X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডসে সেরা হলেন যারা

বিনোদন ডেস্ক
২০ নভেম্বর ২০১৭, ১৩:৩১আপডেট : ২০ নভেম্বর ২০১৭, ২১:৫৪

 

পরিবেশনায় সেলেনা গোমেজ। ছবি- সংগৃহীত আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডস (এএমএ) দেওয়া হয় শুধুই ভক্তদের ভোটে। এবারের আসরে রাজত্ব করলেন মার্কিন গায়ক ব্রুনো মার্স। বর্ষসেরা সংগীতশিল্পীসহ সর্বাধিক সাতটি পুরস্কার গেছে ৩২ বছর বয়সী এই তারকার ঘরে।

রবিবার রাতে (বাংলাদেশ সময় সোমবার সকাল) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের মাইক্রোসফট থিয়েটারে বসেছিল ৪৫তম এএমএ’র জমকালো আসর। ব্রুনো মার্স তার ‘২৪কে ম্যাজিক’ অ্যালবাম ও “দ্যাট’স হোয়াট আই লাইক” গানের সুবাদেই জিতেছেন বেশিরভাগ পুরস্কার।

তবে অনুষ্ঠানে ছিলেন না ব্রুনো। ছিলেন না প্রিয় ল্যাটিন গায়িকার স্বীকৃতি পাওয়া শাকিরাও। লাতিন গানের মধ্যে বিখ্যাত ‘দেসপাসিতো’ প্রিয় পপ/রক গানসহ পেয়েছে দুটি পুরস্কার।

বিজয়ীদের মধ্যে বর্ষসেরা নতুন শিল্পীর স্বীকৃতি পেয়েছেন ব্রিটিশ ব্যান্ড ওয়ান ডিরেকশনের নিয়াল হোরান। প্রিয় র‌্যাপ/হিপ-হপ শিল্পী হয়েছেন ড্রেক। পপ/রক বিভাগে সেরা গায়িকার সম্মান উঠেছে লেডি গাগার হাতে।

স্মরণীয় পরিবেশনা
পপের রানিরাই স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছেন রবিবার রাতে। পিঙ্ক, লেডি গাগা ও ক্রিস্টিনা অ্যাগুইলেরার মনোমুগ্ধকর পরিবেশনা ছিল অনুষ্ঠানের উল্লেখযোগ্য ঘটনা। পিঙ্ক ও কেলি ক্লার্কসন গেয়েছেন মার্কিন রক ব্যান্ড রেমের ‘এভরিবডি হার্টস’। সম্প্রতি যুক্তরাষ্ট্রে হারিকেন ও দাবানলে মাঠে নেমে পড়া প্রথম কর্মী ও ক্ষতিগ্রস্তদের উদ্দেশে নিজেদের পরিবেশনা উৎসর্গ করেন তারা। এরপর নিজের ‘বিউটিফুল ট্রমা’ গানটি পরিবেশনের সময় অ্যাক্রোবেটিকস করেছেন পিঙ্ক। লেডি গাগা গেয়েছেন ‘দ্য কিউর’।

ভার্জিনিয়ার সদ্য নির্বাচিত আইনপ্রণেতা ডেনিকা রোয়েমের সঙ্গে মঞ্চে এসে ডেমি লোভেটো গেয়েছেন ‘সরি নট সরি’। অ্যালেসিয়া কারা ও ডিজে জেড পরিবেশন করেন তাদের নৃত্য উপযোগী গান ‘স্টে’। হেইলি স্টেইনফেল্ড, ডিজে অ্যালেসো, কান্ট্রি ব্যান্ড ফ্লোরিডা জর্জিয়া লাইন ও সংগীতশিল্পী ওয়াট সম্মিলিত কণ্ঠে গেয়েছেন ‘লেট মি গো’। কোরিয়ান ব্যান্ড বিটিএস হাততালি পেয়েছে ‘ডিএনএ’ শিরোনামের একটি গান শুনিয়ে।

হরিষে বিষাদ
গত জুলাইয়ে আত্মহত্যা করেন মার্কিন রক তারকা চেস্টার বেনিংটন। তার ব্যান্ড লিনকিন পার্ক জিতেছে প্রিয় অল্টারনেটিভ রক সংগীতশিল্পী পুরস্কার। এই জয় বেনিংটনের স্মৃতি, প্রতিভা, রসবোধ ও আনন্দের প্রতি উৎসর্গ করেন ব্যান্ডের সদস্যরা।

বডিগার্ডের রজতজয়ন্তী
হলিউডের ‘দ্য বডিগার্ড’ ছবির ২৫ বছর পূর্তি উপলক্ষে এর অভিনেত্রী প্রয়াত হুইটনি হাউস্টনের প্রতি সম্মান জানান অস্কারজয়ী অভিনেত্রী ভায়োলা ডেভিস। ছবিটির গানগুলোর মেডলি পরিবেশন করেন ক্রিস্টিনা অ্যাগুইলেরা। ২০১২ সালে ৪৮ বছর বয়সে হোটেলের বাথটাবে ডুবে হুইটনির মৃত্যু হয়।

মঞ্চে সেলেনার ফেরা
কিডনি প্রতিস্থাপনের পর এএমএ অনুষ্ঠানের মাধ্যমে সংগীত পরিবেশনায় ফিরেছেন মার্কিন গায়িকা সেলেনা গোমেজ। ডিজে মার্শমেলোকে নিয়ে তিনি গেয়েছেন ‘উলভস’ গানটি। অনুষ্ঠানে স্বর্ণকেশী সেলেনাকে দেখে চমকে গেছেন সবাই।

আজীবন সম্মাননা
এবারের আজীবন সম্মাননা দেওয়া হয়েছে মার্কিন সংগীতাঙ্গনের সুপারস্টার ডায়ানা রসকে। তাকে ভিডিও বার্তায় সম্মান জানান যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা ও গায়িকা টেলর সুইফট।

ডায়ানা রস নিজের জনপ্রিয় কয়েকটি গানের মেডলি পরিবেশন করেন। এর মধ্যে ছিল “আই’ম কামিং আউট”, ‘টেক মি হাইয়ার’ ও “অ্যাইন’ট নো মাউন্টেন হাই এনাফ”।

তিন ঘণ্টার এ জাঁকজমকপূর্ণ আয়োজন উপস্থাপনা করেন ডায়ানা রসের মেয়ে ট্রেসি এলি রস। ৪৫তম এএমএ সরাসরি দেখিয়েছে এবিসি নেটওয়ার্ক।

আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডস বিজয়ীরা
বর্ষসেরা সংগীতশিল্পী: ব্রুনো মার্স
বর্ষসেরা নতুন সংগীতশিল্পী: নিয়াল হোরান
বর্ষসেরা সম্মিলিত গান: দেসপাসিতো (লুই ফনসি, জাস্টিন বিবার, ড্যাডি ইয়াঙ্কি)
ট্যুর অব দ্য ইয়ার: কোল্ডপ্লে ব্যান্ড
প্রিয় গায়ক (পপ/রক): ব্রুনো মার্স
প্রিয় গায়িকা (পপ/রক): লেডি গাগা
প্রিয় ব্যান্ড (পপ/রক): ইমাজিন ড্রাগন্স
প্রিয় অ্যালবাম (পপ/রক): ২৪কে ম্যাজিক (ব্রুনো মার্স)
প্রিয় গান (পপ/রক): দেসপাসিতো (লুই ফনসি, জাস্টিন বিবার, ড্যাডি ইয়াঙ্কি)
প্রিয় গায়ক (কান্ট্রি): কিথ আরবান
প্রিয় গায়িকা (কান্ট্রি): ক্যারি আন্ডারউড
প্রিয় ব্যান্ড (কান্ট্রি): লিটল বিগ টাউন
প্রিয় অ্যালবাম (কান্ট্রি): রিপকর্ড (কিথ আরবান)
প্রিয় গান (কান্ট্রি): ব্লু অ্যাইন’ট ইউর কালার (কিথ আরবান)
প্রিয় গায়ক (র‌্যাপ/হিপ-হপ): ড্রেক
প্রিয় অ্যালবাম (র‌্যাপ/হিপ-হপ): ডি.এ.এম.এন (কেন্ড্রিক ল্যামার)
প্রিয় গান (র‌্যাপ/হিপহপ): আই’ম দ্য ওয়ান (ডিজে খালেদ ফিচারিং জাস্টিন বিবার, কোয়াভো, চান্স দ্য র‌্যাপার ও লিল ওয়েন)
প্রিয় গায়ক (সৌল/আরঅ্যান্ডবি): ব্রুনো মার্স
প্রিয় গায়িকা (সৌল/আরঅ্যান্ডবি): বিয়ন্সে
প্রিয় অ্যালবাম (সৌল/আরঅ্যান্ডবি): ২৪কে ম্যাজিক (ব্রুনো মার্স)
প্রিয় গান (সৌল/আরঅ্যান্ডবি): দ্যাট’স হোয়াট আই লাইক (ব্রুনো মার্স)
প্রিয় সংগীতশিল্পী (অল্টারনেটিভ রক): লিনকিন পার্ক ব্যান্ড
প্রিয় সংগীতশিল্পী (অ্যাডাল্ট কন্টেমপোরারি): শন মেন্ডেস
প্রিয় সংগীতশিল্পী (ল্যাটিন): শাকিরা
প্রিয় সংগীতশিল্পী (কন্টেমপোরারি ইন্সপিরেশনাল): লরেন ডেইজেল
প্রিয় সংগীতশিল্পী (ইলেক্ট্রনিক ড্যান্স মিউজিক): দ্য চেইনস্মোকার্স
ভিডিও অব দ্য ইয়ার: দ্যাট’স হোয়াট আই লাইক (ব্রুনো মার্স)
সেরা ছবির গানের অ্যালবাম: মোয়ানা
আজীবন সম্মাননা: ডায়ানা রস

/জেএইচ/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!