X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

‘এখন বুঝলাম আত্মিক নয়, অর্থনৈতিক সম্পর্ক ছিল আমাদের!’

ওয়ালিউল মুক্তা
০৭ অক্টোবর ২০১৭, ১৪:১১আপডেট : ০৭ অক্টোবর ২০১৭, ১৭:৩৪

শিরোনামহীন ব্যান্ড থেকে বেরিয়ে এলেন গায়ক তানযীর তুহীন। হঠাৎ কী এমন হলো? ২১ বছর পর কেন ব্যান্ডে ভাঙন? ব্যান্ড ছাড়ার পেছনে ব্যক্তিগত কারণ দেখিয়েছেন তুহীন। তার কাছে জানতে চাওয়া হলে শনিবার (৭ অক্টোবর) সকালে বাংলা ট্রিবিউনের সঙ্গে বিস্তারিত বলেছেন তিনি।

কনসার্টে তানযীর তুহীন (ছবি: সংগৃহীত) বাংলা ট্রিবিউন: শুনলাম আপনি অসুস্থ?
তুহীন: এখন বিশ্রামে আছি। গত ২১ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়েছিলাম। এজন্য ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি হতে হয়েছিল। আমার রক্তনালিতে ছোট্ট একটা ব্লক পাওয়া গেছে। তবে চিকিৎসকরা আশা দিয়েছেন, ওষুধেই সেরে উঠবো। এক মাস তাদের পরামর্শে চলতে হবে।

বাংলা ট্রিবিউন: আপনার একটি স্ট্যাটাস নিয়ে নানান জল্পনা চলছে। অনেকে বলাবলি করছেন, আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। বিষয়টি আসলে কী?
তুহীন: না, হ্যাক হয়নি। এটা আমি জেনেবুঝেই দিয়েছি। পরশু (৯ অক্টোবর) একটি সংবাদ সম্মেলন করবো বলে পরিকল্পনা আছে। তখনই সব বলবো।

বাংলা ট্রিবিউন: কিন্তু বিষয়টি জানার জন্য আপনার ভক্তরা উদগ্রীব হয়ে আছেন।
তুহীন: যে ব্যান্ডের জন্য জীবনের এতটা সময় ব্যয় করেছি, তারা আমার দুঃসময়ে পাশে এলো কই? উল্টো তাদের আচরণে আমি খুবই কষ্ট পেয়েছি। কিছুদিন আগে আমাকে না জানিয়ে একজন গায়ক নেওয়া হয়েছে দলে। এর আগে বারবার আমাকে বলা হচ্ছিল, অনেক টাকা মাটি হয়ে যাচ্ছে। কারণ বেশ কয়েকটি করপোরেট কনসার্ট আছে। করপোরেটের কাজ মানে তো অনেক টাকা। দলে নতুন ভোকাল নেওয়ার খবর শুনে ভেবেছিলাম, এটা হতেই পারে। আমার অসুস্থতার কারণে একজন কাজ করতেই পারেন। তবে দল আমার সঙ্গে যোগাযোগ করার প্রয়োজন মনে করেনি। তার মানে দলে আমার আর দরকার নেই। আসলে দলটি ভেঙে গেছে। তারা ভেবেছে আমি সুস্থ হবো না, মঞ্চে আর গান গাইতে পারবো না।

বাংলা ট্রিবিউন: আপনি ব্যান্ডের অন্য সদস্যদের সঙ্গে কথা বলেছেন?
তুহীন: হ্যাঁ, আমি তাদের কাছে এক মাস সময় চেয়েছিলাম।

বাংলা ট্রিবিউন: আপনাদের সম্পর্ক তো টাকার নয়, বন্ধুত্বের! অভিমান করেই কী সবকিছু ঘটছে?
তুহীন: আমি দলটির প্রতিষ্ঠাকালীন সদস্য। ১৯৯৬ সালের কথা, তখন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে স্থাপত্য বিভাগে দ্বিতীয় বর্ষের ছাত্র আমি। দীর্ঘ ২১ বছর আমরা একসঙ্গে ছিলাম। কিন্তু এখন বুঝলাম তাদের সঙ্গে আমার আত্মিক নয়, অর্থনৈতিক সম্পর্ক ছিল!

বাংলা ট্রিবিউন: আগেও কয়েকবার আপনাদের মধ্যে ঝামেলার কথা শোনা যাচ্ছিল।
তুহীন: হ্যাঁ, আগে কিছু ঝামেলা তো হচ্ছিলই। তবে আমি আর শিরোনামহীনে নেই, এটাই এখন বড় কথা।

বাংলা ট্রিবিউন: দলের কার্যক্রম তাহলে নতুন গায়ককে নিয়েই হবে?
তুহীন: আপাতত দলের কোনও কার্যক্রম থাকবে না। কারণ ব্যান্ডের গানগুলোতে আমার অংশদারিত্ব আছে। এগুলোর মেধাস্বত্ব ভাগ করতে হবে। এরপর নতুনভাবে ব্যান্ডটি চলতে পারে।

বাংলা ট্রিবিউন: কোনও আইনি পদক্ষেপ নেবেন নাকি?
তুহীন: দরকার হলে এটা আমাকে করতে হবে। তবে আমি চাই না তা হোক।

বাংলা ট্রিবিউন: আপাতত তাহলে আপনার লাইনআপ কী হবে?
তুহীন: গান নিয়ে ভাবছি না। আপাতত আমি একা!
আরও পড়ুন-
শিরোনামহীন ছেড়ে দিলেন তুহীন




/এম/জেএইচ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নায়কের জন্মদিনে নায়িকারা...
নায়কের জন্মদিনে নায়িকারা...
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!