X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

গত যুগের রাজশ্রী এই যুগের সাব্বির

বিনোদন রিপোর্ট
২৪ জানুয়ারি ২০১৮, ২০:৪৬আপডেট : ২৪ জানুয়ারি ২০১৮, ২১:০৪

ভিডিওতে সাব্বির ও রাজশ্রী প্রায় ১ যুগ পর নতুন গানে ফিরলেন চট্টগ্রামের চেনা কণ্ঠশিল্পী রাজশ্রী আচার্য। আর ফেরাটা হলো চলতি যুগের সংগীতশিল্পী সাব্বিরকে সঙ্গে করে।
২৩ জানুয়ারি ‘পিছুটান’ নামের একটি গান-ভিডিও প্রকাশ হয় দুজনের। যেখানে রাজশ্রীর গাওয়া গানে সুর ও সংগীত করেছেন সাব্বির। এর কথা লিখেছেন জীবক বড়ুয়া। ভিডিওটি নির্মাণ করেছেন মাহিন আওলাদ। গানটি লেজার ভিশনের ব্যানারে প্রকাশিত হয়েছে।
ভিডিও-গানটি প্রকাশ উপলক্ষে এদিন সন্ধ্যায় রাজধানীর এক রেস্তোরাঁয় আয়োজন করা হয়েছে একটি বিশেষ অনুষ্ঠান। যেখানে গান সংশ্লিষ্টরা ছাড়াও হাজির ছিলেন সুবীর নন্দী, তপন চৌধুরীর মতো নন্দিত শিল্পীরা।
প্রকাশনা উৎসবের মূল পর্ব গানে ফেরা প্রসঙ্গে রাজশ্রী বলেন, ‘সাব্বির, জীবক ও রাশেদের (ক্লোজআপ ওয়ান তারকা) আন্তরিকতা ও আগ্রহের কারণেই ১১ বছর পর আবার গাইলাম। এটা আমার জন্য বেশ পরিশ্রমের কাজ ছিল। বলা যায়, গান গাওয়াটা একেবারেই বন্ধ করে দিয়েছিলাম। তাই নতুন করে শুরু করতে হলো।’
সাব্বির বললেন, ‘দিদির (রাজশ্রী) সবচেয়ে শক্তিশালী দিক হলো কণ্ঠ। এমন কণ্ঠে শাস্ত্রীয় সংগীত খুব ভালো যায়। তাই চেষ্টা করেছি, এ গানে সে আবহটা রাখার। তাকে নিয়ে আরও কিছু কাজ করার ইচ্ছে আছে।’
গানটির মিউজিক ভিডিওতে সাব্বির-রাজশ্রী ছাড়াও মডেল হিসেবে অভিনয় করেছেন শপথ ও সুবহা।

ভিডিও নির্মাতা মাহিন আওলাদ বলেন, ‘গানের গল্পের সঙ্গে মিল রেখে ভিডিওটি নির্মাণ করেছি। এতে দুই হিন্দু-মুসলিম তরুণ-তরুণীর প্রেম-বিচ্ছেদের গল্প ফুটে উঠেছে। চেষ্টা করেছি একটি গল্প বলার। বাকিটা দর্শক-শ্রোতারা বলবেন। সবাইকে গানটি উপভোগ করার আহ্বান জানাই।’

দেখতে পারেন ‘পিছুটান’:

/এমআই/এমএম/
সম্পর্কিত
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
গার্মেন্টসকর্মীদের জীবনের গল্প ‘ঈদের ছুটি’!
গার্মেন্টসকর্মীদের জীবনের গল্প ‘ঈদের ছুটি’!
গানের নাম ‘টাকা দ্য পা পা পা’! (ভিডিও)
গানের নাম ‘টাকা দ্য পা পা পা’! (ভিডিও)
গানচিত্র নির্মাণে সিনেমার প্রযোজক!
গানচিত্র নির্মাণে সিনেমার প্রযোজক!
বিনোদন বিভাগের সর্বশেষ
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
ভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা