X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

সালমানের শুটিংয়ে পুলিশ, কাজ স্থগিত!

বিনোদন ডেস্ক
১১ জানুয়ারি ২০১৮, ২০:৪৫আপডেট : ১১ জানুয়ারি ২০১৮, ২০:৪৯

যোধপুর আদালতে সালমান কিছুদিন আগে রাজস্থানের এক গডফাদারের কাছ থেকে জীবননাশের হুমকি পেয়েছিলেন বলিউড অভিনেতা সালমান খান। এবার তার সূত্র ধরেই এ তারকার শুটিং বন্ধ করে দিয়েছে মুম্বাই পুলিশ।

ঘটনাটি ঘটে মুম্বাই ফিল্ম সিটিতে ‘রেস-থ্রি’ ছবির কাজের সময়। ১১ জানুয়ারি সেখানে তড়িঘড়ি করে হাজির হয় পুলিশ। সালমান ও ছবির প্রযোজক রমেশ তৌরানিকে ডেকে দ্রুত শুটিং বন্ধ করতে বলা হয়।
ভারতীয় সংবাদ মাধ্যম মুম্বাই মিররের রিপোর্টে জানা যায়, এরপর সালমানকে পুলিশের গাড়িতে করে বাসায় পৌঁছে দেওয়া হয়। এসময় সালমানের গাড়ি চালায় এক পুলিশ সদস্য!
পত্রিকাটির বরাতে জানা যায়, ‘জীবননাশের মতো ঘটনা এড়াতে পুলিশ এ ব্যবস্থা নিয়েছে। এমনকি কয়েক দিন সালমানকে জিমে যাওয়াসহ প্রকাশ্যে ঘোরাঘুরি না করতেও বলেছে তারা।’
গত ৫ জানুয়ারি সালমান খান মৃগ হরিণ হত্যার মামলার কারণে ভারতের যোধপুর আদালতে যান। সেখানেই গ্যাংস্টার লরেন্স বিষ্ণোয় তাকে হত্যার হুমকি দেন।
এর পরপর মুম্বাইয়ে সালমানের শুটিংয়ে এমন ঘটনা ঘটলো।
‘রেস-থ্রি’ ছবিতে সালমানকে খলনায়কের ভূমিকায় দেখা যাবে। রেমো ডি’সুজা পরিচালিত এ ছবি ২০১৮ সালের রোজার ঈদে আসবে। এতে তার বিপরীতে থাকছেন জ্যাকুলিন ফার্নান্দেজ।
সূত্র: হিন্দুস্তান টাইমস

/এম/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
অবশেষে মুক্তির বার্তা
অবশেষে মুক্তির বার্তা
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
নতুন অভিজ্ঞতার মুখোমুখি জয়া
নতুন অভিজ্ঞতার মুখোমুখি জয়া