X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

বাল্যবিয়ে নিয়ে কাজ শুরু এভ্রিল ফাউন্ডেশনের

বিনোদন রিপোর্ট
০৯ অক্টোবর ২০১৭, ১৬:৫১আপডেট : ০৯ অক্টোবর ২০১৭, ২১:০৮

জান্নাতুল নাঈম এভ্রিল/ ছবি: সাজ্জাদ হোসেন
বাল্যবিয়ের অভিযোগে মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট মাথায় পরেও নামিয়ে নিতে হলো জান্নাতুল নাঈম এভ্রিলকে।
তবে সেসময়ই কথা দিয়েছিলেন বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করবেন তিনি। গড়ে তুলবেন এভ্রিল ফাউন্ডেশন।
অবশেষে এই অক্টোবরেই যাত্রা করেছে ফাউন্ডেশনটি। সারাদেশে বাল্যবিয়ে বন্ধের জন্য কাজ করবে চ্যারাটিমূলক এ সংগঠনটি।
স্বেচ্ছ্বাসেবী ও ডোনার সংগ্রহের কাজ শুরু হলো এরমধ্যে।
এভ্রিল বলেন, ‘শুধু বাল্যবিয়েই নয়, নারীর ক্ষমতায়নেও কাজ করবে এ সংগঠনটি। আমার আয়ের ৭৫ ভাগ টাকা আমি এখানে দেব। কিছু অর্থও সংগ্রহ চলছে। এছাড়া সারাদেশে ভলান্টিয়ার থাকবে নারীরা। যারা অবহেলিত, নির্যাতিত নারীদের পাশে দাঁড়াবেন।’


বাল্যবিয়ে নিয়ে কাজ শুরু এভ্রিল ফাউন্ডেশনের উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির নবরাত্রি মিলনায়তনে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ হিসেবে প্রথমে উপস্থাপিকা শিনা চৌহান জানিয়েছিলেন, শীর্ষ ১০ প্রতিযোগীর মধ্যে সেরা হয়েছেন জান্নাতুল সুমাইয়া হিমি। কয়েক মিনিটের মধ্যে একই মঞ্চে আয়োজক প্রতিষ্ঠান অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী ঘোষণা করেন জান্নাতুল নাঈম এভ্রিলের নাম। এরপর এটিও বাতিল ঘোষণা করা হয় এভ্রিলের ‘বাল্যবিয়ে’র দায়ে।
এ ঘটনার পর থেকেই অনুষ্ঠানটিকে ঘিরে আলোচনা-সমালোচনায় মুখর মিডিয়া অঙ্গন। এরপর একই প্রতিযোগিতার জেসিয়া ইসলামকে মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুটটি দেওয়া হয়।

/এমআই/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘লম্বা’ নায়িকা প্রসঙ্গে কৃতির ব্যাখ্যা
‘লম্বা’ নায়িকা প্রসঙ্গে কৃতির ব্যাখ্যা
জানা-অজানা ১০ তথ্যে সত্যজিৎ রায়
প্রয়াণ দিনে স্মরণজানা-অজানা ১০ তথ্যে সত্যজিৎ রায়
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
‘ওপারে ভালো থেকো বন্ধু’
অভিনেতা রুমির মৃত্যু‘ওপারে ভালো থেকো বন্ধু’
ফ্লপে হ্যাটট্রিক, মুখ খুললেন অভিনেত্রী
ফ্লপে হ্যাটট্রিক, মুখ খুললেন অভিনেত্রী