X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

অভিযোগের জবাবে অভিযোগ!

বিনোদন রিপোর্ট
২১ জানুয়ারি ২০১৮, ১৯:১৬আপডেট : ২২ জানুয়ারি ২০১৮, ১১:৪৪

নাউমি/ ছবি: বাংলা ট্রিবিউন গানের মানুষ নাউমি। কিন্তু উপস্থাপনাতেও বেশ পটু। তাই ‘বেশি করব না, করব না’ করেও এ কাজে প্রায়ই তাকে পাওয়া যায়। প্রতিবারই পণ করেন, গানেই বেশি সময় দেবেন! কিন্তু হয়ে ওঠে না।
এই যেমন এবারও মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে চলা জিম্বাবুয়ে-শ্রীলঙ্কা ম্যাচের (২১ জানুয়ারি) ফাঁকে বাংলা ট্রিবিউনকে বললেন, ‘চলমান ট্রাই নেশন কাপটা উপস্থাপনা করছি। যদিও বিষয়টি নিয়ে মিডিয়ায় কথা বলতে চাইছি না। কারণ অনেকেই সমালোচনা করেন। বলেন, গানের চেয়ে আমি নাকি উপস্থাপনায় ব্যস্ত থাকি! কিন্তু আমি কী করবো, যদি মনের মতো গান না পাই?’
হ্যাঁ, উপস্থাপিকা নাউমিকে এখন ঢাকায় চলমান ত্রিদেশীয় ক্রিকেট সিরিজের সম্প্রচার মাধ্যম জিটিভির তিনটি বিশেষ অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে দেখা যাচ্ছে।
জিটিভি’র হয়ে নাউমি এ কাজটি করছেন। খেলার আগে, পরে ও মাঝের বিরতিতে টিভি পর্দায় আলাপ করতে দেখা যায় তাকে। জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে জমিয়ে আড্ডা আর বিশ্লেষণে ব্যস্ত থাকেন গানের এই তরুণী।
নাউমি বললেন, ‘টিভি উপস্থাপনা আমি কিন্তু ছোটবেলা থেকেই করছি। ক্রিকেটে এর আগে বিপিএল-এ উপস্থাপনা করেছি। কিন্তু আন্তর্জাতিক ম্যাচে এবারই প্রথম কাজ করছি। অভিজ্ঞতা তো অবশ্যই ভালো। আমি আসলে পুরো বিষয়টি শিখছি।’
‘ক্রিকেট ম্যানিয়া’ অনুষ্ঠানে অতিথি ক্রিকেটারের সঙ্গে নাউমি/ ছবি: জিটিভি গান কম, উপস্থাপনা বেশি- এমনই কি তবে চলবে?
‘এই প্রশ্নের যন্ত্রণায় আমি শেষ। গান ছেড়ে আমি কেন উপস্থাপনা করছি? আমি কিন্তু গান ছাড়িনি। গান তো আছেই। আমি মূলত ব্যস্ত আমার পড়াশোনা নিয়ে। আর যেহেতু টিভিতে উপস্থাপনা করি সবাই বিষয়টি দেখতে পান, চোখে লাগে। গানের ক্ষেত্রে তো এমন নয়। ভিডিও করতে প্রচুর টাকা লাগে। তাই করছি না। ভালো মানের গানও পাই না। তাই ঘন ঘন গানও প্রকাশ হচ্ছে না। সবার মনে হয় আমি গানের চেয়ে উপস্থাপনাতেই বেশি ব্যস্ত। এটা সবার মিথ্যে অভিযোগ।’
অভিযোগের জবাব অভিযোগ দিয়েই দিলেন এ সম্ভাবনাময়ী শিল্পী।

/এম/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
শিল্পী সমিতির নির্বাচন: কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ
শিল্পী সমিতির নির্বাচন: কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
১৬ বছর পর জেনস সুমনের ফেরা (ভিডিও)
১৬ বছর পর জেনস সুমনের ফেরা (ভিডিও)
মা হারালেন বেবী নাজনীন
মা হারালেন বেবী নাজনীন