X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

দেখুন গোল্ডেন গ্লোব পুরস্কারের পুরো তালিকা

বিনোদন ডেস্ক
০৮ জানুয়ারি ২০১৮, ১০:২৯আপডেট : ০৮ জানুয়ারি ২০১৮, ১১:২৫




তিন ছবির বিজয়ীরা। ছবি- এএফপি টিভি ও চলচ্চিত্রে সেরা কাজের স্বীকৃতি দিতে ১৯৪৪ সাল থেকে গোল্ডেন গ্লোব পুরস্কার প্রদান হয়ে আসছে। এবার যুক্তরাষ্ট্রে (বাংলাদেশ সময় ৮ জানুয়ারি ভোর) বসেছিল ৭৫তম এ আসর। চমকে ভরা এ আয়োজনে পুরস্কারপ্রাপ্তিতেও ছিল নাটকীয়তা। বাঘা বাঘা নির্মাতা-শিল্পীদের পাশ কাটিয়ে অনেকেই পুরস্কৃত হয়েছেন এবার। দেখে নেওয়া যাক কাদের ঝুলিতে সমাদৃত হচ্ছে পুরস্কারগুলো-

একনজরে বিজয়ীরা
সেরা চলচ্চিত্র (ড্রামা): থ্রি বিলবোর্ডস আউটসাইড ইবিং, মিসৌরি
সেরা চলচ্চিত্র (মিউজিক্যাল অথবা কমেডি): লেডি বার্ড
অভিনেতা (ড্রামা): গ্যারি ওল্ডম্যান (ডার্কেস্ট আওয়ার)
অভিনেত্রী (ড্রামা): ফ্রান্সেস ম্যাকডোর্মেন্ড (থ্রি বিলবোর্ডস আউটসাইড ইবিং, মিসৌরি)
অভিনেতা (মিউজিক্যাল অথবা কমেডি): জেমস ফ্রাঙ্কো (দ্য ডিজাস্টার আর্টিস্ট)
অভিনেত্রী (মিউজিক্যাল অথবা কমেডি): সাওয়ার্স রোনান (লেডি বার্ড)
পার্শ্ব অভিনেতা: স্যাম রকওয়েল (থ্রি বিলবোর্ডস আউটসাইড ইবিং, মিসৌরি)
পার্শ্ব অভিনেত্রী: অ্যালিসন জেনি (আই, টনিয়া)
সেরা পরিচালক: গুইলারমো দেল তোরো (দ্য শেপ অব ওয়াটার)
সেরা চিত্রনাট্যকার: মার্টিন ম্যাকডোনা (থ্রি বিলবোর্ডস আউটসাইড ইবিং, মিসৌরি)
সেরা মৌলিক সুর: আলেকজান্দ্রে দেপ্লা (দ্য শেপ অব ওয়াটার)
সেরা মৌলিক গান: দিস ইজ মি (বেঞ্জ পাসেক ও জাস্টিন পল, দ্য গ্রেটেস্ট শোম্যান)
সেরা অ্যানিমেটেড ছবি: কোকো
সেরা বিদেশি ভাষার ছবি: ইন দ্য ফেড (জার্মানি)

টেলিভিশন
সেরা সিরিজ (ড্রামা): দ্য হ্যান্ডমেইড’স টেল
সেরা সিরিজ (মিউজিক্যাল অথবা কমেডি): দ্য মার্ভেলাস মিসেস মেইসেল
অভিনেতা (ড্রামা): স্টারলিং কে. ব্রাউন (দিস ইজ আস)
অভিনেত্রী (ড্রামা): এলিজাবেথ মস (দ্য হ্যান্ডমেইড’স টেল)
অভিনেতা (মিউজিক্যাল অথবা কমেডি): আজিজ আনসারি (মাস্টার অব নান)
অভিনেত্রী (মিউজিক্যাল অথবা কমেডি): র‌্যাচেল ব্রসনাহান (দ্য মার্ভেলাস মিসেস মেইসেল)
অভিনেতা (মিনি সিরিজ অথবা টেলিভিশন ফিল্ম): ইউয়ান ম্যাকগ্রেগর (ফার্গো)
অভিনেত্রী (মিনি সিরিজ অথবা টেলিভিশন ফিল্ম): নিকোল কিডম্যান (বিগ লিটল লাইস)
পার্শ্ব অভিনেতা: আলেক্সান্ডার স্কার্সগর্ড (বিগ লিটল লাইস)
পার্শ্ব অভিনেত্রী: লরা ডার্ন (বিগ লিটল লাইস)
সেরা মিনি সিরিজ অথবা টেলিভিশন ফিল্ম: বিগ লিটল লাইস

/জেএইচ/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
ক্যানসারে আক্রান্ত অভিনেতা রুমি, ভর্তি হাসপাতালে
ক্যানসারে আক্রান্ত অভিনেতা রুমি, ভর্তি হাসপাতালে
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)