X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

আবারও নাবিলা

বিনোদন রিপোর্ট
১৫ ডিসেম্বর ২০১৭, ১৬:১৯আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৭, ১৬:৪৭

 

নাবিলা। ছবি- সাজ্জাদ হোসেন মাসুমা রহমান নাবিলা উপস্থাপিকা হিসেবেই পরিচিতি পেয়েছেন। মাঝে ‘আয়নাবাজি’ ছবিতে অভিনয়ের জন্য বিরতি নিয়েছিলেন এই কাজ থেকে। অবশেষে আবারও উপস্থাপনায় ফিরছেন তিনি। ‘তীর অ্যাডভান্সড কিচেন’ নামের এই রিয়েলিটি শোতে পাওয়া যাবে তাকে।

এ আয়োজনে অংশ নেবেন সারাদেশের মানুষ। তবে নামে ‘কিচেন’ শব্দটি থাকলেও রেসিপি কিংবা রান্নার প্রতিযোগিতা নয় এটি।

নাবিলা জানালেন, রান্নাঘর একটি বাড়ির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। কারণ এখানেই পরিবারের সদস্যদের স্বাদ ও স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখা হয়। অথচ এই ঘরটি অবহেলিত ও অগোছালো থাকে অনেক সময়। এই সাধারণ কিচেনকে অ্যাডভান্সড কিচেনে রূপান্তর করা হবে এই অনুষ্ঠানের মাধ্যমে।

আয়োজকদের মাধ্যমে জানা গেছে, এ অনুষ্ঠানে অংশগ্রহণে আগ্রহীদেরকে কিচেনের ছবি ও কেন তা রূপান্তর করতে চান এবং কিচেন নিয়ে গল্প পাঠাতে হবে। সারাদেশ থেকে ১০টি কিচেনকে অ্যাডভান্সড কিচেনে রূপান্তর করবে ‘তীর অ্যাডভান্সড কিচেন’ টিম। এর নেতৃত্বে আছেন সিস্টেম আর্কিটেক্টসের প্রধান স্থপতি ও চলচ্চিত্র নির্মাতা এনামুল করিম নির্ঝর।

অনুষ্ঠানটির ১০ পর্বে প্রচার হবে চ্যানেল আইতে। পরিচালনা করবেন আকা রেজা গালিব। সম্প্রতি সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এখানে ছিলেন সিটি গ্রুপের নির্বাহী পরিচালক (বিক্রয় ও বিপণন) শোয়েব মোহাম্মদ আসাদুজ্জামান ও চ্যানেল আইয়ের নির্বাহী পরিচালক (বিক্রয় ও বিপণন) ইসরারুল হক। অনুষ্ঠানটি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলন। ছবি- সংগৃহীত

/জেডএল/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!