X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

যদি বঙ্গবন্ধুর আদর্শে মানুষ হয়ে থাকি তবে এ যুদ্ধে জয়ী হবোই: আগুন

বিনোদন রিপোর্ট
১৯ অক্টোবর ২০১৭, ১৫:৩৮আপডেট : ১৯ অক্টোবর ২০১৭, ১৯:৩৫

বাবা খান আতার কোলে ছোট্ট আগুন চলচ্চিত্র ব্যক্তিত্ব খান আতাউর রহমানের সন্তান ও কণ্ঠশিল্পী-অভিনেতা আগুন। চলমান ‘রাজাকার’ বিতর্ক প্রসঙ্গে তিনি বললেন, ‘বাবা আমাকে বঙ্গবন্ধুর আদর্শে মানুষ করেছেন। যদি আমি বঙ্গবন্ধুর আদর্শে মানুষ হয়ে থাকি তবে এ যুদ্ধে জয়ী হবোই।’
প্রয়াত নির্মাতা, সুরকার, সংগীত পরিচালক, প্রযোজক ও অভিনেতা খান আতাউর রহমানকে নিয়ে সম্প্রতিক বিতর্কের জের ধরে সংবাদ সম্মেলেন ডেকেছিল চলচ্চিত্রের বৃহত্তর সংগঠন চলচ্চিত্র পরিবার।
১৯ অক্টোবর সকাল সাড়ে ১১টায় বিএফডিসির জহির রায়হান ভিআইপি প্রজেকশন হলে এটি অনুষ্ঠিত হয়। এতেই অন্যান্য বক্তাদের পাশাপাশি সংক্ষেপে কথাগুলো বলেন আগুন। বাবাকে নিয়ে সাম্প্রতিক বিতর্কের জেরে তিনিও এ সংবাদ সম্মেলনে উপস্থিত হন।
এতে আরও উপস্থিত ছিলেন চিত্রনায়ক ফারুক, পরিচালক আমজাদ হোসেন, সিবি জামান, আজিজুর রহমান, মুশফিকুর রহমান গুলজারসহ আরও অনেকে। সংবাদ সম্মেলনে আগুন। ছবি- সাজ্জাদ
তবে আলোচনার বেশিরভাগ অংশজুড়েই কথা বলেন চিত্রনায়ক ফারুক ও পরিচালক এবি জামান।
তারা সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ইউসুফের বক্তব্য অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেন। পাশাপাশি খান আতাউর রহামানের অবদান তুলে ধরেন।
সংবাদ সম্মেলন শেষে খান আতাউর রহমান পরিচালিত ছবি ‘আবার তোরা মানুষ হ’ প্রদর্শিত হয়।
মূলত নাট্যজন-মুক্তিযোদ্ধা নাসিরউদ্দিন ইউসুফের করা একটি মন্তব্যের প্রতিবাদে এটি আয়োজন করা হয়েছে। নিউইয়র্কে সাংস্কৃতিক অভিবাসীদের সমাবেশে নাসির উদ্দিন ইউসুফ আতাউর রহমানকে ‘রাজাকার’ বলে অবিহিত করেন।
বলেন, ‘‘আবার তোরা মানুষ হ’ এটাতো নেগেটিভ ছবি। মুক্তিযোদ্ধাদের বলছে, আবার তোরা মানুষ হ!’’
কয়েকদিন ধরে এ নিয়ে চলছে নানামুখী আলোচনা-সমালোচনা। এবার এই ইস্যুতে সংবাদ সম্মেলন করে চলচ্চিত্র পরিবার।

* ‘আপনি’ স্বাধীনতার বিরুদ্ধে কথা বলছেন: ফারুক

/এসএস/এম/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
১৬ বছর পর জেনস সুমনের ফেরা (ভিডিও)
১৬ বছর পর জেনস সুমনের ফেরা (ভিডিও)
মা হারালেন বেবী নাজনীন
মা হারালেন বেবী নাজনীন
ওমর: ‘নায়িকাবিহীন’ এক থ্রিলার
সিনেমা সমালোচনাওমর: ‘নায়িকাবিহীন’ এক থ্রিলার