X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের বিভিন্ন শহরে দুই মাসের মধ্যে ভারতীয় ছবির উৎসব

সিদ্ধার্থ সেনগুপ্ত, কলকাতা
০৬ জানুয়ারি ২০১৮, ০০:০২আপডেট : ০৬ জানুয়ারি ২০১৮, ০০:১৩

‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’ সূচনার দিনেই নন্দনে চলচ্চিত্রপ্রেমীদের ভিড় (ছবি: সংগৃহীত) ভারতীয় চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের বিভিন্ন শহরে উৎসব আয়োজন করা হবে দুই মাসের মধ্যে। শুক্রবার (৫ জানুয়ারি) বিকালে কলকাতায় চার দিনের বাংলাদেশ চলচ্চিত্র উৎসব ও মুক্তিযুদ্ধভিত্তিক আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধনের সময় এ খবর জানালেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

এবারই প্রথম বাংলাদেশ চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছে ভারতে। এ প্রসঙ্গে তথ্যমন্ত্রী ইনু বলেন, ‘বর্তমান সময়ে গোটা দক্ষিণপূর্ব এশিয়া তথা বাংলাদেশ ও ভারতে উঁকি দিচ্ছে সন্ত্রাসবাদী গোষ্ঠী। এই অবস্থায় দুই দেশের মধ্যকার সুসম্পর্ক ও বোঝাপড়া অত্যন্ত জরুরি। এই সুসম্পর্ক রক্ষার ক্ষেত্রে ও সন্ত্রাসবিরোধী প্রচারণা চালাতে চলচ্চিত্রের ভূমিকা অনেক। ভারত-বাংলাদেশের সম্পর্ককে আরও মজবুত করতেই এই চলচ্চিত্র উৎসব হচ্ছে।’
তথ্যমন্ত্রীর ভাষ্য, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ সফরের সময় বেশকিছু চুক্তি করেন। এর মধ্যে দুই দেশে সন্ত্রাসবাদ মোকাবিলার বিষয়টি গুরুত্বপূর্ণ। মোদী সরকার যেমন সন্ত্রাসবাদ মোকাবিলায় দৃঢ প্রতিজ্ঞ, তেমনই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সরকারও ভারত-বাংলাদেশ সীমান্তের জমি সন্ত্রাসবাদী ও জঙ্গি কার্যকলাপে ব্যবহার করতে না দেওয়ার বিষয়ে দৃঢপ্রতিজ্ঞ।’
বঙ্গবন্ধুর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রতিষ্ঠার কথা ও মুক্তিযুদ্ধে এই সংস্থার ভূমিকার কথা উল্লেখ করেন হাসানুল হক ইনু। পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যুৎ ও অচিরাচরিত শক্তি উৎস দফতরের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, ‘বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হওয়ায় বাংলা ভাষা আজ বিশ্বে ছয় নম্বরে রয়েছে। এজন্য আমরা গর্বিত।’

উদ্বোধনী অনুষ্ঠানে আরও ছিলেন ভারতের বাংলা ছবির সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অভিনেত্রী কোয়েল মল্লিক, গার্গী রায় চৌধুরী, বাংলাদেশের অভিনেত্রী পূজা চেরী, পশ্চিমবঙ্গের নাট্যব্যক্তিত্ব বিভাস চক্রবর্তী, ভারতে বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী, বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার তৌফিক হাসান প্রমুখ।

কলকাতায় বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে স্বল্পদৈর্ঘ্য ও পূর্ণদৈর্ঘ্য মিলিয়ে দেখানো হচ্ছে ২৫-৩০টি ছবি। ৮ জানুয়ারি পর্যন্ত এই আয়োজন চলবে নন্দন ও নজরুল তীর্থে।

/জেএইচ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
ভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা