিদ্ধান্ত নিয়েছিলাম, একদিন তার মুখোশ খুলে দেবো। ইতোমধ্যে তার সব কুকীর্তি ফাঁস হয়ে গেছে।’

‘আব ইনসান হোগা’ ছবির দৃশ্যে রাখি সাওয়ান্ত ও সহশিল্পীরা বিতর্কিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিংয়ের কেলেঙ্কারি সর্বকালের সবচেয়ে বিতর্কিত ধর্ষণের মামলার মধ্যে অন্যতম। তার ডেরার নারীরা মুখ খোলার পর প্রকাশ্যে আসতে থাকে তার একের পর এক অপরাধ। দুই ধর্ষণ মামলায় তাকে ১০ বছর করে ২০ বছরের কারাদণ্ডের সাজা দিয়েছে বিশেষ সিবিআই আদালত। এছাড়া জরিমানা গুনতে হয়েছে ৩০ লাখ রুপি। গত ২৮ আগস্ট রোহতাক কারাগারে অস্থায়ী আদালতে রায় ঘোষণার পর স্বাস্থ্য পরীক্ষার পর কারাগারে পাঠানো হয় রাম রহিমকে। তিনি এখন রোহতাক কারাগারের ১৯৯৭ নম্বর কয়েদি।

/জেএইচ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…