X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

শানু লিখেছেন ৭০টি কবিতা!

বিনোদন রিপোর্ট
১১ জানুয়ারি ২০১৮, ১৭:৫৭আপডেট : ১১ জানুয়ারি ২০১৮, ১৮:২৬

শানু লিখেছেন ৭০টি কবিতা! অভিনেত্রী শানারেই দেবী শানু কবি হিসেবেও নিজেকে গুছিয়ে তুলছেন ক্রমশ। গেল বছর অমর একুশে বইমেলায় অনন্যা প্রকাশনী থেকে প্রকাশ পেয়েছে তার প্রথম গ্রন্থ ‘নীল ফড়িং কাব্য’। যেখানে স্থান পেয়েছিল ৫৮টি কবিতা।
এবারও তিনি একই প্রকাশনী থেকে মেলায় হাজির হচ্ছেন নতুন কাব্যগ্রন্থ নিয়ে। এরই মধ্যে ছাপা হয়ে যাওয়া এই বইয়ের নাম ‘লাল এপিটাফ’। শানু জানান এবার কবিতার সংখ্যা আরও বেড়েছে, স্থান পেয়েছে ৭০টি কবিতা। যার সব লিখেছেন গেল এক বছরে।
শানু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রথম বই প্রকাশের পর চারপাশ থেকে এত উৎসাহ পেয়েছি সেটা বলার মতো না। সিটি-আনন্দ আলো পুরস্কারও পেয়েছি নতুন কবি হিসেবে। এমন উৎসাহের কারণেই গেল বছর কবিতার টেবিলে বেশ সময় দিয়েছি। এবারের সবগুলো কবিতাই ১৭ সালের বইমেলার পর লেখা।’
শানু আরও জানান, তার কবিতা লেখার শুরুটা হয় এই তো সেদিন- ২০১৬ সাল থেকে। তবে কবি ও কবিতার সঙ্গে তার বসবাস আজন্ম। তার বাবা এ কে শেরাম একজন কবি। সেই সূত্রে শানু ছোটবেলা থেকেই কবিতা খুব পড়তেন, করতেন আবৃত্তি।
শুধুই কি কবিতা? নাকি গল্প-উপন্যাসও লিখছেন- এমন প্রশ্নে শানু বলেন, ‘‘গল্প টুকটাক লেখার চেষ্টা করছি। তবে উপন্যাস নিয়ে এখনও ভাবিনি। অনেকেই বলছেন ২০১৯ মেলায় একটা উপন্যাস দিতে। আমিও ভাবছি। তার আগে এবারের মেলা উদযাপন করতে চাই ‘লাল এপিটাফ’ দিয়ে।’’
শানারেই দেবী শানু ২০০৫ সালে অনুষ্ঠিত লাক্স-চ্যানেল আই সুপারস্টারের শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় পরেছিলেন শানারেই দেবী শানু। এরপর টিভি নাটকে এক যুগেরও অধিক পথ। পথিমধ্যে হুমায়ূন আহমেদের ‘৯ নম্বর বিপদ সংকেত’ ছবিতে অভিনয়ের কথা থাকলেও সেটি আর হলো না। তবে এবার একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি। আবু আকতার উল ইমানের পরিচালনায় ছবিটির নাম ‘মিস্টার বাংলাদেশ’।
সিনেমা প্রসঙ্গে শানু বলেন, ‘নানা কারণে আসলে এতকাল ছবি করা হয়নি। এবার করতে যাচ্ছি। শুটিং অনেক আগেই শুরু হয়েছে, তবে আমার অংশের কাজ হবে চলতি মাসের শেষের দিকে। আশা করছি ভালো কিছু হবে।’

/এস/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…