X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

এলো নচিকেতা-জয়তীর ‘ভালো থেকো’

বিনোদন রিপোর্ট
০৫ জানুয়ারি ২০১৮, ১৯:০৯আপডেট : ০৬ জানুয়ারি ২০১৮, ১৩:৪২


জয়তী চক্রবর্তী। কলকাতার অন্যতম কণ্ঠশিল্পী হিসেবে সমাদৃত। রবীন্দ্র ও আধুনিক বাংলা গানে এখন অন্যতম আস্থার নাম তিনি। এ পর্যন্ত ১৪টি অ্যালবাম প্রকাশ পেয়েছে তার। যার  প্রায় অর্ধেক কবিগুরুর বাকিটা আধুনিক। সেই ধারায় এবার প্রকাশ পেয়েছে তার ১৫তম একক। নাম ‌‘ভালো থেকো’।
৫ জানুয়ারি জয়তীর জন্মদিন উপলক্ষে বিশেষ এই অ্যালবামটি প্রকাশ করেছে ভারতের আশা অডিও প্রতিষ্ঠান। অ্যালবামটি কেন বিশেষ সে সম্পর্কে জয়তী নিজেই জানালেন বাংলা ট্রিবিউনকে।
বললেন, ‘প্রথম কারণ এবারের পুরো অ্যালবামটির সুর করেছেন নচিকেতা চক্রবর্তী। দাদা প্রসঙ্গে নতুন করে বলার কিছু নেই। দ্বিতীয় কারণ সবগুলো গান লিখেছেন বাংলাদেশের খুবই ট্যালেন্টেড গীতিকবি জুলফিকার রাসেল।’
জয়তী চক্রবর্তী/ ছবি: সাজ্জাদ হোসেন বাংলাদেশের অন্যতম এই গীতিকবি প্রসঙ্গে বলতে গিয়ে উচ্ছ্বসিত জয়তী আরও বলেন, ‘তার গানের কথায় যে মিষ্টি ভাব, সেটার সঙ্গে আগেই পরিচিত ছিলাম শ্রোতা হিসেবে। এই অ্যালবামের গান করার পর তার সঙ্গে আমার সামনাসামনি দেখা হলো। গানের কথাগুলো আমাকে নাড়িয়েছে। গানগুলোও তাই হলো, শ্রোতাদের খুব আপন মনে হবে।’
ফিজিক্যাল অ্যালবামের বাইরে আশা অডিওর ইউটিউব চ্যানেলে পুরো অ্যালবামটি প্রকাশ পেয়েছে ডিজিট্যালি। ‘ভালো থেকো’তে গান রয়েছে মোট ৮টি। নচিকেতার সুরের সঙ্গে যার সবগুলোর সংগীতায়োজন করেছেন টুনাই দেবাশীষ গাঙ্গুলী।
গানের শিরোনামগুলো এমন- আগের মতন, এই তো জীবন, তুমি ভালো থাকলেই, কেন চলে যাবে, যেখানেই থাকো, মনে করেই দিন, যাওয়ার সময় ও আমায় তুমি বোঝনি। জুলফিকার রাসেল ও জয়তী চক্রবর্তী/ ছবি: সাজ্জাদ হোসেন

/এমএম/
সম্পর্কিত
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
গার্মেন্টসকর্মীদের জীবনের গল্প ‘ঈদের ছুটি’!
গার্মেন্টসকর্মীদের জীবনের গল্প ‘ঈদের ছুটি’!
গানের নাম ‘টাকা দ্য পা পা পা’! (ভিডিও)
গানের নাম ‘টাকা দ্য পা পা পা’! (ভিডিও)
গানচিত্র নির্মাণে সিনেমার প্রযোজক!
গানচিত্র নির্মাণে সিনেমার প্রযোজক!
বিনোদন বিভাগের সর্বশেষ
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
১৬ বছর পর জেনস সুমনের ফেরা (ভিডিও)
১৬ বছর পর জেনস সুমনের ফেরা (ভিডিও)
মা হারালেন বেবী নাজনীন
মা হারালেন বেবী নাজনীন
ওমর: ‘নায়িকাবিহীন’ এক থ্রিলার
সিনেমা সমালোচনাওমর: ‘নায়িকাবিহীন’ এক থ্রিলার