X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ফেসবুক চালানো শেখাচ্ছেন মীর সাব্বির!

বিনোদন রিপোর্ট
২৬ জানুয়ারি ২০১৮, ১৮:৩৩আপডেট : ২৬ জানুয়ারি ২০১৮, ২০:৩৭

মীর সাব্বির/ ছবি: সংগৃহীত দোকানের নাম ‘সুজন কম্পিউটার ট্রেনিং ফেসবুক অ্যান্ড ইন্টারনেট সেন্টার’। এখানে গ্রামের মানুষদের ফেসবুক চালানো শেখান সুজন! পড়ালেখা ছেড়ে এটিকে ব্যবসা হিসেবে বেছে নিয়েছেন তিনি। তার ধারণা, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসও বেশি পড়ালেখা করেননি। টেকনিক্যাল জ্ঞান অর্জন করে সুজনও তার মতো বিখ্যাত হবেন একদিন।
এমন মজার গল্পে সাজানো ধারাবাহিক নাটকটির নাম ‘আসি গেছে ফেইজবুক’। যেখানে সুজনের চরিত্রে অভিনয় করছেন মীর সাব্বির।
ম ম রুবেল রচিত এই নাটকটি পরিচালনা করছেন জয় সরকার। এতে সাব্বিরের বিপরীতে অভিনয় করেছেন অহনা। ঢাকার বিভিন্ন লোকেশনে সম্প্রতি নাটকটির শুটিং শুরু হয়েছে।

এতে অভিনয় প্রসঙ্গে মীর সাব্বির বলেন, ‘গ্রামে এখনও কম্পিউটার, ইন্টারনেট আর ফেসবুক নিয়ে মানুষের মধ্যে আগ্রহের কমতি নেই। নাটকে দেখা যাবে, সেটিকে কাজে লাগাতে আমি এই ব্যবসায় জড়িয়ে পড়ি। টাকার বিনিময়ে গ্রামের মানুষদের আমি ফেসবুক চালানো শেখাই। কিন্তু গ্রামের মোড়লের মেয়ে অহনা আমার এই কাজ পছন্দ করে না। আমি আবার তাকে বেশ পছন্দ করি। তৈরি হয় জটিলতা। এমন মজার অনেক ঘটনার মধ্য দিয়ে গল্পটি এগিয়ে যায়।’
নাটকটিতে মীর সাব্বির-অহনা ছাড়াও অভিনয় করছেন মাসুম আজিজ, আ খ ম হাসান, মম মোর্শেদ, প্রাণ রায়, সিদ্দিকুর রহমান, অবিদ রায়হান, রুমানা স্বর্ণা, সানজিদা তন্ময়, কাজী উজ্জ্বল প্রমুখ।
নির্মাতা জানান, ফেব্রুয়ারির শেষের দিকে বেসরকারি একটি টিভি চ্যানেলে প্রচার শুরু হবে ধারাবাহিকটি।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
অবশেষে মুক্তির বার্তা
অবশেষে মুক্তির বার্তা
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
নতুন অভিজ্ঞতার মুখোমুখি জয়া
নতুন অভিজ্ঞতার মুখোমুখি জয়া