X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

খেলোয়াড় নন, ম্যানেজার অক্ষয়

বিনোদন ডেস্ক
১৭ ডিসেম্বর ২০১৭, ২০:১০আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৭, ২০:৪৪

অক্ষয় কুমার। ছবি- ইন্টারনেট অক্ষয় কুমারের পরবর্তী সিনেমা ‘গোল্ড’ হকি খেলোয়াড় বলবীর সিংয়ের বায়োপিক নয় বলে দাবি করেছেন প্রযোজক রিতেশ সিধওয়ানি। এর আগে খবর বেরিয়েছিল, সিনেমাটিতে অক্ষয় সেই খেলোয়াড়ের চরিত্রে অভিনয় করছেন। বলবীর সিং ১৯৮৪ সালে প্রথম অলিম্পিক মেডেল জয়ী ভারতীয় হকি দলের সদস্য ছিলেন।
সিধওয়ানি জানান, ফারহান আখতারের সঙ্গে মিলে নিজেদের প্রযোজনা প্রতিষ্ঠান এক্সেল এন্টারটেইনমেন্ট সিনেমাটি নির্মাণ করছে। তিনি বলেন, ‘এটা সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হচ্ছে। তবে কোনও বায়োপিক নয়। এটা কাল্পনিক গল্প নিয়ে নির্মিত হলেও ১৯৩৩ সাল থেকে ৪৮ সাল পর্যন্ত আমাদের খেলাধুলার অবস্থা বিশেষ করে হকির পরিস্থিতি উঠে এসেছে। এটা হকি নিয়ে নির্মিত সিনেমা, কোনও চরিত্রনির্ভর সিনেমা নয়।’
তিনি আরও বলেন, ‘আমরা সব বাস্তব ঘটনাগুলো তুলে ধরেছি। তাতে মানুষ ভাবছে, এটা একটা বায়োপিক। এটা আমাদের স্বাধীনতা পরবর্তী সময়ে খেলাধুলার অবস্থা বিশেষ করে হকির অবস্থা তুলে ধরেছে। এটা বিশেষ কোনও চরিত্র নিয়ে করা হয়নি। এমনকি অক্ষয় এতে খেলোয়াড়ের ভূমিকায়ই অভিনয় করেননি। তিনি ছবিতে একজন ম্যানেজার হিসেবে থাকছেন।’
এবারই প্রথম অক্ষয় কুমার এক্সেল এন্টারটেইনমেন্টের সঙ্গে কাজ করছেন। 
‘গোল্ড’ এক্সেল এন্টারটেইনমেন্টের ব্যানারে প্রথম খেলাধুলানির্ভর সিনেমা। এতে অমিত সাধ ও মৌনি রয়কেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। আগামী বছরের ১৫ আগস্ট সিনেমাটি মুক্তি দেওয়ার আশা করা হচ্ছে। 
সূত্র- হিন্দুস্থান টাইমস

/আরএ/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল
‘লম্বা’ নায়িকা প্রসঙ্গে কৃতির ব্যাখ্যা
‘লম্বা’ নায়িকা প্রসঙ্গে কৃতির ব্যাখ্যা
জানা-অজানা ১০ তথ্যে সত্যজিৎ রায়
প্রয়াণ দিনে স্মরণজানা-অজানা ১০ তথ্যে সত্যজিৎ রায়
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
‘ওপারে ভালো থেকো বন্ধু’
অভিনেতা রুমির মৃত্যু‘ওপারে ভালো থেকো বন্ধু’