X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

অরিন্দম শীলের ছবির জন্য ‘বেসিক আলী’ বাদ দিইনি: শুভ

বিনোদন রিপোর্ট
০৮ নভেম্বর ২০১৭, ১৯:০৫আপডেট : ০৯ নভেম্বর ২০১৭, ১৪:২৯

আইফেল টাওয়ারের পাশে শুভ। ছবি- ফেসবুক আগস্ট মাসে ঘোষণা এসেছিল বাংলাদেশের জনপ্রিয় কার্টুন চরিত্র ‘বেসিক আলী’ রূপে পর্দায় আসছেন আরিফিন শুভ। তবে গত সপ্তাহে সিদ্ধান্ত বদল করেছেন সম্প্রতি আলোচিত ছবি ‘ঢাকা অ্যাটাক’-এর নায়ক শুভ।
এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনাও হচ্ছে। বিষয়টি এবার ব্যাখ্যা করলেন এ নায়ক।
মূলত ‘ঢাকা অ্যাটাক’ ছবির ইউরোপ প্রচারণার জন্য তিনি এখন ফ্রান্সে অবস্থান করছেন। সেখান থেকে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন এ শিল্পী।
বলেন, ‘‘বেসিক আলী’ ছবি থেকে আমি সরে এসেছি- এটা নিয়ে অনেক কথাই হচ্ছে। আমার অনেক ভক্ত আমাকে প্রশ্ন করে যাচ্ছেন। বিষয়টি আমাকেও কষ্ট দিচ্ছে।’’
বিষয়টি নিয়ে বাংলা ট্রিবিউন যোগাযোগ করে শুভর সঙ্গে। ভিডিওর কথাগুলোই প্রকৃত কারণ বলে তিনি আবারও জানান।
অনেকে বলছিলেন, ‘বেসিক আলী’ টিমকে বিপদে ফেলে দেওয়া হয়েছে- এ বিষয়ে শুভ বলেন, ‘‘বেসিক আলী’র কাজ করার কথা ডিসেম্বরে। কিন্তু তারা (নির্মাতারা) এখন পর্যন্ত পাণ্ডুলিপিই কাজ শেষ করতে পারেননি। শুটিং পিছিয়ে জানুয়ারি নির্ধারণ করা হয়। আমার বাসায় তাদের ডেকে নিয়ে বসেছিলামও। স্ক্রিনপ্লেটাও শুনেছি। কিন্তু আমাকে প্রথম যেদিন বেসিকটা বলেছিলেন তা থেকে খুব একটা গোছানো হয়নি। আমি তাদের এও বলেছি, দরকার হয় আগে পাণ্ডুলিপির কাজটি শেষ করি। নতুন করে সময় নিন। আমি বিভিন্ন অপশন দিয়েছি। কিন্তু পাণ্ডুলিপি আমার মনঃপুত হয়নি। তাই আগেভাগেই ছবি থেকে বের হয়ে এসেছি।’
ভারতের অরিন্দম শীলের ছবিতে কাজের কারণে ‘বেসিক আলী’ ছেড়ে দিয়েছেন কিনা- এমন প্রসঙ্গে শুভ বলেন, ‘অরিন্দম শীলের সঙ্গে ফোনে আমার কথা হয়েছে। একবার দেখাও হয়েছে। তবে আমি যেহেতু পাণ্ডুলিপিই শুনিনি তাই কোনও উত্তর দিইনি। আমি তাকে বলেছি, পাণ্ডুলিপি শোনার আগে মন্তব্য করাটা মুশকিল। আর এ ছবির কাজ হবে এপ্রিলের দিকে। ‘বেসিক আলী’র সময় নিয়েছিলেন তারা জানুয়ারি মাসের জন্য। মাঝে দুই মাস। তাহলে অরিন্দম শীলের জন্য ‘বেসিক আলী’ বাদ দেওয়া হলো কীভাবে?’’
শুভ আরও বলেন, ‘‘বেসিক আলী’র প্রযোজক লিখেছেন আমি নাকি তাদের বিপদে ফেলেছি। এটা আমার কষ্ট লেগেছে। এমন তো ঘটনা আছে শুটিং সেট থেকে শিল্পী কাউকে না বলে বের হয়ে যান। শুটিংয়ের আগে ‘না’ করে দেয়। এটাকে ‘ফাঁসানো’ বলে। আমি তাদের ফাঁসাইনি। বরং ফাইনাল স্ক্রিপ্ট শুনে যদি ভালো না লাগত, দু মাস পর ‘না’ বলতাম; তারা সময় পেতেন না। বিপদে পড়তেন।’’
তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অরিন্দম শীলের কাজটি নিয়ে একেবারেই প্রাথমিক পর্যায়ের কথা হয়েছে। কোনও কিছুই চূড়ান্ত নয়।’
‘বেসিক আলী’ ছবিটির কেন্দ্রীয় চরিত্র বেসিক হিসেবে পর্দায় আসার কথা ছিল শুভর। দেশের কার্টুনিস্ট শাহরিয়ার খানের এ কার্টুন সিরিজ নিয়ে ছবিটি প্রযোজনা করছে কানাডাভিত্তিক প্রযোজনা পরিবেশনা ও ইভেন্ট প্রতিষ্ঠান ‘স্বপ্ন স্কেয়ারক্রো’। এর চিত্রনাট্য লিখেছেন শাহরিয়ার খান ও শাহজাহান সৌরভ। পরিচালনা করবেন সজীব-সৌরভ। শুভ ও পাশে বেসিক আলী। ছবি তুলেছেন সাজ্জাদ হোসেন

/এমআই/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…