X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

রানির স্মৃতিকথা: আমার মা-বাবার পরিচয় হয়েছিল দুর্গোৎসবেই

বিনোদন ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০১৭, ১২:০৫আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৭, ১৪:৫৪

শৈশবে দুর্গোৎসবে কৃষ্ণ কিংবা প্রজাপতি চরিত্রে অভিনয় ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য মুখিয়ে থাকতেন বলিউড অভিনেত্রী রানি মুখার্জি। নব্বইয়ের দশকে তারকা হয়ে যাওয়ার পর তা স্বাভাবিকভাবেই কমতে শুরু করে। তবে দুর্গাপূজার স্মৃতি সবসময়ই মনে পড়ে তার। এ নিয়ে এখনও সমান উচ্ছ্বাস কাজ করে এই বাঙালি মেয়ের মধ্যে। কারণ মুখার্জি পরিবার প্রতি বছরই মুম্বাইয়ে এ উৎসব উদযাপন করে।

রানি মুখার্জি এবারের দুর্গাপূজার প্রাক্কালে এ উৎসব, মেয়ে আদিরা, প্রত্যাবর্তনের ছবি, অভিনয় জীবনের ২০ বছর পূর্তিসহ নানান প্রসঙ্গে ভারতের সংবাদ সংস্থা হিন্দুস্তান টাইমসের সঙ্গে কথা বলেছেন রানি। শৈশবের দুর্গাপূজার স্মৃতি হাতড়ে তিনি বলেন, ‘তখন আমার বয়স তিন বছর। আমাদের পরিবারের সব শিশু-কিশোর মঞ্চে পারফর্ম করতো। আমি একবার প্রজাপতি সেজে অভিনয় করেছি। কৃষ্ণও হয়েছিলাম। এছাড়া রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক ও অন্যান্য সৃষ্টিকর্ম অবলম্বনে সাজানো নাচের অনুষ্ঠানে অংশ নিতাম।’

দুর্গাপূজায় সাংস্কৃতিক প্রভাব প্রসঙ্গে রানি বলেন, ‘আপনারা জানেন বাঙালিরা বিশেষ করে প্রবাসীরা (পশ্চিমবঙ্গের বাইরে যারা থাকেন) শিশুদেরকে সাংস্কৃতিক আবহে রাখার ব্যাপারে বেশ সচেতন। শিশুরা কবিগুরুর চর্চা করবে এটাই সবার চাওয়া। দুর্গাপূজার মাধ্যমে আমরা রবীন্দ্রসংগীত, বিশ্বকবির গান ও অন্যান্য সৃষ্টিকর্ম সম্পর্কে জেনেছি। বাঙালিদের কাছে পাঁচ দিনের দুর্গাপূজাই হয়তো দিওয়ালি, হোলি ও ঈদের সম্মিলন (হাসি)। আসল ব্যাপার হলো, বছরে এই একবারই গোটা পরিবার এক ছাদের নিচে এসে সমবেত হয়।’

পুরো মুখার্জি বংশে দুর্গাপূজা পুরোপুরি বিশেষ বলে জানিয়েছেন রানি। তিনি জানান, তার মা-বাবার প্রথম দেখা হয়েছিল দুর্গোৎসব চলাকালে। একজন গায়িকা মঞ্চে না আসায় রানির মা গান গেয়েছিলেন। তার গায়কীতে মুগ্ধ হন রানির বাবা। এভাবেই তাদের প্রেম ও বিয়ে।

দুর্গাপূজার খাবারের স্মৃতি মনে করে রানি বললেন, ‘ছোটবেলায় প্রত্যেককে খাবার পরিবেশন করতাম। কারণ মুখার্জি পরিবারের পূজায় কেউ এলেই তাকে ভোগ দেওয়া আমাদের প্রথা। পাঁচ দিনের দুর্গাপূজাকে সামনে রেখে নতুন পোশাক নিয়েও অনেক পাগলামি কাজ করতো আমাদের মধ্যে। পাঁচ দিন সকাল, বিকাল ও সন্ধ্যায় কী পরবো সেই ভাবনা অন্যরকম আনন্দ এনে দিতো।’

৩৯ বছর বয়সী এই তারকা আরও বলেন, ‘দুর্গাপূজা ছিল আমাদের কাছে পারিবারিক চড়ুইভাতির মতো। কারণ প্রতি শনি ও রবিবার আমরা সব শিশু-কিশোর একত্র হয়ে অনুশীলন করতাম। এখন অনেক বড় পরিসরে দুর্গাপূজা উদযাপন করি। কিন্তু আমাকে যখন কেউ চিনতো না, সেই সময়টা মিস করি!’

মুম্বাইয়ে রানির পারিবারিক দুর্গাপূজা উৎসব হতো পোদ্দার হাইস্কুল মাঠে। মানুষের অংশগ্রহণ বেড়ে যাওয়ায় স্থান সংকুলান না হওয়ায় আরও বড় জায়গায় যেতে হয়েছে তাদেরকে। কিন্তু অভিনয়ে ব্যস্ত হওয়ার পর দুর্গাপূজায় খুব একটা থাকা হয় না তার। এ কারণে ইচ্ছে থাকলেও কখনও রাতে মা’র প্রতিমা দেখতে মণ্ডপে যেতে পারেননি তিনি।
তারকা হয়ে যাওয়ার পর থেকে দুর্গোৎসবের আনন্দ উপভোগ করার সুযোগ পান না রানি। সব যেন কেমন করে বদলে গেছে। যেখানেই যান, ভিড় লেগে যায়! তার ভাষ্য, ‘মা দুর্গার আশীর্বাদ না নিয়েই সন্তুষ্ট থাকতে হয়। এখন তো পূজামণ্ডপে দুই মিনিটও থাকার সুযোগ হয় না। পূজা করতে বসলে আমার পিছু নেয় ক্যামেরা! তবুও অন্তত একটা দিন মণ্ডপে গিয়ে ভোগ পরিবেশন করার ইচ্ছে জাগে। এটা মন থেকে চাই। ছোটবেলা থেকেই এটাতে অভ্যস্ত আমি। হয়তো একদিন প্যান্ডেলে গিয়ে মা দুর্গার আশীর্বাদ নেবে আদিরা।’
আগামী বছর ‘হিচকি’ নামের একটি ছবির মাধ্যমে বলিউডে প্রত্যাবর্তন করছেন রানি। এর বিষয়বস্তু প্রাসঙ্গিক বলে দাবি তার। তাকে সবশেষ বড় পর্দায় দেখা গেছে ‘মারদানি’তে। দুটোই প্রযোজনা করেছেন তার স্বামী যশরাজ ফিল্মসের স্বত্বাধিকারী আদিত্য চোপড়া। 

এদিকে অভিনয় জীবনের ২০ বছর পূর্ণ করেছেন রানি। বলিউডে প্রথম তিন ছবিতেই নায়ক হিসেবে শাহরুখ খান, সালমান খান ও আমির খানকে পেয়েছেন তিনি। তার ভাষ্য, ‘সত্যি বলতে অভিনেত্রী হতে চাইনি। সেই আমি এতটা বছর অতিক্রম করেছি। ভাবুন তাহলে কি শিক্ষণীয় পথচলার মধ্য দিয়ে এসেছি। প্রতিটি ছবিতে প্রত্যেক পরিচালক ও সহশিল্পীর কাছ থেকে নতুন কিছু না কিছু শিখেছি। হোক সেই ছবি হিট কিংবা ফ্লপ।’

রানির ক্যারিয়ারের অন্যতম হিট ছবি ‘কুছ কুছ হোতা হ্যায়’ মুক্তির ২০ বছর পূর্ণ হবে ২০১৮’তে। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের তালিকায় আরও আছে ‘গুলাম’, ‘ব্ল্যাক’, ‘হাম তুম’, ‘সাথিয়া’, ‘যুবা’, ‘তালাশ’, ‘কাহি পেয়ার না হো জায়ে’, ‘চলতে চলতে’, ‘কাভি আলবিদা না কেহনা’ প্রভৃতি। তবে রানির জীবনের প্রথম ছবি বাংলা ভাষায়, কলকাতার ‘বিয়ের ফুল’।

/জেএইচ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নায়কের জন্মদিনে নায়িকারা...
নায়কের জন্মদিনে নায়িকারা...
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং
পুষ্পা: আসবে তৃতীয় কিস্তি!
পুষ্পা: আসবে তৃতীয় কিস্তি!