X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

আর্বোভাইরাস-এর সিরিজ ভিডিও

বিনোদন রিপোর্ট
০৫ নভেম্বর ২০১৭, ১৮:০২আপডেট : ০৬ নভেম্বর ২০১৭, ১৩:৫৯

আর্বোভাইরাস হাইব্রিড রক ঘরানার ব্যান্ড আর্বোভাইরাস। যাদের জনপ্রিয়তা এখন বেশ। তৃতীয় অ্যালবাম ‌‘বিশেষ দ্রষ্টব্য’ প্রকাশ পেয়েছে চলতি বছরের ১৩ জানুয়ারি।
এ অ্যালবামের ‘স্কুল’ ও ‌‘ভেঙে ফেল’ শিরোনামের গান দুটির ভিডিও বেশ প্রশংসা কুড়িয়েছে। আর অডিও হিসেবে জনপ্রিয়তা পেয়েছে একই অ্যালবামের ‘মুখোশ’, ‘নিলাম’, ‘সূর্য’ শিরোনামের গানগুলোও। তবে এই প্রাপ্তি নিয়েই থামতে রাজি নন ব্যান্ড সদস্যরা।
অ্যালবাম প্রকাশের ১০ মাস পর তিনটি আলাদা প্রকাশনা উৎসবের উদ্যোগ নিয়েছেন আর্বোভাইরাস সদস্যরা। পুরো অ্যালবামটি এবার লাইভ রেকর্ড করে ভিডিওসহ মুক্তি দিতে যাচ্ছে শিগগিরই। এর জন্যে ৩টি আলাদা ভেন্যুতে প্রকাশনা উৎসব ও কনসার্টের আয়োজন করা হয়েছে। সেই সঙ্গে চলতি সপ্তাহে অ্যালবামের বাকি ৭টি গানের নতুন ভিডিও ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে আর্বোভাইরাস-এর নিজস্ব ইউটিউব চ্যানেলে। বাংলা ট্রিবিউনকে এমনটাই জানান ব্যান্ডের ভোকাল সুফি।

সুফি আরও জানান, ঢাকা ইউনিভার্সিটি ব্যান্ড সোসাইটির তত্ত্বাবধানে ৫ নভেম্বর সন্ধ্যায় টিএসসি অডিটোরিয়ামে অ্যালবামটির প্রথম মোড়ক উন্মোচন হয়। এতে অ্যালবামের অন্যতম গান ‘তোমার গান’ এর ভিডিও উন্মুক্ত করা হয়। এদিকে অন্য দুটি মোড়ক উন্মোচন অনুষ্ঠানের মধ্যে ৬ নভেম্বর উত্তরার ড্রিফট উড রেস্তোরাঁয় অপরটি ১১ নভেম্বর চট্টগ্রাম জেলা শহরে অনুষ্ঠিত হবে।
আর্বোভাইরাস ব্যান্ড ২০০৬ সালে তাদের প্রথম অ্যালবাম ‘৬৪ মিনিট ৫৩ সেকেন্ড’ এবং ২০১৩ সালে দ্বিতীয় অ্যালবাম ‘মন্তব্য নিষ্প্রয়োজন’ প্রকাশ করে।

সম্প্রতি রক-নেশন কনসার্ট এবং ‘ভেঙ্গে ফেলো’ গানের মিউজিক ভিডিওতে গিটার ভাঙা নিয়ে তুমুল আলোচনার জন্ম দেয়। এছাড়া প্রতিবাদী লিরিক এবং চোখ ধাঁধানো লাইভ পারফর্মেন্সের কারণে দর্শক মহলের অন্যতম প্রিয় ব্যান্ড এখন আর্বোভাইরাস।


আর্বোভাইরাস-এর লাইনআপ: লিড গিটারে সুহার্ত, ফাসিহ ও রঞ্জন, ব্যাস গিটারে আদনান, ড্রামস-এ নাফীজ এবং ভোকালে সুফি।

/এস/এমএম/
সম্পর্কিত
গার্মেন্টসকর্মীদের জীবনের গল্প ‘ঈদের ছুটি’!
গার্মেন্টসকর্মীদের জীবনের গল্প ‘ঈদের ছুটি’!
গানের নাম ‘টাকা দ্য পা পা পা’! (ভিডিও)
গানের নাম ‘টাকা দ্য পা পা পা’! (ভিডিও)
গানচিত্র নির্মাণে সিনেমার প্রযোজক!
গানচিত্র নির্মাণে সিনেমার প্রযোজক!
ঢাকার গীতিকবিতায় ফের বলিউডের অন্বেষা
ঢাকার গীতিকবিতায় ফের বলিউডের অন্বেষা
বিনোদন বিভাগের সর্বশেষ
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন: কোন পদে লড়ছেন কে
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন: কোন পদে লড়ছেন কে
রাজকুমার: ‘প্রশ্নবিদ্ধ’ এক বিয়োগান্তক ছবি
সিনেমা সমালোচনারাজকুমার: ‘প্রশ্নবিদ্ধ’ এক বিয়োগান্তক ছবি
হলিউডের ‘ভূত’ আসছে দেশে!
হলিউডের ‘ভূত’ আসছে দেশে!
মাহির সঙ্গে প্রেম গুঞ্জন নিয়ে জয়: আমরা খুব ভালো বন্ধু
মাহির সঙ্গে প্রেম গুঞ্জন নিয়ে জয়: আমরা খুব ভালো বন্ধু
সালমানের বাড়ির সামনে গোলাগুলি, ছুটে এলেন মুখ্যমন্ত্রী
সালমানের বাড়ির সামনে গোলাগুলি, ছুটে এলেন মুখ্যমন্ত্রী