X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ট্রেলারেই রেকর্ড গড়লো সালমান-ক্যাট!

বিনোদন রিপোর্ট
১০ নভেম্বর ২০১৭, ১৪:৪৯আপডেট : ১০ নভেম্বর ২০১৭, ১৪:৫৪

ট্রেলারেই রেকর্ড গড়লো সালমান-ক্যাট! ভক্তদের প্রত্যাশা ছাড়িয়ে গেছে। তাই রেকর্ড গড়েছে সালমান খান ও ক্যাটরিনা কাইফ জুটির সিক্যুয়েল ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির ট্রেলার।
প্রকাশের ২৪ ঘণ্টায় ইউটিউব ও ফেসবুক মিলিয়ে ট্রেলারটির ভিউ ছাড়িয়েছে ৩ কোটির ঘর। এর আগে বলিউডের আর কোনও ছবির ট্রেলারের বেলায় এমনটি দেখা যায়নি। ৯ নভেম্বর মধ্যরাত পর্যন্ত শুধু ইউটিউবে এটি দেখা হয়েছে ২ কোটি ৩৪ লাখ বারেরও বেশি।
‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির ট্রেলারে লাইক পড়েছে ৬ লাখ ৩২ হাজার। আছে ৭২ হাজারেরও বেশি কমেন্ট। সামাজিক যোগাযোগ মাধ্যমে আড়াই লাখ বার শেয়ার হয়েছে এটি। ট্রেলারটিকে ঘিরে দেওয়া হয়েছে সাড়ে ৬ লাখ টুইট।
বলিউডে বড় বাজেটের ছবির ট্রেলার বের হলে সেদিকে আগ্রহ থাকে সবারই। বিশেষ করে তারকাদের ভক্তরা তড়িঘড়ি প্রোমো দেখে ফেলতে চান। ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির বেলায়ও তাই হয়েছে।
প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস আগেই ঘোষণা দিয়েছিল, ৭ নভেম্বর উন্মুক্ত হবে এই ট্রেলার। এরপরই হৈচৈ পড়ে যায় ভক্তদের মধ্যে। মঙ্গলবার এটি বের হতেই তাদের আনন্দ আর দেখে কে!
প্রত্যাশার চেয়েও বেশি বিনোদনমূলক ও উত্তেজনাপূর্ণ ট্রেলার বলা হচ্ছে এটাকে। এতে ধুন্ধুমার রুদ্ধশ্বাস সব অ্যাকশন দৃশ্যে তেজি, সাহসী ও নির্ভীক দেখা গেছে সল্লুকে। ক্যাটের সাহসও ফুটে উঠেছে বিভিন্ন দৃশ্যে। তাদের রসায়নও রয়েছে কয়েক ঝলক।  
ট্রেলারেই পূর্বাভাস রয়েছে, আগামী ২২ ডিসেম্বর মুক্তির পর ঝড় তুলতে যাচ্ছে ‘টাইগার জিন্দা হ্যায়’। এটি হলো ২০১২ সালের ব্লকবাস্টার ‘এক থা টাইগার’-এর সিক্যুয়েল। আগের ছবির মতো এবারও টাইগার ও জয়া চরিত্রে অভিনয় করেছেন যথাক্রমে সালমান ও ক্যাটরিনা। পরিচালকের আসনে কবির খানের স্থলাভিষিক্ত হয়েছেন আলি আব্বাস জাফর। পাঁচ মহাদেশে হয়েছে এ ছবির শুটিং।
‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির ট্রেলার:

/জেএইচ/এমএম/
সম্পর্কিত
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
গার্মেন্টসকর্মীদের জীবনের গল্প ‘ঈদের ছুটি’!
গার্মেন্টসকর্মীদের জীবনের গল্প ‘ঈদের ছুটি’!
বিনোদন বিভাগের সর্বশেষ
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!