X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

লাভলু সেলিম অমিতাভের সঙ্গে...

বিনোদন রিপোর্ট
০৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:৪৫আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:৫৩

লাভলু, সেলিম, অমিতাভ ও ইশতিয়াক একসময় বিটিভি পর্দায় বুঁদ হয়ে থাকতেন দেশের দর্শকরা। মনোযোগ দিয়ে দেখতেন ‘সবুজ সাথী’, ‘সবুজ ছায়া’, ‘জোছনার ফুল’-এর মতো জনসচেতনতামূলক বিশেষ নাটকগুলো। যার প্রধান বৈশিষ্ট্য ছিল বিনোদনের মাধ্যমে দেশের তৃণমূল মানুষদের স্বাস্থ্য সচেতনতা গড়ে তোলা।
জনপ্রিয় হওয়া এ নাটকগুলোর মতোই এবার স্বাস্থ্য সচেতনতার জন্য নির্মিত হচ্ছে ১৫ পর্বের একটি ধারাবাহিক নাটক। আর এটি যৌথভাবে নির্মাণ করছেন দেশের প্রশংসিত তিন নির্মাতা সালাউদ্দিন লাভলু, গিয়াস উদ্দিন সেলিম ও অমিতাভ রেজা।
নাটকটির পাঁচ পর্ব করে তারা নির্মাণ করবেন। এর বাইরেও একই প্রজেক্টের আওতায় ‘সবুজ ব্যাগ’ নামের একটি ট্রাভেল শো তৈরি হচ্ছে। যেখানে একজন তারকা ও বিদেশিকে নিয়ে দেশের দর্শনীয় এলাকাগুলো ঘুরে বেড়াবেন মীরাক্কেলখ্যাত স্ট্যান্ডআপ কমেডিয়ান ইশতিয়াক নাসির।
যেখানে তিনি কথা বলবেন, প্রত্যন্ত এলাকার জনগণের সঙ্গে। এটিরও উদ্দেশ্য থাকবে মজার ঘটনার মাধ্যমে স্বাস্থ্য সচেতনতা তৈরি করা।
আর পুরো প্রজেক্ট নির্মাণ হচ্ছে জন হপকিনস সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রাম এর আওতায়।
এদিকে নাটকটি সম্পর্কে জানা যায়, অমিতাভ ছাড়া বাকি দুই পরিচালকের কাজ এখনও পাণ্ডুলিপি পর্যায়েই আছে।
গিয়াস উদ্দিন সেলিম তার অংশটি নিয়ে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি মা ও শিশু স্বাস্থ্য নিয়ে কাজ করছি। এটির টেবিল ওয়ার্ক পর্যায়ে আছে। একটা টাইটেল জমা দেওয়া হয়েছে। তারা যদি পছন্দ করে তবে সে নামই থাকবে। নামটি এখনও চূড়ান্ত নয়।’
এদিকে অমিতাভ রেজা জানান, এ প্রজেক্টে তার অংশটি এখনও প্রক্রিয়াধীন। তবে কাজটি করছেন বলে তিনি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন।

জানা গেছে, এবারের আয়োজনটি শুধু বিটিভিতেই নয় প্রচারের সম্ভাবনা রয়েছে দেশের অন্য টিভি চ্যানেলগুলোতেও।

/এম/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!