X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

লতার শাড়ি পরে রুনার জন্মদিন উদযাপন

জনি হক
২২ নভেম্বর ২০১৭, ১৪:৩৩আপডেট : ২২ নভেম্বর ২০১৭, ১৪:৩৯

লতা মঙ্গেশকরের উপহার দেওয়া শাড়িতে রুনা লায়লা ভারতের কিংবদন্তি কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকরের কাছ থেকে উপহার পাওয়া। তাই শাড়িটা পরম যত্নে রেখে দিয়েছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গায়িকা রুনা লায়লা। বিশেষ দিনে সেটা গায়ে জড়ানোর পরিকল্পনা ছিল তার। অবশেষে গত ১৭ নভেম্বর নিজের ৬৫তম জন্মদিন উদযাপন করলেন ওই শাড়ি পরে।
বাংলাদেশের সংগীতশিল্পের জীবন্ত কিংবদন্তি রুনার এবারের জন্মদিনে তার বাড়িতে তারার মেলা বসে যাওয়ার খবর বাংলা ট্রিবিউনের পাঠকরা ইতোমধ্যে জেনেছেন। কিন্তু অনুষ্ঠানে পরা তার শাড়িটি যে লতার দেওয়া, তা জানালেন দুই দিন পর। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ প্রসঙ্গে তিনি লিখেছেন, ‘আমি ধন্য।’
পরে যোগাযোগ করলে রুনা লায়লা এই প্রতিবেদককে বলেন, ‘শাড়িটা এই প্রথম পরলাম। লতাজিকে জন্মদিনের অনেক ছবি পাঠিয়েছি। তিনি খুব পছন্দ করেছেন। আবার আমার দুটি ছবির টোন বদলে ফ্রেমে বাঁধাই করে পাঠিয়েছেন। সঙ্গে আছে আরেকটি শাড়ি।’
এদিকে রুনার জন্মদিনে লতার পরিবার থেকে শুভেচ্ছা জানানো হয়। তার ভাই পণ্ডিত হৃদয়নাথ মঙ্গেশকরের ছেলে বায়েজনাথ মঙ্গেশকর ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। এর শুরুতে ভারতের উর্দু কবি শাকিল বাদায়ুনির কবিতার একটি লাইন উল্লেখ করেন তিনি— ‘উসকি আওয়াজ মে ওহ খনক, জ্যায়সে শিশে সে শিশা মিলে’।
বায়েজনাথ লিখেছেন, ‘আজ ভারতীয় উপমহাদেশের এক চির বৈচিত্রময়ী, অতুলনীয় ও সত্যিকারের প্রথম ডিভা রুনা লায়লাজির জন্মদিন। বিশ্বসংগীতে তার আছে ৫০ বছরেরও বেশি দীর্ঘ ক্যারিয়ার। ক্লাসিক্যাল জানা এক উজ্জ্বল শিল্পী তিনি। কাচের মতো স্বচ্ছ দুর্লভ কণ্ঠস্বর আছে তার। বাংলাদেশ, ভারত ও পাকিস্তান তিন দেশেই সফলভাবে কাজ করার বিরল কৃতিত্ব আছে এই অনন্য শিল্পীর। টিভি পর্দার সামনে তার পরিবেশনা অনন্য। তিনি বরাবরই প্রাণবন্ত। সবার ওপরে তিনি চমৎকার একজন মানুষ ও বন্ধুসুলভ।’
রুনার গাওয়া একটি গজলের লিংকও শেয়ার দিয়েছেন বায়েজনাথ। তিনি লিখেছেন, ‘সত্তর দশকের শুরুতে ওস্তাদ গুলাম কাদিরের (ওস্তাদ মেহদি হাসানের বড় ভাই) সুর করা চমৎকার এই গজল লাইভ গেয়েছিলেন রুনা লায়লা। তার সুস্বাস্থ্য ও সুখ কামনা করি। তার গানে শ্রোতারা চিরকাল মুগ্ধ থাকুক!’

এ বছরের ২৭ মার্চ মুম্বাইয়ের পেডার রোডে লতা মঙ্গেশকরের বাড়ি প্রভুকুঞ্জে গিয়ে তার সঙ্গে দেখা করেন রুনা লায়লা। আড্ডা শেষে তাকে একটি শাড়ি, নিজের আত্মজীবনী, ভাগ্নী রচনার লেখা বই ও নিজের গানের সিডি উপহার দেন তিনি। আর ৮৭ বছর বয়সী এই গুণী শিল্পীকে একটি জামদানি শাড়ি উপহার দেন রুনা।
এ সময় আরও ছিলেন রুনার স্বামী অভিনেতা আলমগীরের মেয়ে কণ্ঠশিল্পী আঁখি আলমগীর, বায়েজনাথ ও রচনা। আঁখিকেও বই আর নিজের গানের সিডি উপহার দিয়েছেন লতা।
মুম্বাইয়ে ১৯৭৪ সালে লতার সঙ্গে রুনার প্রথম দেখা হয়। ওই বছর ভারতীয় বিদ্যাভবনে প্রথমবার সংগীত পরিবেশন করতে যান তিনি। এর কয়েক বছর পর আশির দশকে কলকাতায় সল্টলেক স্টেডিয়ামে জ্যোতিবসুর আয়োজনে তিন দিনের অনুষ্ঠানের প্রথম দিন ছিল রুনার গান। শেষ দিন লতা ও তার বোন আশা ভোঁসলের গান শুনতে উপস্থিত ছিলেন তিনি। পরে জ্যোতিবসুর অনুরোধে মঞ্চে উঠে দুই বোনকে ফুলেল শুভেচ্ছা জানান রুনা।লতার বাসায় রুনা ও আঁখি (ফাইল ছবি)
আরও পড়ুন-
লতার বাসায় রুনা ও আঁখি

/জেএইচ/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
ভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা