X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

দুই অনুষ্ঠান নিয়ে সৈকত সালাহউদ্দিন

বিনোদন রিপোর্ট
১৭ নভেম্বর ২০১৭, ১৩:০৪আপডেট : ১৮ নভেম্বর ২০১৭, ১৪:৪৪

বিহাইন্ড দ্য স্টোরি’র সেটে সৈকত সালাহউদ্দিন সিনেমাভিত্তিক জনপ্রিয় টিভি অনুষ্ঠান ‘মুভি বাজার’ পেরিয়ে এবার নতুন দুই অনুষ্ঠান নিয়ে হাজির হচ্ছেন পরিকল্পক-উপস্থাপক-সাংবাদিক সৈকত সালাহউদ্দিন।

লম্বা বিরতির পর দুটি ভিন্ন ধারার অনুষ্ঠানের মাধ্যমে দর্শক-শ্রোতারা তাকে পাবেন আবারও। যার একটি টেলিভিশনে অন্যটি রেডিওতে প্রচার হবে।
এরমধ্যে আজ, ১৭ নভেম্বর থেকে ‘মুভিটাইম উইথ সৈকত সালাহউদ্দিন’ শিরোনামের অনুষ্ঠানটি প্রচার শুরু হচ্ছে রেডিও টুডে-তে। যা প্রতি শুক্রবার বিকাল ৪টা থেকে ৬টা পর্যন্ত সম্প্রচার হবে। এর ডিজাইন করেছেন টুটুল জহিরুল ইসলাম।
অন্যদিকে শোবিজের ঘটনা, সাফল্য ও ব্যর্থতার পেছনের গল্প নিয়ে ২৪ নভেম্বর থেকে একুশে টেলিভিশনে প্রচার শুরু হবে ‘বিহাইন্ড দ্য স্টোরি’। অনুষ্ঠানটি প্রযোজনা করছেন এনামুল হক। প্রতি শুক্রবার রাত ৯টা ৩০ মিনিটে এটি প্রচার হবে।
নতুন দুই অনুষ্ঠান প্রসঙ্গে সৈকত সালাহউদ্দিন বলেন, ‘‘আমি সবসময় নতুন কিছু করার চেষ্টা করি। এর আগেও আমার করা ‘মুভি বাজার’ অনুষ্ঠানটি দারুণ জনপ্রিয়তা পেয়েছিল। আশা করছি, নতুন দুটি অনুষ্ঠানও দর্শক-শ্রোতাদের ভালো লাগবে।’’
প্রসঙ্গত, সৈকত সালাহউদ্দিনের গ্রন্থনা ও উপস্থাপনায় এশিয়ান টিভির ‘মুভি বাজার’ ছাড়াও প্রশংসিত অনুষ্ঠানগুলোর মধ্যে রয়েছে বাংলাভিশনের ‘নয় থাকলে আরো কিছুক্ষণ’, চ্যানেল নাইনের ‘ফ্রাইডে স্টারস’, ‘সুপারস্টার’ এবং ‘পিপলস স্টার’।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!