X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

ঢাকার চলচ্চিত্র উৎসবে অপর্ণা সেন

বিনোদন রিপোর্ট
১১ জানুয়ারি ২০১৮, ১৪:৪২আপডেট : ১১ জানুয়ারি ২০১৮, ১৫:৪৮

অপর্ণা সেন ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’- স্লোগান নিয়ে শুরু হচ্ছে ১৬তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আগামীকাল ১২ জানুয়ারি থেকে শুরু হওয়া এ উৎসবে অংশ নিতে ঢাকায় আসছেন ভারতের প্রখ্যাত অভিনেত্রী-নির্মাতা অপর্ণা সেন।
বিষয়টি নিশ্চিত করেছে আয়োজক রেইনবো চলচ্চিত্র সংসদ।
অপর্ণা আসবেন ১৪ জানুয়ারি। ওইদিন বিকালে আলিয়ঁস ফ্রঁসেজের উইমেনস ফিল্ম সেশনের সেমিনারে অংশ নেবেন তিনি।
এরপর দিন ১৫ জানুয়ারি বিকাল সাড়ে ৫টায় থাকছে অপর্ণা সেন পরিচালিত ‘সোনাটা’ ছবিটি। জাতীয় গ্রন্থাগার মিলনায়তনে এটি দেখানো হবে। ছবিতে শাবানা আজমি ও লিলেট দূরের সঙ্গে অভিনয় করেছেন অপর্ণা। এদিন তিনি একটি সংবাদ সম্মেলনেও অংশ নেবেন।
উৎসবে ৬০টি দেশের দুই শতাধিক ছবি প্রদর্শিত হবে।
বাংলাদেশের দশটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রসহ মোট ২০টির বেশি চলচ্চিত্র প্রদর্শিত হবে।
রাজধানীর কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তন, জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল ও প্রধান মিলনায়তন, আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তন, রাশিয়ান কালচার সেন্টার ও স্টার সিনেপ্লেক্সে উৎসবের চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে। উৎসব চলবে ২০ জানুয়ারি পর্যন্ত। উৎসবটি সবার জন্য উন্মুক্ত।

/এম/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
জানা-অজানা ১০ তথ্যে সত্যজিৎ রায়
প্রয়াণ দিনে স্মরণজানা-অজানা ১০ তথ্যে সত্যজিৎ রায়
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
‘ওপারে ভালো থেকো বন্ধু’
অভিনেতা রুমির মৃত্যু‘ওপারে ভালো থেকো বন্ধু’
ফ্লপে হ্যাটট্রিক, মুখ খুললেন অভিনেত্রী
ফ্লপে হ্যাটট্রিক, মুখ খুললেন অভিনেত্রী
চলে গেলেন অভিনেতা রুমি
চলে গেলেন অভিনেতা রুমি