X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

এগিয়ে আছেন জেসিয়া, ভোট দিতে পারবেন আপনিও

বিনোদন রিপোর্ট
০৭ নভেম্বর ২০১৭, ১৩:৪০আপডেট : ০৭ নভেম্বর ২০১৭, ২০:২৯

জেসিয়া ইসলাম। ছবি- সাজ্জাদ হোসেন বিশ্বসুন্দরী আয়োজনে চলছে ‘হেড টু হেড’ প্রতিযোগিতা। বুধবার (১ নভেম্বর) রাত থেকে বাংলাদেশি প্রতিযোগী জেসিয়া ইসলামকে অংশ নিতে হচ্ছে এই চ্যালেঞ্জে।
তবে এরমধ্যেই দর্শকদের আরও সম্পৃক্ত করতে শুরু হয়েছে ভোটগ্রহণ। ইতোমধ্যে ১৫.১৫ শতাংশ ভোট পেয়ে নিজের যোগ্যতা জানান দিচ্ছেন লাল-সবুজের তরুণী জেসিয়া। তিনি দ্বিতীয় অবস্থানে আছেন। ভোটের শীর্ষ তিনজন হলেন- নেপালের নিকিতা চন্দ্রক (১৯.৮৮), জেসিয়া ১৫.১৫ ও মঙ্গোলিয়ার এনখজিন (১১.১৬)। চতুর্থ দেশ ভেনিজুয়েলা (৫.৯) ও পঞ্চম স্থানে আছে  ব্রাজিল (৪.৮৮)। ভোটিংটি মিস ওয়ার্ল্ড কর্তৃপক্ষ তাদের অফিশিয়াল ওয়েবসাইটে এটি নিয়মিত প্রকাশ করছে।

 এদিকে বাংলাদেশিরা চাইলে জেসিয়াকে ভোট দিতে পারবেন। এজন্য প্রথমে মিস ওয়ার্ল্ডের ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে হবে। কিংবা ওয়েবসাইটের জেসিয়ার পেজে গিয়ে আগে নিবন্ধন (উপরের ডান দিকে) করে নিচের অপশনে ভোট দিতে পারবেন। এর ঠিকানা হলো- http://www.missworld.com/#/contestants/4889 প্রথম ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে

এদিকে ‘হেড টু হেড’ চ্যালেঞ্জ-এর জন্য বাংলাদেশসহ ১২০ দেশের প্রতিযোগীকে ভাগ করা হয়েছে ২০টি দলে। প্রতি গ্রুপে আছেন ছয় জন। এর মধ্যে গ্রুপ-ছয়ে রয়েছে জেসিয়ার নাম। এই গ্রুপে তার প্রতিদ্বন্দ্বী ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, কানাডা, ইথিওপিয়া ও বোতসোয়ানার সুন্দরীরা। জেসিয়ার পেজে বা ভোট অপশনে গিয়ে তাকে ভোট দিতে পারবেন
গত ৩১ অক্টোবর ওভারসিস চাইনিজ টাউন ইস্ট শেনজেনে ‘হেড টু হেড চ্যালেঞ্জ’-এর ড্র অনুষ্ঠিত হয়। এবারই প্রথম বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় যুক্ত হয়েছে এই বিভাগ। এই বিভাগের ফল থেকেই চূড়ান্ত হবে শীর্ষ ৪০ প্রতিযোগী। তাদের বলা হবে ‘ফাইনাল ফোরটি’। জেসিয়া ইসলাম। ছবি- সাজ্জাদ হোসেন

/এমআই/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
অবশেষে মুক্তির বার্তা
অবশেষে মুক্তির বার্তা
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
নতুন অভিজ্ঞতার মুখোমুখি জয়া
নতুন অভিজ্ঞতার মুখোমুখি জয়া