X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

এবার পুরুষশাসিত গ্র্যামি মনোনয়ন!

জনি হক
০২ ডিসেম্বর ২০১৭, ০০:১৭আপডেট : ০২ ডিসেম্বর ২০১৭, ০১:৩২

গ্র্যামি অ্যাওয়ার্ড বিশ্বসংগীতের সবচেয়ে মর্যাদাসম্পন্ন পুরস্কার গ্র্যামি অ্যাওয়ার্ডসের মনোনয়ন তালিকা ঘোষণা করেছে দ্য রেকর্ডিং অ্যাকাডেমি। কিন্তু সামনের সারির বিভাগগুলোতে দেখা যাচ্ছে পুরুষদের দৌরাত্ম্য। তাই নারীরা চলে গেছেন এবার সাইডলাইনে। তার ওপর কেটি পেরির মতো বিখ্যাত গায়িকার ভাগ্যে কোনও মনোনয়নই জোটেনি। অথচ তার ‘উইটনেস’ অ্যালবামটি সাড়া ফেলেছিল এ বছর।

এবার হতে যাচ্ছে গ্র্যামির ৬০তম আসর। এতে অ্যালবাম অব দ্য ইয়ারসহ সর্বাধিক আটটি বিভাগে মনোনীত হয়েছেন মার্কিন র‌্যাপার জে-জি। ক্যারিয়ারে জে-জি’র ঝুলিতে ২১টি গ্র্যামি পুরস্কার। তবে এককভাবে এর আগে সামনের সারির বিভাগে কখনও মনোনীত হননি তিনি। এবার ৪৭ বছর বয়সী এই তারকার সেই অতৃপ্তি ঘুচলো। প্রেম, জীবন ও সামাজিক অবক্ষয়ের বার্তা নিয়ে সাজানো ‘৪.৪৪’ (পড়ুন ফোর পয়েন্ট ফোর্টি ফোর) অ্যালবামটি তাকে এনে দিয়েছে এই সম্মান। এর টাইটেল ট্র্যাক ও ‘দ্য স্টোরি অব ও.জে.’ গান দুটি মনোনীত হয়েছে যথাক্রমে সং অব দ্য ইয়ার ও রেকর্ড অব দ্য ইয়ার বিভাগে।

২০১৭ সালের আলোচিত গান ‘দেসপাসিতো’ মনোনীত হয়েছে তিনটি বিভাগে। এর মধ্যে আছে সং অব দ্য ইয়ার ও রেকর্ড অব দ্য ইয়ার। গানটির সামনে তাই ইতিহাস গড়ার হাতছানি। ১৯৫৯ সালে গ্র্যামির প্রথম আসরে ইংরেজির বাইরে অন্য ভাষার গান হিসেবে সং অব দ্য ইয়ার পুরস্কার জেতে ‘ইন ব্লু পেইন্টেড ব্লু’।
গ্র্যামির সর্বোচ্চ তিনটি পুরস্কারের বাকি একটি হলো অ্যালবাম অব দ্য ইয়ার বিভাগ। এতে জে-জি’র অ্যালবামের পাশাপাশি মনোনয়ন পেয়েছে ব্রুনো মার্সের ‘২৪কে ম্যাজিক’, লর্ডের ‘মেলোড্রামা’, কেন্ড্রিক ল্যামারের ‘ড্যাম’, চাইল্ডিশ গ্যাম্বিনোর ‘অ্যাওয়েকেন, মাই লাভ!’। তাদের মধ্যে একমাত্র নারী নিউজিল্যান্ডের ২১ বছর বয়সী লর্ড।
রেকর্ড অব দ্য ইয়ার বিভাগে মনোনীত গানগুলো হলো ‘২৪কে ম্যাজিক’ (ব্রুনো মার্স), ‘দেসপাসিতো’ (লুই ফনসি ও ড্যাডি ইয়াঙ্কি ফিচারিং জাস্টিন বিবার), ‘হাম্বল’ (কেন্ড্রিক ল্যামার), ‘রেডবোন’ (চাইল্ডিশ গ্যাম্বিনো), ‘দ্য স্টোরি অব ও.জে.’ (জে-জি)।
জে-জি




দারুণ কথার জন্য সং অব দ্য ইয়ার বিভাগে মনোনয়ন পাওয়া গানের তালিকায় আছে ‘দেসপাসিতো’, ‘৪.৪৪’, ‘ইস্যুস’, ‘দ্যাটস হোয়াট আই লাইক’, ‘হারম্যানসেন’ ও ‘১-৮০০-২৭৩-৮২৫৫’।

দ্বিতীয় সর্বাধিক সাতটি মনোনয়ন পেয়েছেন ৩০ বছর বয়সী মার্কিন র‌্যাপার কেন্ড্রিক ল্যামার। এছাড়া ব্রুনো মার্স ছয়টি আর চাইল্ডিশ গ্যাম্বিনো (ডোনাল্ড গ্লোভার) মনোনীত হয়েছেন পাঁচটি বিভাগে।
ব্রিটিশ তারকা এড শেরান ‘ডিভাইড’ অ্যালবামের মাধ্যমে পেয়েছেন পপ বিভাগের দুটি মনোনয়ন। একই বিভাগে মনোনীত হয়েছেন লেডি গাগা ও কেশা। মেয়েদের মধ্যে রিদম অ্যান্ড ব্লুজ গায়িকা এসজিএ পেয়েছেন সেরা নতুন শিল্পীসহ পাঁচটি মনোনয়ন।
২০১৬ সালের অক্টোবর থেকে এ বছরের সেপ্টেম্বর পর্যন্ত প্রকাশিত কাজগুলোকে বিবেচনা রেখে তৈরি হয়েছে মনোনয়ন তালিকা। এ কারণে গোনায় ধরা হয়নি নভেম্বরে প্রকাশিত টেইলর সুইফটের ‘রেপুটেশন’। তবে লিটল বিগ টাউনের ‘বেটার ম্যান’ লেখাসহ দুটি মনোনয়ন পেয়েছেন তিনি। গতবারের গ্র্যামিতে বেশি পুরস্কার জেতা বিয়ন্স ও অ্যাডেলের নতুন কোনও কাজ বের হয়নি এ বছর।


লক্ষণীয় ব্যাপার হলো, কানাডিয়ান হিপ হপ আর্টিস্ট ড্রেকের ‘মোর লাইফ’ অ্যালবামটি গত মার্চে প্রকাশের পর জনপ্রিয়তা পেলেও জোটেনি কোনও মনোনয়ন।
এবার ৮০টিরও বেশি বিভাগে দেওয়া হবে গ্র্যামি। দ্য রেকর্ডিং অ্যাকাডেমির ১৩ হাজারেরও বেশি সদস্যের ভোটে নির্বাচিত হবেন বিজয়ীরা। নিউ ইয়র্ক সিটির ম্যাডিসন স্কয়ার গার্ডেনে জমকালো অনুষ্ঠানে বিজয়ীদের তালিকা ঘোষণা করা হবে আগামী বছরের ২৮ জানুয়ারি। ১৪ বছর পর লস অ্যাঞ্জেলেসের বাইরে হতে যাচ্ছে গ্র্যামি অনুষ্ঠান। বলে রাখা ভালো, নিউ ইয়র্ক কিন্তু জে-জি’র জন্মস্থান!

গ্র্যামির মূল বিভাগের মনোনয়ন তালিকা-
অ্যালবাম অব দ্য ইয়ার: জে-জি’র ‘৪.৪৪’, ব্রুনো মার্সের ‘২৪কে ম্যাজিক’, লর্ডের ‘মেলোড্রামা’, কেন্ড্রিক ল্যামারের ‘ড্যাম’, চাইল্ডিশ গ্যাম্বিনোর ‘অ্যাওয়েকেন, মাই লাভ!’।
রেকর্ড অব দ্য ইয়ার: ‘২৪কে ম্যাজিক’ (ব্রুনো মার্স), ‘দেসপাসিতো’ (লুই ফনসি ও ড্যাডি ইয়াঙ্কি ফিচারিং জাস্টিন বিবার), ‘হাম্বল’ (কেন্ড্রিক ল্যামার), ‘রেডবোন’ (চাইল্ডিশ গ্যাম্বিনো), ‘দ্য স্টোরি অব ও.জে.’ (জে-জি)।
সং অব দ্য ইয়ার: ‘দেসপাসিতো’, ‘৪.৪৪’, ‘ইস্যুজ’, ‘দ্যাটস হোয়াট আই লাইক’, ‘হারম্যানসেন’, ‘১-৮০০-২৭৩-৮২৫৫’।
সেরা নতুন শিল্পী: অ্যালেসিয়া ক্যারা, জুলিয়া মাইকেলস, খালিদ, লিল উজি ভার্ট ও এসজেডএ।



সেরা পপ ভোকাল অ্যালবাম: এড শেরানের ‘ডিভাইড’, ইমাজিন ড্রাগনস ব্যান্ডের ‘ইভলভ’, লেডি গাগার ‘জোয়ান’, কোল্ডপ্লে ব্যান্ডের ‘ক্যালেইডোস্কোপ ইপি’, লানা ডেল রে’র ‘লাস্ট ফর লাইফ’, কেশার ‘রেইনবো’।
আরবান কন্টেমপোরারি অ্যালবাম: খালিদের ‘আমেরিকান টিন’, চাইল্ডিশ গ্যাম্বিনোর ‘অ্যাওয়েকেন, মাই লাভ!’, এসজেডএ’র ‘সিটিআরএল’, সিক্সল্যাকের ‘ফ্রি সিক্সল্যাক’, দ্য উইকেন্ডের ‘স্টারবয়’।

সেরা রিদম অ্যান্ড ব্লুজ অ্যালবাম: ব্রুনো মার্সের ‘২৪কে ম্যাজিক’, মিউসিক সৌল চাইল্ডের ‘ফিল দ্য রিয়াল’, ড্যানিয়েল সিজারের ‘ফ্রিউডিয়ান’, পিজে মর্টনের ‘গাম্বো’, লেডিসির ‘লেট লাভ রুল’।
সেরা রক অ্যালবাম: মেটালিকার ‘হার্ডওয়্যার্ড...টু সেলফ-ডেস্ট্রাক্ট’, কুইনস অব দ্য স্টোন এজের ‘ভিলেনস’, দ্য ওয়ার অন ড্রাগসের ‘অ্যা ডিপার আন্ডারস্ট্যান্ডিং’, ম্যাস্টোডনের ‘এম্পারার অব স্যান্ড’, নাথিং মোরের ‘দ্য স্টোরিস উই টেল আওয়ারসেলভস’।
সেরা কান্ট্রি অ্যালবাম: কেনি চেসনির ‘কসমিক হ্যালেলুজা’, ক্রিস স্ট্যাপেলটনের ‘ফ্রম অ্যা রুম: ভলিউম ওয়ান’, লেডি অ্যান্টিবেলামের ‘হার্ট ব্রেক’, থমাস রেটের ‘লাইফ চেঞ্জেস’, লিটল বিগ টাউনের ‘দ্য ব্রেকার’।
সেরা অল্টারনেটিভ মিউজিক অ্যালবাম: এলসিডি সাউন্ড সিস্টেমের ‘আমেরিকান ড্রিম’, আর্কেড ফায়ারের ‘এভরিথিং নাউ’, গরিলাজের ‘হিউম্যাঞ্জ’, ফাদার জন মিস্টির ‘পিউর কমেডি’, দ্য ন্যাশনালের ‘স্লিপ ওয়েল বিস্ট’।
কেন্ড্রিক ল্যামার



/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়