X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ‘প্রীতিলতা’ বাহিনী

বিনোদন রিপোর্ট
২৭ সেপ্টেম্বর ২০১৭, ০০:৩০আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৭, ২১:৪৯

 

শিশুদের সঙ্গে প্রীতিলতা টিম চট্টগ্রামের ইউরোপিয়ান ক্লাবে ১৯৩২ সালের ২৩ সেপ্টেম্বর আত্মাহুতি দেন বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার। তার ৮৫তম আত্মাহুতি দিবস ছিল গত ২৩ সেপ্টেম্বর। তার জীবন অবলম্বনে ‘প্রীতিলতা’ নামের একটি চলচ্চিত্র।
দিনটি স্মরণে এই ছবির ইউনিট আয়োজন করে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার। এতে কাঠপেন্সিল পাঠশালার প্রায় ১০০ সুবিধাবঞ্চিত শিশু অংশগ্রহণ করে। তাদের মধ্য থেকে প্রীতিলতার ছবি দেখে যে তিন জন বেশি ভালো এঁকেছে তাদেরকে দেওয়া হয় বিশেষ পুরস্কার।

প্রীতিলতার জীবন আদর্শ, তার সৎ সাহস ও দেশপ্রেমের গল্প এই শিশুদেরকে শোনান টিম প্রীতিলতার সদস্যরা। এরমধ্যে ছিলেন চলচ্চিত্র অভিনেত্রী সিমলা, ‘প্রীতিলতা’ ছবির চিত্রনাট্যকার গোলাম রাব্বানী, নির্মাতা রাশিদ পলাশ, নির্বাহী প্রযোজক রঞ্জু চৌধুরীসহ ‘প্রীতিলতা’ বাহিনী। নাচ-গানে কোমলমতি শিশুরা স্মরণ করে বীরকন্যা প্রীতিলতাকে।

‘প্রীতিলতা’ চলচ্চিত্রটির শুটিং শুরু হবে চলতি বছরের শেষ নাগাদ। এরইমধ্যে তাদের উদ্যোগে ‘বাংলার প্রীতিলতা’ নামের একটি ওয়েবসাইট সাজানো হয়েছে। টিম প্রীতিলতা চট্টগ্রামে অবস্থিত প্রীতিলতা ট্রাস্টের সঙ্গে যৌথভাবে তাদের কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

/এস/জেএইচ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
ক্যানসারে আক্রান্ত অভিনেতা রুমি, ভর্তি হাসপাতালে
ক্যানসারে আক্রান্ত অভিনেতা রুমি, ভর্তি হাসপাতালে
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)