X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

হলিউড ছবিতে বাংলাদেশসহ এশীয় শিল্পী; বর্ণবাদের অভিযোগ

বিনোদন ডেস্ক
০৯ জানুয়ারি ২০১৮, ০০:০৪আপডেট : ০৯ জানুয়ারি ২০১৮, ১২:১০

উইল স্মিথের সেলফি। তিনিই আলাদিন ভূমিকায় ব্যাকগ্রাউন্ডে কাজ করবেন। ছবি- মিরর বিশ্বখ্যাত প্রযোজনা প্রতিষ্ঠান ওয়াল্ট ডিজনির নতুন অ্যানিমেশন ছবি ‘আলাদিন’-এ কাজ করছেন বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ বেশ কয়েকটি এশীয় অঞ্চলের শিল্পী।
লন্ডনে বসবাসরত এ দেশগুলোর ১১ লাখ প্রবাসীদের মধ্য থেকে প্রতিষ্ঠানটি শিল্পী নির্বাচন করেছে। তবে তাদের এই নির্বাচনে বর্ণবাদের অভিযোগ উঠেছে।
সংবাদমাধ্যম সানডে টাইমস বিষয়টি নিয়ে বিশদ একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানেই উঠে এসেছে ডিজনির শিল্পী নির্বাচনের বিস্তারিত খবর।
পত্রিকাটি জানায়, প্রযোজনা প্রতিষ্ঠানটি এশীয় দেশগুলো থেকে ফর্সা শিল্পী নিয়েছে এবং তাদের নির্বাচন প্রক্রিয়ার অন্যতম বৈশিষ্ট্যই এটি। এছাড়া নির্বাচিতদের ত্বক যেন আরও ফর্সা দেখায় সে জন্য বিশেষ পরিচর্চাও চলছে।
বিষয়টি নিয়ে গুরুতর অভিযোগ তোলেন ছবির প্রধান চরিত্রের স্টান্টের কাজ করা কওশাল ওডেড্রা। তিনি পত্রিকাটিকে বলেন, ‌‌‌‘আমি এমন ২০ জনকে দেখেছি, যারা চামড়া ফর্সা হওয়ার জন্য অপেক্ষা করছেন। তারাও ছবিতে কাজ করছেন।’

এদিকে এ প্রসঙ্গে ডিজনির বক্তব্যটি এমন, ‘এটা অনেক বড় ও বিচিত্র ধরনের কাজ হচ্ছে। এশীয় দেশের প্রায় ৫০০ মানুষ এতে পারফর্মার হিসেবে কাজ করছেন। যে অভিযোগটি তুলেছেন, আমাদের মনে হয় না, তার অভিযোগটি বর্ণবাদের জন্য যথেষ্ট।’
উল্লেখ্য, ‘আলাদিন’ ভূমিকার নেপথ্যে থাকছেন কৃষ্ণাঙ্গ হলিউড অভিনেতা উইল স্মিথ। ছবিটি পরিচালনা করছেন গাই রিচি।
সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট

/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
আমার পাপ আর বাড়াবেন না: ইমন চক্রবর্তী
আমার পাপ আর বাড়াবেন না: ইমন চক্রবর্তী
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান