X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

‌মামলার কথাটি শুনে হেসেছি: শাকিব খান (ভিডিও)

বিনোদন রিপোর্ট
০৫ নভেম্বর ২০১৭, ০৮:৪৭আপডেট : ০৫ নভেম্বর ২০১৭, ১৪:৩৮

  শাকিব খান। ছবি সংগৃহীত ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানের বিরুদ্ধে হবিগঞ্জ জেলায় ২৯ অক্টোবর মামলা হয়। কারণ হিসেবে জানানো হয়, বিনা অনুমতিতে অন্যের মুঠোফোন নম্বর শাকিব তার ছবি ‘রাজনীতি’তে ব্যবহার করেছেন। এ জন্য প্রতারণার অভিযোগে ৫০ লাখ টাকার মানহানির মামলাটি করেছেন মুঠোফোন নম্বরের মালিক জেলার বানিয়াচং উপজেলার যাত্রাপাশা গ্রামের অটোরিকশা চালক ইজাজুল মিয়া।
তবে শাকিব খান অভিনেতা হিসেবে  বিষয়টি বেশি গুরুত্ব দিতে রাজি নন। ৪ নভেম্বর দুপুরে রাজধানীর কাকরাইলের হোটেল রাজমনি ঈশা খাঁয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে শাকিব নিজের অবস্থান তুলে ধরেন। বলেন, ‘একজন শিল্পী হিসেবে আমি শুধু আমার সংলাপ বলেছি। সেটা কার মোবাইল ফোনের নম্বর, নম্বরটা সঠিক কি না, এটা আমার দেখার বিষয় নয়। তা আমার এখতিয়ারের মধ্যে পড়ে না। এটা আসলে ছবির প্রযোজক, পরিচালক আর স্ক্রিপ্ট রাইটারের ব্যাপার। এটা তাদের ওপর বর্তায়। আমার জায়গায় যদি অন্য কোনও হিরোর মুখ দিয়ে সংলাপটা যেত, তার তো কিছু করার ছিল না।’
এই মামলায় ‘রাজনীতি’ সিনেমার পরিচালক বুলবুল বিশ্বাস, প্রযোজক আশফাক আহমেদকেও অভিযুক্ত করা হয়েছে। তারাও মামলার আসামি।
তবে মামলার কথা শুনে শাকিব খান হেসেছেনও। কারণ তার কাছে বিষয়টি অনেকটা এমনই লেগেছে।
শাকিবের ভাষ্য, ‘‘খবরটি শুনে আমি খুব হেসেছি। আমি তো তখন ‘চালবাজ’ ছবির শুটিংয়ে কলকাতা ছিলাম। বিস্তারিত কিছু জানতাম না। দেশে এসে শুনলাম। আর আমি তো লিখিত কোনও অভিযোগ পাইনি। আমি নিজে আইনের ছাত্র নই। এটা আদৌ কোনও মামলার গ্রাউন্ডে পড়ে কি না, তা-ও আমার জানা নেই।’’

সংবাদ সম্মেলনের ভিডিও: 

‘রাজনীতি’ গত রোজার ঈদে মুক্তি পায়। ২ ঘণ্টা ১৬ মিনিটের এ ছবির ২০ মিনিটের সময় শাকিব ও অপু বিশ্বাসের একটি কথোপকথন আছে। যেখানে নায়ক একটি মোবাইল নম্বর নিজের বলে উল্লেখ করেন। সংলাপটি এমন- নায়িকা অপু বিশ্বাস বলেন, ‘‘আমার ফেসবুক আইডি যে ‘রাজকুমারী’, তুমি তা জানলে কী করে। জবাবে নায়ক শাকিব বলেন, ‘যেভাবে তুমি জানো আমার মোবাইল নাম্বার ০১৭১৫-২৯৫...।’

‘রাজনীতি’ ছবির সেই দৃশ্যটি: 

ছবি মুক্তির দিন থেকে শত শত ফোন আসতে থাকে নম্বরের প্রকৃত মালিক ইজাজুলের কাছে। সবাই শাকিব খানকে চান। অতিরিক্ত ফোন আসায় তাকে চাকরি থেকে মহাজন বরখাস্ত করেন। অভাব-অনটনে পড়ে বিক্রি করতে হয় নিজের অটোরিকশাটিও। এমনকি পারিবারিক জীবনেও অশান্তি নেমে আসে। মেয়েদের ফোন বেশি আসায় স্ত্রীর সঙ্গে তার মনোমালিন্য হয়। স্ত্রী চলে যান বাপের বাড়ি। সামাজিকভাবে হেয় হতে হয় ইজাজুলকে। এখনও অবধি মুঠোফোন নম্বরে শাকিব খানের জন্য অসংখ্য ফোন আসছে। রাজনীতি ছবির গানের দৃশ্য। এর আগেই নম্বরটি বলেন শাকিব। পাশে ইজাজুল

ইজাজুলের ভাষ্য, ‌‘আমি সামাজিকভাবে হেয় হয়েছি। শুধু আমি নই, আমার পরিবারও হাস্যরসে পরিণত হয়েছে। আমি এর প্রতিকার চাই। অন্যের নম্বর না জানিয়ে ব্যবহার করাটা অন্যায়। তাই মামলাটি করেছি।’

/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
অবশেষে মুক্তির বার্তা
অবশেষে মুক্তির বার্তা
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!