X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

গান-আবৃত্তিতে ‘আমাদের রবীন্দ্রনাথ’

বিনোদন রিপোর্ট
১২ নভেম্বর ২০১৭, ১৪:৩১আপডেট : ১২ নভেম্বর ২০১৭, ১৭:৪৪

সূচনায় আয়োজন লাল-সবুজের বিশাল পতাকা ছয় জনে মঞ্চের একেবারে সামনে এনে রাখলেন। ঠিক তখনই বেজে ওঠে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সার্থক জনম আমার’ গানটি। গাইছেন রবীন্দ্রসংগীতশিল্পী লিলি ইসলাম।

রবীন্দ্রসংগীত শিক্ষাপ্রতিষ্ঠান ও সংগঠন ‘উত্তরায়ণ’-এর আয়োজন ‘আমাদের রবীন্দ্রনাথ’-এর শুরুটা হয়েছিল এভাবেই। আর শেষটা? সে অবধিও ছিল দেশপ্রেমের মিশেল। জাতীয় সংগীত গাওয়ার মধ্যে দিয়ে ইতি টানা হয় রবীন্দ্রসংগীত চর্চার এই সংগঠনটির প্রতিষ্ঠার সপ্তম বার্ষিকীর বিশেষ এ আয়োজনটি। গতকাল (১১ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনের এই আয়োজন হয়।

অসুরের বিনাশে সুরকে প্রতিবাদের হাতিয়ার হিসেবে কবিগুরুর সেই অমিয় বানীই রাজধানীর শিল্পানুরাগীদের সামনে শৈল্পিকভাবে তুলে ধরলে ‘উত্তরায়ণ’। লিলি ইসলাম, আসাদুজ্জামান নূর, হিমাদ্রি শেখর

সাংস্কৃতিক আয়োজনের আগে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে এই আয়োজনের উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী বলেন, ‘রবীন্দ্রনাথ ছিলেন আমাদের সাংস্কৃতিক যুদ্ধের প্রধান সেনাপতি। আর এ যুদ্ধের অভিজ্ঞতা উপলব্ধি করতে হলে বাংলাদেশে জন্মগ্রহণ করতে হবে। উত্তরায়ণ যে কাজটি করছে সেটি আরও বেশি বেশি করা উচিত। কারণ রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের সুখ, দুঃখ ও যুদ্ধে সবসময় বড় ভরসার জায়গা।’  লিলি ইসলাম

উত্তরায়ণের পরিচালক-কণ্ঠশিল্পী লিলি ইসলাম বলেন, ‘এটি উত্তরায়ণের সপ্তম আয়োজন। প্রতি বছর রবীন্দ্রনাথকে নিয়ে আমরা ভিন্ন ভিন্ন বিষয় তুলে ধরার চেষ্টা করি। এই আয়োজনের মাধ্যমে রবীন্দ্রনাথের শিক্ষা, সংস্কৃতি এ প্রজন্মের মাঝে তুলে ধরাই আমাদের একমাত্র লক্ষ্য।’

এরপর শুরু হয় লিলি ইসলামের নেতৃত্বে অনুষ্ঠানের মূল আকর্ষণ গীতি আলেখ্য ‘আমাদের রবীন্দ্রনাথ’। পরিবেশনায় উত্তরায়ণ

সমবেত, একক ও দ্বৈত পরিবেশনায় শিল্পী ও শিল্পের সমঝদাররা রবিঠাকুরের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান। শিল্পীদের অসাধারণ পরিবেশনায় ছিল- আনন্দেরই সাগর হতে, ভেঙেছে দুয়ার, আজি বাংলাদেশের হৃদয়, বিশ্বসাথে যোগে, ও আমার দেশের মাটি, আজ ধানের ক্ষেতে, খাঁচার পাখি ছিল, পূর্বাচলের পানে তাকাই, বধূ মিছে রাগ করো না, আমরা চাষ করি আনন্দে, বাংলার মাটি বাংলার জল, তোমার হাতের রাখি, হিংসায় উন্মত্ত পৃথ্বী, বহে নিরন্তর অনন্ত, ব্যর্থ প্রাণের আবর্জনা, উড়িয়ে ধ্বজা অভ্রভেদী, আমার মুক্তি আলোয়, আমি ভয় করবো না, মরণ সাগর পাড়ে। সমাপন

লিলি ইসলামের পরিকল্পনা, গবেষণা ও পরিচালনায় এই গীতি আলেখ্যে সংগীত পরিবেশন করেন ইশরাত জাহান বীথি, নাহিদ পারভীন, শিমু দে, রতন মজুমদার, টিংকু কুমার শীল, মৌমিতা পাল, সাইফুল ইসলাম, অভিজিৎ দে, নুসরাত জাহান সাথী প্রমুখ।

ছবি তুলেছেন- সাজ্জাদ হোসেন

 

/এমআই/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
অবশেষে মুক্তির বার্তা
অবশেষে মুক্তির বার্তা
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
নতুন অভিজ্ঞতার মুখোমুখি জয়া
নতুন অভিজ্ঞতার মুখোমুখি জয়া