X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

রাষ্ট্রহীন এক রোহিঙ্গা শিশুর গান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জানুয়ারি ২০১৮, ২২:৪৭আপডেট : ০৩ জানুয়ারি ২০১৮, ২২:৫১

দৃশ্য: ‘এক রোহিঙ্গা শরণার্থী শিশুর গান’ মিয়ানমার থেকে পরিবারের সঙ্গে পালিয়ে আসা এক রোহিঙ্গা শিশু মাতৃভাষায় গানে গানে নিজের কিছু অনুভূতি তুলে ধরেছে। এর শিরোনাম ‘এক রোহিঙ্গা শরণার্থী শিশুর গান’। অপরিচিত দেশে এসে কিভাবে থাকবে, কিভাবে মনের কথা বোঝাবে, এই ভাবনাগুলো রয়েছে গানটিতে। জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ বাংলাদেশের ফেসবুক পেজে এর ভিডিও প্রকাশিত হয়েছে গত ১ জানুয়ারি।
গানটি গেয়েছে কক্সবাজারের হাকিমপাড়া ক্যাম্পে আশ্রয় নেওয়া মোহাম্মদ ইরফান। ৫৫ সেকেন্ড ব্যাপ্তির এ ভিডিওতে রোহিঙ্গা শিশুদের দৈনন্দিন জীবনের চিত্র তুলে ধরা হয়েছে। ভিডিওতে গানের শেষে উল্লেখ করা হয়— ছয় লাখেরও বেশি রোহিঙ্গা সহিংসতার কারণে দেশ ছাড়তে বাধ্য হয়েছে। তাদের ফিরে যেতে সহায়তা করুন। এই শিশুদের কথা ভুলে না গিয়ে ঘরে ফিরতে সহযোগিতার হাত বাড়িয়ে দিন।
জাতিসংঘ শিশু তহবিলের কমিউনিকেশন স্পেশালিস্ট শাকিল ফয়জুল্লাহ ভিডিওটি প্রসঙ্গে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘একজন শিশু তার ধর্ম জাতীয়তার বাইরে কেবল শিশু। শিশু যা চায় তা হলো নিজের স্বস্তির অনুভূতি। নিজের ঘর, দেশ ও নিজের জায়গায় থাকার ইচ্ছা তার। এই গানে শিশুটি সেই অনুভূতিই প্রকাশ করতে চেয়েছে।’
ভিডিওটি ইতোমধ্যে ৮৩৯ বার শেয়ার হয়েছে। এটি দেখা হয়েছে দেড় লাখ বারেরও বেশি। এটি দেখে মন্তব্য করে রোহিঙ্গাদের প্রতি সমবেদনা জানিয়েছেন অনেকে। মন্তব্যকারীদের কেউ কেউ লিখেছেন, ‘হেল্প টু হিউম্যানিটি’, ‘রোহিঙ্গারা এ কষ্ট কখনোই ভোলার নয়।’ আরেকজন প্রত্যাশা করেছেন, ‘জাতিসংঘের মতো মানবাধিকার সংস্থাগুলো রোহিঙ্গাদের নিজের দেশে ফিরে যাওয়ার বিষয়ে সহায়ক ভূমিকা রাখবে।’

* ‘এক রোহিঙ্গা শরণার্থী শিশুর গান’:

/ইউআই/জেএইচ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
অবশেষে মুক্তির বার্তা
অবশেষে মুক্তির বার্তা
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!