X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

বয়াতির লিখে যাওয়া গান টুনটুনের কণ্ঠে

বিনোদন রিপোর্ট
৩০ ডিসেম্বর ২০১৭, ১৪:২৫আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৭, ১৪:৪১

টুনটুন বাউল ও আবদুর রহমান বয়াতি একুশে পদকপ্রাপ্ত কিংবদন্তি বাউল সাধক আবদুর রহমান বয়াতি রেখে গেছেন তার লেখা বেশ কিছু গান। বেঁচে থাকলে সেই কথায় নিশ্চয়ই সুর বসাতেন, গাইতেন দরদভরা কণ্ঠে। তবে সেসব অপ্রকাশিত অমূল্য গানের কথাগুলো যত্নে রেখেছেন তারই ছেলে আলম বয়াতি। সেখান থেকে ‘তওবা’ শিরোনামের একটি গান এবার কণ্ঠে তুলেছেন দেশের আরেক সম্মানিত শিল্পী টুনটুন বাউল।
২৯ ডিসেম্বর রেকর্ড হওয়া এই বিশেষ গানটির সুর করেছেন মুরাদ নূর আর সংগীতায়োজন করেছেন শান। গানটি রেকর্ডের উদ্দেশ্য, আবদুর রহমান বয়াতির ৮১তম জন্মদিনে (১ জানুয়ারি ২০১৮) তার প্রতি শ্রদ্ধা নিবেদন করা।
গানটির সুরকার মুরাদ নূর জানান, ১ জানুয়ারি সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও একতা বাউল গোষ্ঠীর আয়োজনে আব্দুর রহমান বয়াতির জন্মদিনের অনুষ্ঠানে গানটি প্রথম প্রকাশ করা হবে।
‘তওবা’ প্রসঙ্গে মুরাদ নূর বলেন, ‘আবদুর রহমান বয়াতি ও টুনটুন বাউল দুজনই বাউল সাধক গুণী শিল্পী। নিজকে তাদের নামের সঙ্গে যুক্ত করতে পেরে ভীষণ গর্ব হচ্ছে। বয়াতি পরিবার, বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও লেজার ভিশনের সমর্থন ছাড়া এই কাজটি করতে পারতাম না। আমি প্রত্যেকের প্রতি কৃতজ্ঞ।’  
এদিকে বয়াতির লেখা নতুন গান কণ্ঠে তোলা প্রসঙ্গে টুনটুন বাউল বলেন, ‘রহমান ভাই (আবদুর রহমান বয়াতি) আমাদের অগ্রজ। উনার কথায় মৌলিক গানটি গাইতে পেরে খুব আনন্দ হচ্ছে। কথার সঙ্গে মূল ঠিক রেখে যুগের চাহিদা অনুযায়ী সুর করেছে মুরাদ, মিউজিকেও ভিন্নতা আছে। চিরন্তন সত্য কথার গানটি আপনাদের ভালোই লাগবে।’
রেকর্ডিংয়ে শান, টুনটুন ও মুরাদ নূর এদিকে কাজটি প্রসঙ্গে আবদুর রহমান বয়াতির ছেলে আলম বয়াতি বলেন, ‘গত বছর বাবার অপ্রকাশিত কথায় মুরাদ নূর আরেকটি গান করেছিলেন। সেটি গেয়েছেন কাঙ্গালিনী সুফিয়া। চমৎকার গান হয়েছিল সেটি। এবার হলো টুনটুন কাকাকে দিয়ে আরেকটি অসাধারণ গান। পুরো প্রজেক্টটি সফল ভাবে শেষ করাতে মুরাদ নূরকে ধন্যবাদ।’
জানা গেছে, ১ জানুয়ারি শিল্পকলা একাডেমির অনুষ্ঠানে ‘তওবা’ গানটি প্রথম গাওয়ার পাশাপাশি একই দিনে লেজার ভিশন থেকে প্রকাশ পাচ্ছে ইউটিউবসহ অনলাইনের বিভিন্ন মাধ্যমে।

বাউল সাধক আবদুর রহমান বয়াতির জন্ম ১৯৩৯ সালের ১ জানুয়ারি এবং মৃত্যু ২০১৩ সালের ১৯ আগস্ট।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
শিল্পী সমিতির নির্বাচন: কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ
শিল্পী সমিতির নির্বাচন: কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম