X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

দুরন্ততে চলছে শিশুতোষ ‘টিরিগিরি টক্কা’

বিনোদন রিপোর্ট
২১ অক্টোবর ২০১৭, ১৩:৪১আপডেট : ২১ অক্টোবর ২০১৭, ১৩:৫০

একটি দৃশ্যে দুই শিশুশিল্পী দেশের প্রথম এবং একমাত্র শিশু-কিশোরভিত্তিক টিভি চ্যানেল দুরন্ত। যা এর মধ্যেই আকৃষ্ট করেছে দর্শক-সমালোচকদের। চ্যানেলটির বৈচিত্রপূর্ণ শিক্ষনীয় সব আয়োজন বাবা-মায়েদের মনে স্বস্তি এনে দিয়েছে, কারণ শিশু-কিশোরেরা ক্রমশ হচ্ছে দুরন্তমুখী।
নানা আয়োজনের ভিড়ে এলিয়েন নিয়ে চ্যানেলটিতে প্রচারাধীন সায়েন্স ফিকশন ধারাবাহিক নাটক ‘টিরিগিরি টক্কা’ও শিশুদের পছন্দের তালিকায় চলে এসেছে। যা প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল ৭টা, সন্ধ্যা ৬টা, রাত ৮টা ৩০ এবং ১২টা ৩০ মিনিটে প্রচার হচ্ছে।
ধ্বনিচিত্র লিঃ এর প্রযোজনায় বিশেষ এই নাটকটি রচনা করছেন এম. আসলাম লিটন এবং পরিচালনা করেছেন ছোটদের জনপ্রিয় অনুষ্ঠান ‘সিসিমপুর’ এর পরিচালক তৌহিদ খান বিপ্লব।
ধারাবাহিকটিতে অভিনয় করেছে তিনজন শিশুশিল্পী নদী, ইরা ও তুর্য। বড়দের মধ্যে অভিনয় করেছেন আদনান ফারুক হিল্লোল, শামিমা তুষ্টি, সুজতি শিমুল, নিলা ইসরাফিল, ফকরুজ্জামান চৌধুরী ও মূকাভিনয় শিল্পী নিথর মাহবুব। বিভিন্ন পর্বে আরও অভিনয় করেছেন কাজী উজ্জল, শামিম ভিস্তি প্রমুখ।
একটি দৃশ্যে তিন সিনিয়র শিল্পী পরিচালক বিপ্লব বলেন, ‘শিশু-কিশোরদের নিয়ে কাজ করা অনেক কঠিন। খুব চ্যালেঞ্জিং একটি কাজ আমরা করছি। তবে একটি ভালো কাজ যাতে বের হয়ে আসে সেই লক্ষ্যে অভিনেতা-অভিনেত্রী থেকে শুরু করে টিমের সবাই নিজে থেকে আন্তরিকভাবে কাজটি করছে।’
তিনি আরও জানান, নাটকটির শুটিং শুরুর আগে অডিশনের মাধ্যমে শিশুশিল্পীদের বাছাই করা হয়েছে। এর পর তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
রসায়ন পরীক্ষায় ১০ জনের সঙ্গে ‘ঘনিষ্ঠতা’!
রসায়ন পরীক্ষায় ১০ জনের সঙ্গে ‘ঘনিষ্ঠতা’!
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল