X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

এটাই পরীমনি!

বিনোদন রিপোর্ট
২৫ অক্টোবর ২০১৭, ০০:০২আপডেট : ২৫ অক্টোবর ২০১৭, ১৫:০৩

সুবিধাবঞ্চিত শিশুদের খাবার তুলে দিচ্ছেন পরীমনি (ছবি: সংগৃহীত) কোরবানি ঈদের কিছুদিন আগে একদিন হঠাৎ কানে এলো চলচ্চিত্রের জুনিয়র আর্টিস্টদের (সহযোগী শিল্পী) ভীষণ অসহায়ত্বের কথা। তাদের ঘরে চাল-ডালই নেই, কোরবানি দেবেন কোথা থেকে।

রূপালি পর্দার পরীমনি বাস্তবের পরী হয়ে এলেন তাদের জন্য। এরপর নিজেই কোরবানি দেওয়ার ব্যবস্থা করলেন। জুনিয়র আর্টিস্টদের মধ্যে নিজেই বিলিয়ে দিলেন মাংস। হাসি ফিরে এলো অসহায় শিল্পীদের মাঝে।

দুই বছর ধরে এভাবেই কোরবানির ঈদ কাটিয়েছেন এই চিত্রনায়িকা। একইরকম ‘পরী’ হয়ে আরও অনেকের কাছে এগিয়ে গেলেন তিনি। তার তারকা হওয়ার পরের জন্মদিনগুলোতে তেমনই হয়েছে। এবারও ব্যতিক্রম হলো না।

সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে জন্মদিনের কেক কেটেছেন পরীমনি (ছবি: সংগৃহীত) মঙ্গলবার (২৪ অক্টোবর) ২৪তম জন্মদিন উদযাপন করলেন পরীমনি। এদিন তিনি সময় দিলেন অনাথ ও সুবিধাবঞ্চিত শিশুদেরকে। নিজে হাতে ছোট ছোট বাচ্চাদের খাইয়ে দিয়েছেন। তারও আগে পোশাক কিনে দিয়েছেন ওই বাচ্চাদের। সেগুলো পরে তারা যেন হয়ে উঠেছে আরও সুন্দর ও পরিপাটি।

সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে পরীমনি (ছবি: সংগৃহীত) কেন এমন আয়োজন? পরী ছোট্ট করে জানিয়েছেন, তার ভালো লাগে তাই।

ঢালিউডের আলোচিত এই অভিনেত্রী এবারের জন্মদিনের প্রথম প্রহর কাটিয়েছেন প্রিয় মানুষদের সান্নিধ্যে। বন্ধুবান্ধবের সঙ্গে প্রথম প্রহরেই কেটেছেন কেক। এরপর জন্মদিন পালন করলেন শিশুদের সঙ্গে।

বনানীর একটি রেস্তোরাঁয় পরিবার, বন্ধু ও সাংবাদিকদের সঙ্গে পরীমনি (ছবি: সংগৃহীত) জন্মদিনে পরীমনি আরেকটি ভাগ বরাদ্দ রেখেছিলেন পরিবার, বন্ধু ও বিনোদন কর্মীদের সঙ্গে সময় কাটানোর জন্য। রাজধানীর বনানীর একটি রেস্তোরাঁয় ছিল সেই আয়োজন।

/এম/এসএসএ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
ভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা