X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

চট্টগ্রাম ও যুক্তরাজ্যে 'ভয়ংকর সুন্দর'

বিনোদন রিপোর্ট
২৭ সেপ্টেম্বর ২০১৭, ০৩:০৫আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৭, ০৩:০৫

‘ভয়ঙ্কর সুন্দর’ ছবিতে পরমব্রত চট্টোপাধ্যায় ও আশনা হাবিব ভাবনা বন্দরনগরী চট্টগ্রামের দর্শকদের জন্য সুখবর। অনিমেষ আইচ পরিচালিত ‘ভয়ংকর সুন্দর’ তিন দিন দেখা যাবে এ শহরে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এই আয়োজন। 

চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) শুরু হবে প্রদর্শনী। ২৯ আর ৩০ সেপ্টেম্বরও এখানে ছবিটি চলবে। প্রতিদিন বিকাল সাড়ে ৪টা ও সন্ধ্যা ৭টা ০৫ মিনিটে। শুভেচ্ছামূল্য রাখা হবে ৯৯ টাকা করে।
শেষ দুই দিন মিলনায়তনে হাজির থাকবেন বলে বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন পরিচালক অনিমেষ। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘সিনেমা হল ছাড়াও চলচ্চিত্রের প্রদর্শনীর মাত্রা বৃদ্ধি পেলে আদতে ইন্ডাস্ট্রিরই লাভ। এতে করে দর্শকদের মধ্যে হলমুখী হওয়ার অভ্যাস অব্যাহত থাকবে। আমার তো আশা আছে, চট্টগ্রামবাসী ছবিটি উপভোগ করবেন।’

‘ভয়ঙ্কর সুন্দর’ ছবিতে আশনা হাবিব ভাবনা এদিকে যুক্তরাজ্যের লন্ডন, রসডেল, লেইস্টার, কার্ডিফ, ম্যানচেস্টার, লুটন ও ব্রিস্টল শহরে প্রদর্শিত হচ্ছে ‘ভয়ংকর সুন্দর’। এর আয়োজন করেছে বেঙ্গলি ফিল্ম ক্লাব। ছবিটি সামনে অস্ট্রেলিয়া আর সিঙ্গাপুরেও প্রদর্শিত হবে।

‘ভয়ঙ্কর সুন্দর’ ছবিতে আশনা হাবিব ভাবনা ‘ভয়ংকর সুন্দর’ ছবিতে ভাবনা অভিনয় করেছেন ভারতের বাংলা ছবির অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে। এছাড়াও আছেন ফারুক আহমেদ, খায়রুল আলম সবুজ, অ্যালেন শুভ্র, সমাপ্তি মাসুক, দিহান প্রমুখ। বাংলাদেশের প্রেক্ষাগৃহে গত ৪ আগস্ট মুক্তি পায় এটি।

/এস/জেএইচ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
রসায়ন পরীক্ষায় ১০ জনের সঙ্গে ‘ঘনিষ্ঠতা’!
রসায়ন পরীক্ষায় ১০ জনের সঙ্গে ‘ঘনিষ্ঠতা’!
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল