X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

নারীদের না বলা কথা বলবেন ভাবনা

সুধাময় সরকার
২৩ নভেম্বর ২০১৭, ১৫:৪৭আপডেট : ২৪ নভেম্বর ২০১৭, ১৩:১৮

ভাবনা/ ছবি: সাজ্জাদ, বাংলা ট্রিবিউন ধর্মীয় কিংবা সামাজিক বেড়াজালের কারণে যে কথা, ঘটনা, সম্পর্কগুলো সচরাচর নাটক-সিনেমায় দেখানো হয় না কিংবা বলতে দেওয়া হয় না- ঠিক সে কথাগুলোই এবার বলার সিদ্ধান্ত নিয়েছেন ভাবনা।
বিশেষ কোনও টক শো, সেমিনার কিংবা টিভি অনুষ্ঠানে নয়। কথাগুলো তিনি বলবেন জোছনাময়ীরূপে একটি টিভি ধারাবাহিক নাটকের মাধ্যম। তার এই বলতে চাওয়ার সঙ্গে সমর্থন যুগিয়েছেন নির্মাতা অনিমেষ আইচ এবং সম্প্রচার প্রতীক্ষিত চ্যানেল নাগরিক টিভি। ‘জোছনাময়ী’ নামের বিশেষ এই ধারাবাহিকটির ২৬ পর্ব শুটিং এরমধ্যে শেষ। অপেক্ষা শুধু সম্প্রচার শুরুর পর দর্শক-সমালোচক প্রতিক্রিয়ার।
ভাবনা বলেন, ‘আমি সচরাচর সিরিয়াল করি না। কারণ এর গল্প ও ধারাবাহিকতায় গোলমাল লেগেই থাকে। তবে এবার করলাম অনেক স্বপ্ন নিয়ে স্রোতের বিপরীতে দাঁড়াবো বলে। এটা উইমেন ওরিয়েন্টেড সিরিয়াল। মেয়েদের গল্প তো আমাদের এখানে করাই হয় না। মানুষ এসব নিতেও পারে না। নাট্যকার-নির্মাতারাও ঠিক মতো লিখতে পারেন না। আবার এমন কিছু তৈরি হলেও সেটির গায়ে সেন্সর লাগিয়ে কেটে ফেলা হয়। যুগ যুগ ধরে সেই কেটে ফেলা, লুকিয়ে রাখা অংশগুলোকেই উপজীব্য করে এবার আমরা সবার সামনে আসছি। যার পুরো সমর্থন পেয়েছি নাগরিক টিভি থেকে।’
কী এমন না বলা কথা থাকছে ‘জোছনাময়ী’তে! ভাবনা বলেন, ‘এই সমাজের ৯৯.৯৯ ভাগ মেয়ে যে সমস্যার মধ্য দিয়ে বড় হয় এবং নিজের মধ্যে চেপে রাখে- সেই কথাগুলোই এবার বলবে জোছনাময়ী। একটা মেয়ে মানেই আমরা ধরে নিই রান্নার, বৌ, মা, শাশুড়ি ও বুয়া। এর বাইরে তার মুখে অন্য কোনও প্রতিবাদ কিংবা ডায়লগ দিতে প্রস্তুত নই! ধরুন একটা মেয়েকে একটা ভিডিও দিয়ে আজীবন ব্ল্যাকমেইল করা যায়, এর কোনও বিকল্প নেই তাদের কাছে! প্রায়শই একটা মেয়েকে বিয়ে করতে হয় তারই বাবার চেয়ে বেশি বয়সের কোনও পুরুষকে। আবার একটা হিন্দু মেয়ে আরেকটা মুসলমান ছেলের সঙ্গে বিয়ে করে সংসার করবে- সেটাও অসম্ভব বিষয়! এসব নিয়ে কথাও বলা যাবে না। না বাস্তবে না নাটক-সিনেমায়।’
উদাহরণ টেনে ভাবনা আরও বলেন, ‘‘আমাদের ‘ভয়ঙ্কর সুন্দর’ সিনেমায় হিন্দু-মুসলমান নিয়ে সাধারণ একটি ডায়লগ ছিল- সেটি কেটে ফেলে দিতে হয়েছে। এরকম অসংখ্য কাটছাঁটের মধ্য দিয়ে আমরা থমকে আছি সর্বত্র! জোছনাময়ী সেই থমথমে সময়ে গতি দেবে, আমরা তাই বিশ্বাস করি।’’   
ভাবনা/ ছবি: সাজ্জাদ, বাংলা ট্রিবিউন অনিমেষ আইচের রচনা ও পরিচালনায় বিশেষ এই ধারাবাহিকটি প্রচার হবে নাগরিক টিভি সম্প্রচারের প্রথম দিন থেকে। ২৬ পর্বের শুটিং-এডিটিং ছাড়াও নাটকটির জন্য তৈরি হয়েছে একটি থিম-সং। এটি লিখেছেন আসিফ ইকবাল, সুর করেছেন সন্ধি আর কণ্ঠ দিয়েছেন আরমীন মুসা। ভাবনা ছাড়াও এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, সুমাইয়া শিশু, রুনা খান, শম্পা রেজা, শাহরিয়ার সজীব, বড়দা মিঠু প্রমুখ।
পুরুষ দর্শকদের প্রতি ভাবনার আহ্বান, ‘‘ভাইয়েরা আমার আসুন ‘জোছনাময়ী’তে চোখ রাখি। নারীদের চাপা কষ্টগুলোকে এইবার অন্তত বোঝার চেষ্টা করি প্রকাশ্যে।’’   

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
রসায়ন পরীক্ষায় ১০ জনের সঙ্গে ‘ঘনিষ্ঠতা’!
রসায়ন পরীক্ষায় ১০ জনের সঙ্গে ‘ঘনিষ্ঠতা’!
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল
‘লম্বা’ নায়িকা প্রসঙ্গে কৃতির ব্যাখ্যা
‘লম্বা’ নায়িকা প্রসঙ্গে কৃতির ব্যাখ্যা