X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

মুক্তির ১ বছর পর ২ দিনের জন্য সিলেট

বিনোদন রিপোর্ট
১৩ জানুয়ারি ২০১৮, ১৪:১৭আপডেট : ১৩ জানুয়ারি ২০১৮, ১৫:৩৯

একটি দৃশ্যে শাহানা গোস্বামী ঢাকা শহরের প্রেক্ষাপটে মধ্যবিত্ত এক নারীর আত্ম-অনুসন্ধানের কাহিনি নিয়ে নির্মিত হয়েছে ‘আন্ডার কন্সট্রাকশন’। ছবিটি শুধুমাত্র ঢাকার কয়েকটি প্রেক্ষাগৃহে মুক্তি পায় গত বছর ২২ জানুয়ারি। তখন বেশ প্রশংসা পায় সমালোচক মহলে।
ছবির পরিচালক রুবাইয়েত হোসেন সেসময় জানান, শুধু ঢাকা নয় পর্যায়ক্রমে ‘আন্ডার কন্সট্রাকশন’ দেখবে সারাদেশের মানুষ। সেই ধারাবাহিকতায় মুক্তির এক বছর পর ছবিটি এবার বিশেষ ব্যবস্থাপনায় যাচ্ছে সিলেটের দর্শকদের কাছে।
ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান খনা টকিজ জানায়, আগামী ১৬ থেকে ১৭ জানুয়ারি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল অডিটোরিয়ামের সামনে অনুষ্ঠিত হবে এই ছবির প্রদর্শন।

২ দিনই বিকাল সাড়ে তিনটা এবং সন্ধ্যা ৬টায় দুটি করে চারটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে সেখানে। টিকিট পাওয়া যাচ্ছে সিলেট অর্জুনতলা চোখ ফিল্ম সোসাইটির টেন্ট এবং শো’র আগে সেন্ট্রাল অডিটোরিয়ামের সামনে।   
মুক্তির পর থেকে ছবিটি সিয়্যাটলেও, লোকার্নো, ওমেন মেইকস ওয়েবস, কেরালা, বোগতা, সাও পাওলো, মনট্রিয়ালসহ বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত হয়।
এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেন বলিউডের শাহানা গোস্বামী ও রাহুল বোস। অন্য অভিনয়শিল্পীরা হলেন মিতা চৌধুরী, শাহাদাত, তৌফিকুল ইসলাম ইমন, টোকাই নাট্যদলের শিমু প্রমুখ।
‘আন্ডার কন্সট্রাকশন’-এ গান রয়েছে ৩টি। এর মধ্যে অর্ণবের সংগীতায়োজনে ‘তোমায় গান শোনাব’ ও ‘পৌষ তোদের’ রবীন্দ্রসংগীত দুটি গেয়েছেন সাহানা বাজপেয়ী। পুরো ছবির আবহসংগীত করছেন অর্ণব।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নায়কের জন্মদিনে নায়িকারা...
নায়কের জন্মদিনে নায়িকারা...
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!