X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

‘দেশের গানে অংশ নিয়ে আমি খুব খুশি’

রবিউল ইসলাম
১৯ ডিসেম্বর ২০১৭, ১৯:০৯আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৭, ২০:৩৫

হাবিবুল বাশার সুমন দ্বিজেন্দ্রলাল রায়ের বিখ্যাত গান ‘ধনধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা’ নতুন করে গেয়েছেন ন্যান্‌সি, ইমরান, আনিকা ও মাসুম। আর  এই গানটির মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। গত ১৬ ডিসেম্বর রাতে প্রাণ ফ্রুটোর ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হয়েছে ভিডিওটি।

ভিডিওটির একটি অংশে রয়েছে ক্রিকেটে বাংলাদেশের সাফল্যধারা। যেখানে বলা হয়েছে ক্রিকেট গর্বিত করেছে বাংলাদেশকে, আর বাংলাদেশের পতাকা তুলে ধরেছে বিশ্ব দরবারে।

এই দেশাত্মবোধক গানে অংশ নিয়ে অভিভূত হাবিবুল। বাংলা ট্রিবিউনকে তিনি বললেন, ‘এত জনপ্রিয় একটি দেশের গানের ভিডিওতে অংশ নিয়ে আমি খুব খুশি। এ ধরনের গানের সঙ্গে কাজ করার অনুভূতি প্রকাশ করা কঠিন। প্রাণ আমার সঙ্গে যোগাযোগ করার পর আর্থিক বিষয় নিয়ে চিন্তাই করিনি। ওরা বলা মাত্র রাজি হয়ে গেছি।’

সুমনের সঙ্গে ভিডিওতে আরও মডেল হয়েছেন মাজনুন মিজান, মিশু সাব্বির, তাসনুভা তিশা, তামিম মৃধা, সানজানা রিয়া, তাসনিম আনিকা, শিপন মিত্র ও সাঞ্জু জন।

গানটিতে অংশ নেওয়ার পর অনেকের কাছ থেকে প্রশংসা পাচ্ছেন বর্তমানে নির্বাচকের দায়িত্বে থাকা হাবিবুল। তার ভাষায়, ‘যে কোনও দেশাত্মবোধক গানের সঙ্গে সম্পৃক্ত থাকা দারুণ ব্যাপার। গানটি প্রচারিত হওয়ার পর অনেকের কাছ থেকে সাড়া পাচ্ছি। আমি সত্যিই দারুণ খুশি। এটা আমাদের ক্যারিয়ার না, তবু সবার প্রশংসা পাওয়ার অনুভূতি অন্যরকম।’

সন্ধির সংগীতায়োজনে গানটির ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। শুটিং হয়েছে সুন্দরবন, সিলেটের চা-বাগান, সাভার এবং ঢাকার বিভিন্ন লোকেশনে।

/আরআই/এএআর/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!