X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

মাকে নিয়ে ফিরেছেন হাবিব

বিনোদন রিপোর্ট
০৭ নভেম্বর ২০১৭, ১৪:৪৬আপডেট : ০৮ নভেম্বর ২০১৭, ১১:২৮

আমেরিকার পথে হাবিবের হাসি বরাবরই মা অন্তঃপ্রাণ হাবিব। এটা অনেকেরই জানা। তবে ক্যারিয়ার ব্যস্ততার কারণে মাকে নিয়ে এভাবে লম্বা সময় কাটানো হয়নি এর আগে। বরং স্টেজ শো’র সুবাদে বেশিরভাগ সময় তার সঙ্গে দেখা গেছে বাবা ফেরদৌস ওয়াহিদকে।
সম্ভবত সেই অভাববোধ থেকেই এবার শুধু মাকে নিয়ে আমেরিকায় উড়াল দিলেন হাবিব।
মায়ের সঙ্গে বিমানে হাবিবের সেলফি অক্টোবরের ১১ তারিখে উড়াল দিয়ে প্রায় এক মাসের আনন্দসময় কাটিয়ে মা-ছেলে ঢাকায় ফিরেছেন ৭ নভেম্বর সকালে।
হাবিব বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সত্যি বলছি, আমার জীবনে এত দীর্ঘ সুন্দর সময় আর কাটাইনি। সঙ্গে মা ছিলেন, সেটাও বড় প্রশান্তির কারণ। মাকে নিয়ে এই একটা মাস শুধু ঘুরে বেড়িয়েছি। আর ফাঁকে ফাঁকে কিছু স্টুডিও ইকুয়েপমেন্ট কিনেছি।’
নায়াগ্রা জলপ্রপাতের কাছে হাবিবের সেলফি হাবিব আরও জানান, এবারই প্রথম তারা আমেরিকার বাফালো ও নায়াগ্রা জলপ্রপাত দেখতে গিয়েছেন। বলেন, ‘এমন সুন্দর ও শান্তিপূর্ণ নৈসর্গিক স্থান দেখে আমরা প্রাণ জুড়িয়েছি। সত্যি, এ এক নতুন অভিজ্ঞতা।’
এদিকে ঢাকায় ফিরেই মঙ্গলবার (৭ নভেম্বর) থেকে নিজের স্টুডিওতে মন বসিয়েছেন হাবিব। জানিয়েছেন, আমেরিকা থেকে আনা নতুন যন্ত্রপাতি-সফটওয়্যারগুলো এখন নিজের রেকর্ডিং স্টুডিওতে সেটআপ করবেন। গানের সাউন্ড নিয়ে চলবে নতুন নতুন গবেষণাও।

সঙ্গে জমে থাকা গান আর জিঙ্গেলের কাজ তো থাকছেই। নিউইয়র্কের বাংলা কমিউনিটি জ্যাকসন হাইটস-এ হাবিব

ছবি: হাবিব ওয়াহিদের ফেসবুক প্রোফাইল থেকে সংগৃহীত

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
ভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা