X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

লিলি ইসলামের ‘আমাদের রবীন্দ্রনাথ’

বিনোদন রিপোর্ট
১১ নভেম্বর ২০১৭, ০০:০৫আপডেট : ১১ নভেম্বর ২০১৭, ১৪:০২

লিলি ইসলাম রবীন্দ্রসংগীত চর্চার অন্যতম সংগঠন উত্তরায়ণ এবার পা রেখেছে সপ্তম বছরে। এ উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় শনিবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ‘আমাদের রবীন্দ্রনাথ’ শীর্ষক গীতি-আলেখ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিবিষয়কমন্ত্রী এবং কিংবদন্তি অভিনেতা আসাদুজ্জামান নূর।
এবারের গীতি-আলেখ্য গ্রন্থনা করেছেন সোহেল আনোয়ার, যন্ত্রানুসঙ্গ পরিচালনা করবেন সুব্রত মুখোপাধ্যায় ও শিল্প নির্দেশনায় রয়েছেন নাসিরুল হক খোকন। পুরো অনুষ্ঠানটি পরিকল্পনা, গবেষণা ও পরিচালনা করছেন প্রখ্যাত রবীন্দ্রসংগীতশিল্পী লিলি ইসলাম।
উত্তরায়ণের পরিচালক ও কণ্ঠশিল্পী লিলি ইসলাম বলেন, “এটি উত্তরায়ণের সপ্তম আয়োজন। প্রতিবছর রবীন্দ্রনাথকে নিয়ে আমরা ভিন্ন ভিন্ন বিষয় তুলে ধরার চেষ্টা করি। এবারের আয়োজনটিও ব্যতিক্রম। ‘আমাদের রবীন্দ্রনাথ’ অনুষ্ঠানটিতে দর্শক-শ্রোতাদের সামনে কবিগুরুর সব বিষয় তুলে ধরা হবে। আবৃত্তি, গানও থাকছে।”
লিলি ইসলাম আরও বলেন, ‘অনেক সীমাবদ্ধতার মধ্য দিয়ে প্রতিবছর এই আয়োজন করি। রবীন্দ্রনাথের শিক্ষা, সংস্কৃতি এ প্রজন্মের মধ্যে তুলে ধরাই আমাদের একমাত্র লক্ষ্য।’
সবার জন্য উন্মুক্ত এ অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতায় রয়েছে সাউথইস্ট ব্যাংক ও গ্রিনডেল্টা লাইফ ইন্স্যুরেন্স।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
রসায়ন পরীক্ষায় ১০ জনের সঙ্গে ‘ঘনিষ্ঠতা’!
রসায়ন পরীক্ষায় ১০ জনের সঙ্গে ‘ঘনিষ্ঠতা’!