X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

অস্কারে মনোনয়ন না পাওয়ায় খুশি!

বিনোদন ডেস্ক
২৬ জানুয়ারি ২০১৮, ১৯:০৬আপডেট : ২৬ জানুয়ারি ২০১৮, ২১:১১

ফক্সট্রট-এর একটি দৃশ্যঅস্কার পুরস্কার এখনও অনেকের অধরা। ফলে মনোনয়ন পেলেই বাঁধভাঙা আনন্দে ভাসার কথা তাদের। কিন্তু নিজের দেশের ছবি ‘ফক্সট্রট’ মনোনীত না হওয়ায় উল্টো খুশি ইসরায়েলের সংস্কৃতিমন্ত্রী মিরি রিজেভ!
বলা যায় তিনি যেন হাঁফ ছেড়ে বাঁচলেন। গত ২৩ জানুয়ারি অস্কারের মনোনয়ন তালিকা ঘোষণার পর স্বস্তির নিঃশ্বাস ফেলেন এই ডানপন্থী নারী রাজনীতিবিদ। যদিও ছবিটি এখনও দেখেননি তিনি!
‘ফক্সট্রট’ ছবিতে দেখানো হয়েছে একটি সেনাশাসিত চেকপয়েন্টের গল্প, যেখানে বিরক্ত ইসরায়েলের সৈন্যরা একজন আরব পথচারীর হাতের ক্যানকে অস্ত্র ভেবে ভুল করে তার দিকে গুলি চালায়। এরপর ঘটনাটি ঢাকা দিতে চেষ্টা করে সৈন্যরা।
৯০তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের সেরা বিদেশি ভাষার ছবির বিভাগে ইসরায়েল থেকে জমা পড়ে ‘ফক্সট্রট’।  তবে ওই মন্ত্রীর মন্তব্য, এটি ইসরায়েলবিরোধী ছবি। তাই এটি অস্কার মনোনয়ন না পাওয়া তিনি উচ্ছ্বসিত!
অস্কারের ভোটারদের প্রশংসা করে আর্মি রেডিওকে মিরি রিজেভ বলেন, ‘অস্কারে মনোনয়ন না পাওয়ায় আমরা বেঁচে গেছি! এর ফলে আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীকে ভুলভাবে উপস্থাপন করা হতো। তিক্ত হতাশা থেকে পরিত্রাণ পেলাম।’
এর আগে গত বছরের সেপ্টেম্বরে ইসরায়েলের ফিল্ম অ্যান্ড টেলিভিশন অ্যাকাডেমি ছবিটিকে পুরস্কৃত করায় সমালোচনা শোনা গেছে এই মন্ত্রীর কণ্ঠে। কারণ এতে তার অসম্মতি ছিল। তাই ওই অ্যাকাডেমিতে সরকারের আর্থিক সহায়তা বাতিলের হুমকিও দেন তিনি।


২০১৭ সালের সেপ্টেম্বরে ভেনিস চলচ্চিত্র উৎসবে গ্র্যান্ড জুরি প্রাইজ সিলভার লায়ন পুরস্কার জেতে ‘ফক্সট্রট’। এই স্বীকৃতি গ্রহণের পর পরিচালক স্যামুয়েল মাওজ বলেন, ‘আমি যেখানে থাকি সেই জায়গার সমালোচনা করেছি, কারণ আমি চিন্তিত। এ অবস্থার পরিবর্তন চাই আমি। দেশের প্রতি ভালোবাসা থেকেই কাজটা করেছি।’

/জেডএল/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল