X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

এটা সিনেমা নাকি বিজ্ঞাপন!

বিনোদন রিপোর্ট
০৫ ডিসেম্বর ২০১৭, ১৯:২০আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৭, ১৯:২৩

একটি রোমান্টিক দৃশ্যে বুশরা ও ওমনতুন বউ সেজে বিছানায় বসে আছেন গায়িকা বুশরা শাহরিয়ার। বর কলকাতার নায়ক ওম এসে কথা বলা শুরু করেন। অ্যারেঞ্জ বিয়ে। তাই বাসর ঘর থেকে নিজেদের মধ্যে একটু ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা, কথার আদান প্রদান।
কথায় কথায় বরের প্রিয় খাবারের কথা শোনার পর কনেও বললেন তার প্রিয় খাবারের নাম। আর সেটা হলো ‘প্রাণ লিচি’ জুস!
এরপর দু’জন হারিয়ে যান রোমান্টিক গানের নয়নাভিরাম দৃশ্যে। গানের ফিল্মিক ভিডিওজুড়ে রোমান্টিকতা উপচে পড়ে নব দম্পতির নাচে-অভিনয়ে। গানের শেষে আবারও দু’জনার কথোপকথন। আবারও তাদের কথার শেষে হাজির ‌‘প্রাণ লিচি’ জুস!
হ্যাঁ, এভাবেই সিনেমা ও বিজ্ঞাপনের ঢংয়ে সাজানো ‘তোমার আমার গল্প’ গানের ভিডিও অবমুক্ত করেছে চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।
গত ২ ডিসেম্বর এটি প্রকাশিত হয়েছে। বলিউডের জনপ্রিয় গায়ক শানের সঙ্গে দ্বৈতভাবে গানটিতে কণ্ঠ দিয়েছেন বুশরা শাহরিয়ার। এতে মডেল হওয়ার পাশাপাশি কথা ও সুর তৈরি করেছেন বুশরা নিজেই। সংগীতায়োজন করেছেন স্যাভি এবং ভিডিও পরিচালনা করেছেন রিক বসু।
বুশরা জানান, একেবারেই ফিল্মি স্টাইলে মিউজিক ভিডিওটির শুটিং হয়েছে। পশ্চিমবঙ্গে বেশ কয়েকটি স্থানের দৃশ্যধারণ হয়। তার কাছে প্রশ্ন ছিল- এটা আসলে কী? বিজ্ঞাপন, সিনেমা নাকি মিউজিক ভিডিও? তিনি বলেন, ‌‘এটা মূলত এক নব দম্পতির ভালোবাসার গল্প। আমিই এই চিত্রনাট্য তৈরি করেছি। যেখানে আমরা একইসঙ্গে সিনেমা ও বিজ্ঞাপনের রেশ রেখেছি। কিন্তু মূল উদ্দেশ্য তো একটি ভালো গান ও গল্প উপহার দেওয়া।’
এদিকে গানটি প্রকাশের তিন দিনের মাথায় ইউটিউবে এক লাখবার দেখা হয়েছে ভিডিওটি। অন্যদিকে কণ্ঠশিল্পী হয়েও বুশরা শাহরিয়ারের এমন অভিনয় প্রতিভা এবং নায়িকাসুলভ নাচের প্রশংসা করছেন অনেকেই।
ক্লিক করে দেখা যাবে ‘তোমার আমার গল্প’:

/এম/এমএম/
সম্পর্কিত
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
গার্মেন্টসকর্মীদের জীবনের গল্প ‘ঈদের ছুটি’!
গার্মেন্টসকর্মীদের জীবনের গল্প ‘ঈদের ছুটি’!
গানের নাম ‘টাকা দ্য পা পা পা’! (ভিডিও)
গানের নাম ‘টাকা দ্য পা পা পা’! (ভিডিও)
গানচিত্র নির্মাণে সিনেমার প্রযোজক!
গানচিত্র নির্মাণে সিনেমার প্রযোজক!
বিনোদন বিভাগের সর্বশেষ
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
ভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!