X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০
শুভ জন্মদিন নায়করাজ

একটি স্থিরচিত্র ছাড়া কিছুই নেই নায়করাজের ওয়েবসাইটে!

ওয়ালিউল বিশ্বাস
২৩ জানুয়ারি ২০১৮, ১৪:৫৫আপডেট : ২৩ জানুয়ারি ২০১৮, ১৮:১৮

ওয়েবসাইটে ঝুলে থাকা একমাত্র স্থিরচিত্র ২০১৬ সালের ২৩ জানুয়ারি বেশ বড় একটি ঘোষণা দিয়ে উদ্বোধন করা হয় নায়করাজ রাজ্জাকের নামে ওয়েবসাইট।
তারপর? একেবারে ‘তথৈবচ’ অবস্থা! মাঝে দুটি বছর পার হলেও সেই ওয়েবসাইটে নায়করাজের একটি স্থিরচিত্র আর জন্ম-মৃত্যুর সন লেখা ছাড়া কোনও কিছুই যুক্ত হয়নি! 

২০১৬ সালে সাইটটির কাজ শুরু করে ‘আনুন আইসিটিএম’- নামের তথ্য ও প্রযুক্তিবিষয়ক প্রতিষ্ঠান। কিন্তু চোখে পড়ার মতো কিছু আর হয়ে ওঠেনি।
বিষয়টি নিয়ে বাংলা ট্রিবিউন কথা বলার চেষ্টা করেছে নায়করাজের পরিবারের সদস্যদের সঙ্গে। পরিবারের পক্ষ থেকে রাজ্জাকের ছোট ছেলে সম্রাট বলেন, ‘বাবার মৃত্যুর পর ফয়সাল নামের একজন প্রতিষ্ঠানটির পক্ষ থেকে যোগাযোগ করেন। আমি বাপ্পা ভাইয়াসহ বেশ কয়েকজন সাংবাদিকের নম্বর তাকে দিই। এরপরের আপডেট আর জানি না। আসলে বাবার মৃত্যুর পর আমরা মানসিকভাবে খুবই বিপর্যস্ত ছিলাম। পরে আর তাদের সঙ্গে যোগাযোগ হয়নি।’
সাইটটির অবস্থা জানতে যোগাযোগ করা হয় ‘আনুন আইসিটিএম’-এর সঙ্গে। প্রতিষ্ঠানটির অন্যতম ব্যক্তি মঈন হাসানের সঙ্গে কথা হয় বাংলা ট্রিবিউনের। তিনি বলেন, ‘নিজেদের ভালোবাসা থেকে নায়করাজের এ সাইটটি আমরা করতে চেয়েছি। এজন্য বেশ দৌড়ঝাঁপও করেছি। কিন্তু নায়করাজের পরিবার আমাদের সেভাবে সহযোগিতা করতে পারেননি। তারা হয়তো নানাভাবে ব্যস্ত ছিলেন। সম্রাট ভাই আমাদেরকে সাংবাদিকদের মোবাইল নম্বর দিয়েছিলেন। দু’একজন ছাড়া কারও কাছে তথ্যগত সহযোগিতা পাইনি। এমনকি সরকারি তথ্য ভাণ্ডারেও খুব একটা তথ্য নেই। তাই আমরা একটু পিছিয়ে পড়েছি।’
তাই বলে ছবি ছাড়া কোনও তথ্যই কি রাখার মতো পাওয়া যায়নি- এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমরা চেয়েছি পরিবার বা নায়কের কাছের কেউ একজন তথ্য যাচাই করে দিক। এমন হয়েছে কেউ বলেছেন উত্তরা যেতে, আমরা গিয়েছি। আবার পল্টনে বললে সেখানেও গিয়েছি। কিন্তু এ পর্যন্তই। আর ভেরিফিকেশন ছাড়া সাইটে তথ্য দেওয়াটা যৌক্তিক নয়। তাই আর কাজ এগোয়নি! আমরা চাই পরিপূর্ণ সাইট হোক।’
নায়করাজ রাজ্জাক/ ছবি: সংগৃহীত তবে এখানেই শেষ নয়। জানা যায়, ‘নায়করাজরাজ্জাক’ নামের ডোমেইনটির বাৎসরিক ফ্রি না দেওয়ায় গত বছর এটি নিলামে ওঠে। তাই এটি আর ‘আনুন আইসিটিএম’-এর অধীনে নাই। এই প্রতিবেদকের সঙ্গে আলাপকালে প্রতিষ্ঠানটি এ বিষয়টিও গোপন করে। এদিকে গত বছরের আগস্ট মাসে এই একই ডোমেইনটি কিনে নেয় ‘কনটেন্ট ট্রি’ নামের আর একটি প্রতিষ্ঠান। এর কর্ণধার ফয়সাল রাজীব। তিনিই মূলত রাজ পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। বিষয়টি নিয়ে ফয়সাল রাজীব বলেন, ‘আমরা নায়করাজকে নিয়ে নানা ধরনের কনটেন্ট তৈরি করেছি। আগামী সপ্তাহে বাপ্পা ভাইয়ের সঙ্গে আমাদের মিটিং। তিনি অনুমতি দিলে কনটেন্টগুলো আপলোড করা হবে। আমরা শুধু অনুমতির অপেক্ষায় আছি।’
প্রসঙ্গত, ১৯৪২ সালের ২৩ জানুয়ারি কলকাতায় জন্ম নেওয়া বাংলা চলচ্চিত্রের রাজপটে দাপট দেখানো এ নায়ক গত বছরের (২০১৭) ২১ আগস্ট রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান।

/এম/এমএম/
সম্পর্কিত
ট্রেলারে ‘কাজলরেখা’: সংস্কৃতি ও রহস্যের মেলবন্ধন
ট্রেলারে ‘কাজলরেখা’: সংস্কৃতি ও রহস্যের মেলবন্ধন
কপি’যুদ্ধ সেরে বুবলীর রাজ’কীয় চমক!
কপি’যুদ্ধ সেরে বুবলীর রাজ’কীয় চমক!
পাভেলের লিভিং রুম সেশানে জাহিদের কণ্ঠে ‘হে নামাজি’
পাভেলের লিভিং রুম সেশানে জাহিদের কণ্ঠে ‘হে নামাজি’
নোরা এবার র‌্যাপার! (ভিডিও)
নোরা এবার র‌্যাপার! (ভিডিও)
বিনোদন বিভাগের সর্বশেষ
ক্যানসারে আক্রান্ত অভিনেতা রুমি, ভর্তি হাসপাতালে
ক্যানসারে আক্রান্ত অভিনেতা রুমি, ভর্তি হাসপাতালে
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)