X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

বাংলা শেখার প্রতিশ্রুতি দিলেন শাহরুখ!

বাংলা ট্রিবিউন ডেস্ক
১১ নভেম্বর ২০১৭, ১৭:১৩আপডেট : ১১ নভেম্বর ২০১৭, ১৭:১৮

অনুষ্ঠানের মঞ্চে অমিতাভ, মমতা, শাহরুখ ও কাজলআগামী বছর জড়তা ছাড়াই বাংলা ভাষায় কথা বলার প্রতিশ্রুতি দিয়েছেন বলিউড তারকা শাহরুখ খান! ২৩তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উপস্থিত হয়ে এই তারকা বাংলায় কয়েকটি লাইন বলার চেষ্টা করেছিলেন।

শুক্রবার (১০ নভেম্বর) কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী দিনে বাংলাভাষী ভক্তদের মন জয় করে নিয়েছেন শাহরুখ খান। প্রতিশ্রুতি দিয়েছেন আগামী বছর ঐতিহ্যবাহী ধূতি পরা ও ঝরঝরে বাংলায় কথা বলার।

শাহরুখ বলেন, ‘আমি প্রতিশ্রুতি দিয়েছি বাংলা শেখা অব্যাহত রাখব। আমার বাংলায় কথা বলা আগের চেয়ে ভালো হচ্ছে। নতুন প্রচেষ্টা হিসেবে আট লাইন বলার চেষ্টা করেছি। দয়া করে আমার সঙ্গে থাকুন। আগামী বছর যেনও আমি কোনও কাগজে লেখা ছাড়াই বাংলা বলতে পারি।’

উদ্বোধনী অনুষ্ঠানের সহ-উপস্থাপক ছিলেন এই তারকা। পরনে ছিল একটি টুক্সেডো। অনুষ্ঠানে শাহরুখ বাংলায় বলেন, ‘এই ফিল্ম ফেস্টিভ্যাল এর বিশেষ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে সম্মানীত বোধ করছি। সংস্কৃতি এবং ঐতিহ্যের এই শহর। সবচেয়ে মিষ্টি শহর কলকাতা।’

অনুষ্ঠানে শাহরুখ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেন। মমতা এই অভিনেতাকে ধূতি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

মমতার সঙ্গে আলিঙ্গনের একটি ছবি টুইটারে পোস্ট করেছেন শাহরুখ।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

/এএ/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা