X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

বিয়ের পরও মিস ওয়ার্ল্ডে যেতে চেয়েছি, এটা আমার ভুল: জান্নাতুল নাঈম

বিনোদন রিপোর্ট
০৩ অক্টোবর ২০১৭, ১৬:২৮আপডেট : ০৩ অক্টোবর ২০১৭, ২০:০২

জান্নাতুল নাঈম এভ্রিল (ছবি: সাজ্জাদ হোসেন) অবশেষে বিয়ে ও ডিভোর্সের কথা স্বীকার করে নিলেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ জান্নাতুল নাঈম এভ্রিল। তবে নিজের বিয়েকে বাল্যবিবাহ বলে দাবি করেছেন। মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরে ফেসবুক লাইভে এসে এসব কথা জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।

ভুল স্বীকার করে এভ্রিল বলেছেন, “ডিভোর্সি হওয়া সত্ত্বেও ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় অংশ নিয়েছি, এটা আমার ভুল। আপনারা যদি আমাকে এজন্য শাস্তি দিতে চান আমি মাথা পেতে নেবো। বাংলাদেশে আইন আছে, এখানে ১৬ বছরের একটা মেয়েকে বিয়ে দিলে সেটা বাল্যবিবাহ হিসেবে গণ্য হয়। আমার বেলায়ও তা হয়েছে। কিন্তু যে একদিনও সংসার করেনি তাকে কেন সারাজীবন বিবাহিতা পরিচয় বয়ে যেতে হবে?”

নিয়ম অনুযায়ী বিবাহিতা কিংবা সন্তানের মা হয়েছেন এমন কেউ মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না। বিয়ের খবর ফাঁস হওয়ায় আয়োজক অন্তর শোবিজ ও ওমিকন এন্টারটেইনমেন্ট অন্য প্রতিযোগীকে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ঘোষণা করবেন বলে শোনা যাচ্ছে। সেই ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ‘‘মিস ওয়ার্ল্ডে যে-ই যাক না কেন তার জন্য আমার অনেক শুভকামনা রইলো। আমি যখন ভুল করে ফেলেছি, আমার কাজটা না হয় সে করে দিক। আমি না হয় আমার দেশেই থাকি। মিস ওয়ার্ল্ডে জান্নাতুল নাঈমের নামটা না-ই গেলো। কোনও সমস্যা নেই। যতদিন বেঁচে থাকবো মেয়েদের জন্য কাজ করবো। যে মেয়েরা বাল্যবিবাহের শিকার হয়, স্বাধীনতা পায় না, তাদের জন্য শেষ নিঃশ্বাস অবধি কাজ করে যাবো। অনেকে বলছেন, জান্নাতুল নাঈম এ ঘটনায় আত্মহত্যা করবে। জেনে রাখুন, জান্নাতুল নাঈম যথেষ্ট দৃঢ়চেতা মেয়ে। সে এত সহজে হাল ছেড়ে দেওয়ার মতো মেয়ে না।’

লাইভের শুরুতে এভ্রিল বলেন, ‘পৃথিবীর সব মানুষের কাছে সম্মান রেখে কিছু কথা বলতে চাই। ছোটবেলা থেকে কোনও বাধাবিপত্তির কাছে মাথা নত করিনি। আমি কখনও হার মানতে শিখিনি। একটা ১৬ বছরের মেয়েকে তার বাবা জোর করে বিয়ে দিচ্ছে, সে বিয়ের আসর থেকে পালিয়ে এসেছে। সেই মেয়ে এখন সফল। সে তার সমাজের কোনও কথা শোনেনি। আশপাশের কারও কথা কানে নেয়নি। বাংলাদেশে বাল্যবিবাহ দৈনন্দিন একটি ঘটনা, তাই এ বিয়ে মানতে পারিনি। আমি এর বিরুদ্ধে কাজ করতে চেয়েছি। আমি জানাতে এসেছি, অল্প বয়সে মেয়েদের বিয়ে না দিলে তারা কতদূর যেতে পারে। আমি সেইসব বাবার চোখ খুলে দিতে এসেছিলাম। যারা পরিবারের চাপে সব মেনে নেয় আমি সেইসব মেয়ের চোখ খুলে দিতে চেয়েছিলাম।’
বিবাহিতা হয়েও ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় অংশগ্রহণের ভুল আরেকবার স্বীকার করে জান্নাতুল নাঈম বলেন, “পথে পথে বাইক রাইডার হিসেবে ঘোরার সময় এত কথা হয়নি আমাকে নিয়ে। আজ কেন সবাই আমার পিছু লেগেছেন! হ্যাঁ, আমি ভুল করেছি ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় নাম লিখিয়েছি একটা ডিভোর্সি মেয়ে। কিন্তু আমি দেখিয়েছি মেধা দিয়ে লড়তে জানি। আমার অপরাধ, বাবার জোর করে দেওয়া বিয়ে মেনে নিয়ে সংসার করিনি। এটাই আমার বড় ভুল!”
মেয়েরা চাইলে অনেক কিছু করতে পারে বিশ্বাস নিয়ে চট্টগ্রামের ২০ বছর বয়সী এই তরুণী বলেন, ‘যে দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বেগম রোকেয়ার মতো মানুষ জন্মেছে, সেখানে একটা মেয়ে সবই পারে। আমি ডিভোর্সি, ভালো কথা। আমি একটা মেয়ে। মানুষ হিসেবে একটা আন্তর্জাতিক প্ল্যাটফর্মে গিয়ে নিজেকে উপস্থাপন করার আমার অধিকার আছে। কই আমি তো নিজের জন্য কিছু চাইনি! চেয়েছিলাম এ দেশের মেয়েদের দেখিয়ে দিতে, একটা মেয়ে চাইলে কী কী পারে।’

সমালোচকদের উদ্দেশ্য করে এভ্রিল বলেন, ‘একটাবারও ভেবেছেন, চারপাশের প্রতিবন্ধকতার সঙ্গে কতটা সংগ্রাম করে আমাকে আজ এ অবস্থানে আসতে হয়েছে। তিলে তিলে নিজেকে তৈরি করেছি। না পেয়েছি বাবা কিংবা পরিবারের সমর্থন। আপনারা আমাকে একটা প্রশ্নের উত্তর দিতে পারবেন? ১৬ বছরের একটা মেয়েকে জোর করে বিয়ে দিলে, সেটার কোনও শাস্তি হয় না। বাল্যবিয়ে নিয়ে হাসাহাসি কিংবা ট্রল হয় না। আর একটি ডিভোর্সি মেয়ে ছোটবেলা থেকে সংগ্রাম করে এসে সফল হলে তার শাস্তি নিয়ে কথা বলা হয়। তাকে নিয়ে হাসাহাসি করা হয়। কেন? আপনাদের মানসিকতা এমন কেন? আপনারা আসলেই অন্যায়ের শাস্তি চান? কাদের জন্য আপনারা ন্যায়বিচার চান? কাদের জন্য? আপনারা আপনাদের জায়গা থেকে কতটুকু সৎ? আমার প্রশ্নের উত্তরটা দেবেন প্লিজ।’
‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ শেষ পর্যন্ত পরিবর্তন হলে জান্নাতুল নাঈমের মুকুট ফিরিয়ে নেওয়া হবে। সেই প্রসঙ্গে তিনি বলেন, ‘নিজের সৌন্দর্য ও যোগ্যতা দিয়ে মুকুটটা নিয়েছিলাম। সেটা আমার কাছ থেকে চলে গেলে আফসোস থাকবে না। কিন্তু আমার মাথায় একটা অদৃশ্য মুকুট আছে সংগ্রাম করে এতদূর আসার সুবাদে, এটা আমার কাছ থেকে কেউ নিতে পারবে না। সবার প্রতি অনুরোধ, আমার জন্য দোয়া করবেন যেন ভেঙে না পড়ি। আমি সবাইকে ও নিজেকে কথা দিচ্ছি, বেঁচে থাকলে আরও কী কী পারি দেখাবো।’





গত ২৯ সেপ্টেম্বর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির নবরাত্রি মিলনায়তনে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ হিসেবে অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী ঘোষণা করেন জান্নাতুল নাঈমের নাম। যদিও উপস্থাপিকা শিনা চৌহান জানিয়েছিলেন, শীর্ষ ১০ প্রতিযোগীর মধ্যে সেরা হয়েছেন জান্নাতুল সুমাইয়া হিমি। এ ঘটনার পর থেকেই অনুষ্ঠানটিকে ঘিরে আলোচনা-সমালোচনায় মুখর বিনোদন অঙ্গন। এবার সামাজিক যোগাযোগের মাধ্যমে এভ্রিলের বিয়ের ছবি ছড়িয়ে পড়লে বিব্রতকর অবস্থায় পড়েছেন আয়োজকরা। কারণ বেশকিছু অনুসন্ধানী প্রতিবেদনে জানা যায়, বিচারকদের রায় তোয়াক্কা না করেই নিজেদের পছন্দ অনুযায়ী এভ্রিলকে বেছে নিয়েছে অন্তর শোবিজ। জেসিয়াকে শুরুতে দ্বিতীয় রানারআপ করা হলেও পরে জানানো হয়, তিনি হয়েছেন প্রথম রানারআপ।

এদিকে বিশ্বস্ত সূত্রে জানা যায়, ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ হিসেবে বুধবার (৪ অক্টোবর) নাম ঘোষণা হতে যাচ্ছে জেসিয়া ইসলামের।

/এম/জেএইচ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
আমার পাপ আর বাড়াবেন না: ইমন চক্রবর্তী
আমার পাপ আর বাড়াবেন না: ইমন চক্রবর্তী
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান