X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

৯ ফেব্রুয়ারি আসছে টয়ার প্রথম সিনেমা

বিনোদন রিপোর্ট
২০ ডিসেম্বর ২০১৭, ১৬:৫৬আপডেট : ২০ ডিসেম্বর ২০১৭, ১৭:০৭

একটি দৃশ্যে রাহসান নূর ও টয়া ফেসবুকে তুমুল প্রশংসিত ‘বেঙ্গলি বিউটি’ ছবির ট্রেলার। সত্তর দশকের প্রেক্ষাপট নিয়ে নির্মিত এ ছবির অন্যতম চরিত্রে অভিনয় করেছেন টয়া। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্যের ছবি।
ছবিটি মুক্তি পাচ্ছে ফেব্রুয়ারির ৯ তারিখে। টয়ার বিপরীতে অভিনয়ের পাশাপাশি ছবিটি পরিচালনা করেছেন রাহসান নূর। তিনিই জানালেন ছবিটি মুক্তির চূড়ান্ত তারিখ।
তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ছবিটি নিয়ে সত্যিই অভূতপূর্ব সাড়া পাচ্ছি। আগামী ৯ ফেব্রুয়ারি এটি ইংল্যান্ড, ভারত ও আরব আমিরাতে মুক্তি পাবে। একই দিনে বাংলাদেশে মুক্তি দেওয়ার ইচ্ছে আছে। তবে এটি নির্ভর করছে বাংলাদেশ সেন্সর বোর্ডের ওপর। তারা যদি ছাড়পত্র দেন, আমরা একই সঙ্গে এটি দেশে মুক্তি দেব। আশা করছি সমস্যা হবে না।’
এদিকে টয়া বলেন, ‌‘মে মাসে আমরা শুটিং শেষ করেছি। এই ছবিতে সত্তর দশকের এক নারীর চরিত্রে আমাকে দেখা যাবে। চরিত্রের প্রয়োজনে আমার লুকেও সত্তর দশকের নারীদের মতোই ছবিতে দেখানো হয়েছে। আমি খুব উচ্ছ্বসিত কাজটি নিয়ে।’
টয়া-রাহসান ছাড়াও সারা আলম, আশফাক রেজওয়ান, পীযূষ বন্দ্যোপাধ্যায়, নেইলি আজাদ প্রমুখ অভিনয় করেছেন এ চলচ্চিত্রে।  এটি প্রযোজনা করেছেন রাফি তামজিদ।

/এমআই/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!