X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

যেভাবে সৃষ্টি হলো ইমরানের ‘লাগে বুকে লাগে’ (ভিডিও)

বিনোদন রিপোর্ট
০১ ডিসেম্বর ২০১৭, ১৪:৩২আপডেট : ০১ ডিসেম্বর ২০১৭, ২০:১৮

‘একদিন কোনও কারণে মায়ের সঙ্গে রাগ করি। রাগের মাথায় অনেক কথা বলি। উনি সব শুনে চুপ করে থাকেন। আমার রাগ থামার পর মা পাশে এসে মৃদুকণ্ঠে বলেন, তুই তো বলেই শেষ করে দিস। কথাগুলো শুনতে আমার যে খুব কষ্ট হয়, সেটা কি বুঝিস? তোর কথাগুলো খুব লাগে বুকে। খুব লাগে।’
এটি একটি গানের জন্মসূত্র। আর কথাগুলো ব্যক্তিগত জীবন থেকে আবেগী কণ্ঠে জানালেন দেশের অন্যতম গীতিকবি জুলফিকার রাসেল। তার লেখা ও ইমরান-অন্বেষার গাওয়া ‘লাগে বুকে লাগে’ শিরোনামের গানটির জন্ম হয় মা-ছেলের এমন মান-অভিমানের আলাপের মধ্য থেকে।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় ধ্রুব মিউজিক স্টেশনের কার্যালয়ে গানটির ভিডিও প্রকাশনা উৎসবে এমন কথাই জানালেন জুলফিকার রাসেল। তিনি আরও বলেন, ‘সেদিন মায়ের সেই কথাটা আমারও খুব বুকে লাগে। আমি মায়ের ব্যথায় তাড়িত হই। জন্ম হয় এই গানের কথাগুলো। যদিও ইমরানকে সেটি না বুঝতে দিয়ে বলেছি, রোমান্টিক সুরে গানটিকে বাঁধতে। অসাধারণ গান তৈরি করেছে ইমরান। আর ভিডিওটিও দারুণ রোমান্টিক ও আবেগী হয়েছে। ধ্রুব মিউজিকের উদ্যোগে গানটির এমন অভ্যর্থনা দেখে আমার মায়ের সেদিনের কথাগুলো খুব মনে পড়ছে এখন। তাই কথাগুলো সবার সঙ্গে শেয়ার করলাম।’
নাদিয়া ও ইমরান (বামে), প্রকাশনা উৎসবে ইমরান, ধ্রুব গুহ, জুলফিকার রাসেল প্রমুখ (ডানে) এদিন সন্ধ্যায় ভিডিওটির প্রকাশনা অনুষ্ঠানে ‘লাগে বুকে লাগে’র দুই কর্তা জুলফিকার রাসেল-ইমরান ছাড়াও শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন ধ্রুব মিউজিক স্টেশনের প্রধান-কণ্ঠশিল্পী ধ্রুব গুহ, অটামনাল মুন, কণা, লিজা, লুইপা, কর্ণিয়া, জুয়েল মোর্শেদসহ আরও অনেকে।
অনুষ্ঠানে ইমরান বলেন, ‘প্রথমত আমার ভক্তদের কাছে কৃতজ্ঞ। তারা বরাবরের মতো এবারও গানটি নিয়ে ঝাঁপিয়ে পড়বেন। তারাই আসলে আমার প্রাণ। আর থ্যাংকস রাসেল ভাইকে। উনি আমার একার নন, সবারই পছন্দের গীতিকবি। উনার গান সুর করলে বিশাল একটা দায়িত্ব মাথায় চেপে বসে। কথাপ্রধান গান সুর করা অনেক কঠিন। আমি সেই কঠিনকেই ভালোবাসি। কারণ, আমি বুঝতে শিখেছি, এই গানগুলোই থেকে যাবে যুগান্তরের পথে। ডিএমএস-কে অনেক ধন্যবাদ। ধ্রুবদার কাছে কৃতজ্ঞ। নির্মাতা শাহরিয়ার পলক ভাইও দারুণ কাজ করেছেন। ভিডিওতে আমার সঙ্গে ছিলেন নাদিয়া খানম। কণ্ঠে অন্বেষা ছিলেন। সবাইকে ভালোবাসা।’


এছাড়া গানটি প্রসঙ্গে বলতে গিয়ে জুলফিকার রাসেলের গীতিকবিতা ও ইমরানের কণ্ঠ-সুরের ভূয়সী প্রশংসা করেন উপস্থিত শিল্পীরা।
‘লাগে বুকে লাগে’ গানটির ভিডিও নির্মাণ করেছেন শাহরিয়ার পলক। আর এতে ইমরানের সঙ্গে মডেল হিসেবে আছেন অভিনেত্রী নাদিয়া খানম। ধ্রুব মিউজিক স্টেশনের (ডিএমএস) ইউটিউব চ্যানেলে ভিডিওটি প্রকাশের পর থেকেই উচ্ছ্বসিত প্রশংসায় ভাসছেন সংশ্লিষ্টরা।  ভিডিওতে নদী ও ইমরান

/এমএম/
সম্পর্কিত
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
গার্মেন্টসকর্মীদের জীবনের গল্প ‘ঈদের ছুটি’!
গার্মেন্টসকর্মীদের জীবনের গল্প ‘ঈদের ছুটি’!
গানের নাম ‘টাকা দ্য পা পা পা’! (ভিডিও)
গানের নাম ‘টাকা দ্য পা পা পা’! (ভিডিও)
গানচিত্র নির্মাণে সিনেমার প্রযোজক!
গানচিত্র নির্মাণে সিনেমার প্রযোজক!
বিনোদন বিভাগের সর্বশেষ
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
ভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা