X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

প্রথম দর্শনে সারার বাজিমাত!

বিনোদন ডেস্ক
০৮ অক্টোবর ২০১৭, ১৫:১০আপডেট : ০৮ অক্টোবর ২০১৭, ১৭:১৬

‘কেদারনাথ’ ছবিতে সারা আলি খান মনে হতে পারে কোনও হলুদিয়া পাখি! হলদে সালোয়ার-কামিজ পরা তরুণী। এক হাতে ঝুড়ি। অন্য হাতে রঙিলা ছাতা। ভারতের উত্তরাখন্ডের মন্দিরের শহর কেদারনাথের দৃশ্যপটের সামনে তিনি। নাম সারা আলি খান। বলিউড অভিনেতা সাইফ আলি খানের মেয়ে হিসেবেই তার পরিচিতি।

মা-বাবার পথ ধরে সারাও বলিউডে পা রাখছেন। ওপরে দেখা যাচ্ছে তার প্রথম চলচ্চিত্র ‘কেদারনাথ’-এর পয়লা স্থিরচিত্র। ফার্স্ট লুক বলা হয় যাকে। রবিবার (৮ অক্টোবর) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এটি প্রকাশ করেন বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ।

রৌদ্রজ্জ্বল দিনে সারাকে দারুণ দেখাচ্ছে স্থিরচিত্রটিতে। এর কয়েক ঘণ্টা আগে আরেকটি স্থিরচিত্র প্রকাশ হয় অন্তর্জালে। এতেও দেখা যাচ্ছে, ঘোড়ার ওপর বসে মাথার ওপর ছাতা ধরে রেখেছেন তিনি। টুইটারে তাকে নিয়ে মাতামাতি দেখে বোঝা যাচ্ছে, প্রথম দর্শনেই হৃদয় জিতেছেন ২৪ বছর বয়সী এই তরুণী। অনেকে বলাবলি করছেন, দেখতে অনেকটা মা অভিনেত্রী অমৃতা সিংয়ের মতো হয়েছেন তিনি।

‘কেদারনাথ’ ছবিতে সারা আলি খান ‘রক অন!!’, ‘কাই পো চে’ ও ‘ফিতুর’খ্যাত অভিষেক কাপুরের রোমান্টিক ছবি ‘কেদারনাথ’-এর প্রেক্ষাপট হলো ২০১৩ সালের বন্যার করুণ কাহিনি। ওই প্রাকৃতিক দুর্যোগে উত্তর ভারতে ৫ হাজার ৭০০ জনের প্রাণহানি হয়।

ছবিটিতে পর্যটকের ভূমিকায় দেখা যাবে সারাকে। এর মাধ্যমে বড় পর্দায় অভিষেক হচ্ছে তার। এ প্রজন্মের অভিনেতা সুশান্ত সিং রাজপুত থাকছেন ট্যুর গাইড হিসেবে। প্রবীণ ও অসুস্থদের কেদারনাথ মন্দির ঘুরে দেখান তিনি। উত্তরাখন্ডের পর্বতময় শহরে এক মাস শুটিং শেষে মুম্বাইয়ে ফিরেছেন তারা।

সুশান্ত সিং রাজপুত, অভিষেক কাপুর ও সারা আলি খান এদিকে সবার নজর এখন সারা আলি খানের দিকে। দারুণ সৌন্দর্য আর তারকা মা-বাবার সন্তান হওয়ার সুবাদে তাকে নিয়ে বলিউডে এত আলোচনা। সেজন্যই ২০১৮ সালের সবচেয়ে প্রতীক্ষিত ছবিগুলোর মধ্যে ‘কেদারনাথ’ অন্যতম।

/জেএইচ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!